কলকাতা, 13 ডিসেম্বর: 'মন ফাগুন' (Mon Phagun) ধারাবাহিকে আসছে নতুন চরিত্র, প্রিয়াঙ্কা । এই চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা বসু (Oindrila Bose in Mon Phagun)। নিজের আসন্ন চরিত্রটি আসলে কেমন জানালেন ইটিভি ভারতকে ।
নেট পাড়াতে শোরগোল, তবে কি মন ফাগুনে নেগেটিভ ইমেজে ধরা দেবেন তাঁদের প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা বসু (character of Oindrila Bose)? তাঁকে 'আলো ছায়া' ধারাবাহিকে বিপুল ভালবেসেছেন টেলিদর্শক ৷ আর সেই চরিত্রটি ছিল খুব সুন্দর এবং অতিমাত্রায় পজিটিভ । যে নিজের মাসতুতো দিদিকে প্রাণের থেকেও বেশি ভালবাসত ৷ এ হেন ঐন্দ্রিলার বাবলি ইমেজ যদি নেগেটিভ হয়ে যায়, তা নিয়ে বেশ চিন্তায় দর্শকরা ।
এই প্রসঙ্গ তুলে অভিনেত্রীকে প্রশ্ন করায় তিনি ইটিভি ভারতকে বলেন, "না, প্রিয়াঙ্কা চরিত্রটা নেগেটিভ নয় । অন্তত আমার কাছে তেমন কোনও খবর এখনও নেই । আমাকে যেটুকু বলা হয়েছে তাতে বলব, প্রিয়াঙ্কা ঋষিকে পছন্দ করে । এবং সে সেটা ঋষিকে ধীরে ধীরে জানাবে । ঋষি এবং প্রি অর্থাৎ প্রিয়াঙ্কার বাবা বিজনেস পার্টনার । ঋষির সঙ্গে প্রিয়াঙ্কার কালেভদ্রে দেখা হয় । প্রিয়াঙ্কা বড়লোক বাবার মেয়ে । সে আতিশয্যে মানুষ । কিন্তু ষড়যন্ত্র করা, কারও ক্ষতি করা তার স্বভাবে নেই । সে আর ঠিক কী রকম তা আর বলব না । আর একটু অপেক্ষা করলেই সবটা জানা যাবে ।"
আরও পড়ুন: Miss Universe 2021 Harnaaz Sandhu: আলাপ করুন পঞ্জাবের অভিনেত্রী মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর সঙ্গে
শনের সঙ্গে কাজ করে খুশি ঐন্দ্রিলা । জানান, "শনের ব্যাপারে এক কথায় উত্তর দিতে বললে আমি বলব, হি ইজ আ জেন্টলম্যান । ভীষণ পরিপাটি, ডিসিপ্লিনড এবং কেয়ারিং একজন মানুষ । একইসঙ্গে ভাল অভিনেতা এবং সুন্দর স্বভাবের একজন মানুষ শন । আমার ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভাল ।"
আরও পড়ুন: Sreemoyee Bengali Serial : জুন আন্টির খেলা শেষ, বন্ধ হচ্ছে 'শ্রীময়ী'
প্রসঙ্গত, ঐন্দ্রিলা আজ শুধু টেলিভিশনে আটকে নেই । পাড়ি দিয়েছেন বড় পর্দায় । চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে 'মৃত্যুর রং ধূসর' ছবিতে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করছেন তিনি । একইসঙ্গে ওটিটি-তেও পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা । খুব শিগগিরই হইচইয়ের জন্য কাজ করবেন তিনি । যদিও সেই ব্যাপারে এখনই মুখ খোলা বারণ বলে জানিয়েছেন ঐন্দ্রিলা ।
আরও পড়ুন : গ্রেফতার 'কড়িখেলা'র পারমিতা, পরিণতি কী হবে ?