ETV Bharat / sitara

ক্যানসারে আক্রান্ত 'জিয়নকাঠি'-র জাহ্নবী, হাসপাতাল থেকে শেয়ার করলেন ছবি - Television actress Oindrila sharma in hospital

ক্যানসারে আক্রান্ত 'জিয়নকাঠি' খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । হাসাপাতালের বেড থেকে 'লড়াই'-এর ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা ।

Television actress Oindrila sharma cancer
Television actress Oindrila sharma cancer
author img

By

Published : Feb 27, 2021, 7:02 PM IST

কলকাতা : ক্যানসারে আক্রান্ত 'জিয়নকাঠি'-র জাহ্নবী । না, পরদায় নয় । বাস্তবেই এই মারণরোগের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ।

হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা । হাতে মোবাইল নিয়ে শুয়ে অভিনেত্রী । এই ছবিই প্রমাণ করে দেয় যে, একটুও দমে যাননি তিনি । হতাশার অন্ধকারের বদলে আলোর দিকেই তাকিয়ে রয়েছেন ঐন্দ্রিলা ।

ক্যাপশনেও সেই আত্মবিশ্বাসের ছোঁয়া । অভিনেত্রী লিখেছেন, "লড়াইটা শুরু হয়ে গেছে ।" ভাগ্যের হাতে পুরোটা ছেড়ে না দিয়ে লড়াই করতে প্রস্তুত ঐন্দ্রিলা ।

দেখে নিন তাঁর পোস্ট..

এর আগেও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী । সেই যুদ্ধে জয়ী হয়ে কাজে ফিরেছিলেন তিনি । তবে কর্কটরোগ ফের একবার দানা বেঁধেছে ঐন্দ্রিলার শরীরে । এবারও সেই থাবার সঙ্গে লড়াই করতে প্রস্তুত অভিনেত্রী । শুভেচ্ছা রইল ।

কলকাতা : ক্যানসারে আক্রান্ত 'জিয়নকাঠি'-র জাহ্নবী । না, পরদায় নয় । বাস্তবেই এই মারণরোগের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ।

হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা । হাতে মোবাইল নিয়ে শুয়ে অভিনেত্রী । এই ছবিই প্রমাণ করে দেয় যে, একটুও দমে যাননি তিনি । হতাশার অন্ধকারের বদলে আলোর দিকেই তাকিয়ে রয়েছেন ঐন্দ্রিলা ।

ক্যাপশনেও সেই আত্মবিশ্বাসের ছোঁয়া । অভিনেত্রী লিখেছেন, "লড়াইটা শুরু হয়ে গেছে ।" ভাগ্যের হাতে পুরোটা ছেড়ে না দিয়ে লড়াই করতে প্রস্তুত ঐন্দ্রিলা ।

দেখে নিন তাঁর পোস্ট..

এর আগেও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী । সেই যুদ্ধে জয়ী হয়ে কাজে ফিরেছিলেন তিনি । তবে কর্কটরোগ ফের একবার দানা বেঁধেছে ঐন্দ্রিলার শরীরে । এবারও সেই থাবার সঙ্গে লড়াই করতে প্রস্তুত অভিনেত্রী । শুভেচ্ছা রইল ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.