মুম্বই : 'তারক মেহতা কা উলটা চশমা' ধারাবাহিকের অভিনেতা সময় শাহের উপর হামলা করল একদল গুন্ডা । ঘটনাটি ঘটেছে তাঁর নিজের আবসন কমপ্লেক্সেই । পুলিশে অভিযোগ দায়ের করেছেন সময় ।
সোশাল মিডিয়ায় ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । সম্ভবত কোনও CCTV ফুটেজ সেটি । আলো-আঁধারি পরিবেশে ওঠা সেই ভিডিয়ো ঝাপসা হলেও আপাতত সেটিই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । সময়ের ফ্যানক্লাব থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি ।
'তারক মেহতা কা উলটা চশমা' ধারাবাহিকে গোগির চরিত্রে অভিনয় করেন সময় । তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "এই লোকটা দু'দিন আগে আমার বিল্ডিংয়ে আসে আর কোনও কারণ ছাড়াই আমায় খারাপ কথা বলতে থাকে । ও যে কে সেটাও আমি জানি না । আমায় জীবন নাশের হুমকি অবধি দেওয়া হয়েছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সময়ের মা জানিয়েছেন এরকম ঘটনা তাঁদের সঙ্গে আগেও ঘটেছে । গত পনেরো দিনে তিনবার ঘটেছে । মাঝেমধ্যেই জানলা থেকে তিনি দেখতে পান যে, সময়কে কেউ খুব খারাপ কথা শোনাচ্ছে । পুরো ব্যাপারটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন অভিনেতার মা ।
তবে কেন এমন ঘটছে বারবার ? নিরুত্তর শাহ পরিবার ।