ETV Bharat / sitara

বিচারকের আসনে কুমার শানু, কৌশিকী-জিৎ; আসছে 'সুপার সিঙ্গার জুনিয়র' - kumar sanu

খুদেদের নিয়ে রিয়ালিটি শো অনেক হয়েছে। গান-নাচ তো বটেই অভিনয় নিয়েও রয়েছে অনেক শো। ফের একবার শিশুদের প্রতিভা সন্ধানে বেরিয়ে পড়েছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও জিৎ গাঙ্গুলি।

সুপার সিঙ্গার জুনিয়র'
author img

By

Published : May 22, 2019, 1:42 PM IST

কলকাতা : খুব শিগগিরিই আসছে 'সুপার সিঙ্গার জুনিয়র'। যেখানে জুনিয়রদের দেখা যাবে গান গাইতে। গতকাল হয়ে গেল শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা। বিচারকের দায়িত্বে রয়েছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও জিৎ গাঙ্গুলি।

কীভাবে বাছবেন খুদে প্রতিভাদের ? প্রশ্ন করা হলে কুমার শানু বলেন, "নেগেটিভিটি চলবে না। সবসময় ওদের এনকারেজ করতে হবে। এসব অনেককিছু মাথায় রেখেই করতে হবে। আমি বলব না যে দশে তুমি পাঁচ পেয়ছো। খাতায় লিখে রাখব, মুখে বলব না। ওদের এনকারেজ করব। ওদের থেকে অনেক শিখতে পারব।"

সুপার সিঙ্গার জুনিয়র'
সুপার সিঙ্গার জুনিয়র'

কৌশিকী বলেন, "কে কীভাবে গড গিফটেড, সেটা বুঝতে পেরে তাদের শেখানোটাই বোধহয় একটা গুরুর কাজ ও অভিজ্ঞতা থেকেই এটা বলছি।" অন্যদিকে জিতের কথায়, তিনি খুদেদের মধ্যে থেকে বাছাই করে তাদের স্টুডিয়ো পর্যন্ত নিয়ে যাবেন বলে জানালেন।

তবে এসবের মধ্যে প্রতিযোগিতা তো একটাই থেকেই যাবে বলে মত কৌশিকীর। বাকি বিচারকরা আর কী বললেন দেখুন ভিডিয়োয়।

সুপার সিঙ্গার জুনিয়র'

কলকাতা : খুব শিগগিরিই আসছে 'সুপার সিঙ্গার জুনিয়র'। যেখানে জুনিয়রদের দেখা যাবে গান গাইতে। গতকাল হয়ে গেল শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা। বিচারকের দায়িত্বে রয়েছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও জিৎ গাঙ্গুলি।

কীভাবে বাছবেন খুদে প্রতিভাদের ? প্রশ্ন করা হলে কুমার শানু বলেন, "নেগেটিভিটি চলবে না। সবসময় ওদের এনকারেজ করতে হবে। এসব অনেককিছু মাথায় রেখেই করতে হবে। আমি বলব না যে দশে তুমি পাঁচ পেয়ছো। খাতায় লিখে রাখব, মুখে বলব না। ওদের এনকারেজ করব। ওদের থেকে অনেক শিখতে পারব।"

সুপার সিঙ্গার জুনিয়র'
সুপার সিঙ্গার জুনিয়র'

কৌশিকী বলেন, "কে কীভাবে গড গিফটেড, সেটা বুঝতে পেরে তাদের শেখানোটাই বোধহয় একটা গুরুর কাজ ও অভিজ্ঞতা থেকেই এটা বলছি।" অন্যদিকে জিতের কথায়, তিনি খুদেদের মধ্যে থেকে বাছাই করে তাদের স্টুডিয়ো পর্যন্ত নিয়ে যাবেন বলে জানালেন।

তবে এসবের মধ্যে প্রতিযোগিতা তো একটাই থেকেই যাবে বলে মত কৌশিকীর। বাকি বিচারকরা আর কী বললেন দেখুন ভিডিয়োয়।

সুপার সিঙ্গার জুনিয়র'
Intro:নতুন প্রতিভা অন্বেষণে এক মঞ্চে শানু,জিৎ ও কৌশিকী

অমিত চক্রবর্তী, কলকাতা: তার গায়কী জীবনের শুরুটা ছিল এই কলকাতা থেকেই, দীর্ঘ তিন দশকের গায়কী জীবনী গান গেয়েছেন অসংখ্য হিন্দি থেকে বাংলা ছবির জন্য। ভারত সরকারের পদ্মশ্রী সম্মান থেকে শুরু করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলতে পেরেছিলেন এক দিনে 28 টি গান গেয়ে। কিশোর কুমার পরবর্তী যুগে, কুমার শানু নিজেকে দর্শকদের মনে আলাদা করে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তবে আরেকটা কুমার শানু এখনো পাওয়া যায়নি। কেদারনাথ ভট্টাচার্য আজও মানুষের মনে চিরস্মরণীয় জায়গা করে রেখেছে। তবে আরেকটা কুমার শানু না পাওয়া গেলেও প্রতিভা অন্বেষণের জন্য আসছে নতুন এক রিয়েলিটি-শো যার নাম সুপার সিঙ্গার জুনিয়র। যেখানে বিচারপতি হিসেবে দর্শকরা দেখতে পাবেন কুমার শানু,জিৎ গাঙ্গুলী ও কৌশিকী চক্রবর্তী কে। আগামী পয়লা জুন প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে আটটায় দর্শকরা নতুন এই বিনোদনমূলক গানের রিয়েলিটি শো দেখতে পাবেন। তার আগে এদিন বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হলেন নতুন এই রিয়েলিটি শো এর তিন বিচারক।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.