লস অ্যাঞ্জেলেস, 28 মার্চ : অস্কার জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল 'রাইটিং উইথ ফায়ার'-এর ৷ মনোনয়ন লাভের পর বাঙালি পরিচালক সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের হাত ধরে তথ্যচিত্র বিভাগে পুরস্কার জয়ের স্বপ্ন দেখছিল ভারত ৷ কিন্তু ডলবি থিয়েটারে আশাভঙ্গ হল তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার'-এর ৷ কারণ সেরা তথ্যচিত্রের বিভাগে খেতাব জয় করে নিয়েছে মার্কিন ডকু ছবি 'সামার অফ সোল (অর হোয়েন দ্য রিভোলিউশন কুড নট টেলিভাইসড)' (Oscars 2022 Winners)৷
'রাইটিং উইথ ফায়ার' ছবিতে দেখানো হয়েছে কীভাবে একদল মহিলা তাঁদের চিফ রিপোর্টার মীরার নেতৃত্বে একটি সংবাদপত্রকে প্রিন্ট থেকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসার জন্য লড়াই চালাচ্ছে ৷ তাঁদের অদম্য সাহস এবং হাতের অস্ত্র স্মার্ট ফোনটিকে ব্যবহার করে কীভাবে একের পর এক ঘটনাকে সকলের সামনে তুলে ধরছেন তাঁরা ৷ দলিত মহিলাদের দ্বারা প্রকাশিত ভারতীয় সংবাদপত্র 'খবর ল্যাহেরিয়া'-র কাহিনিকে যত্নের সঙ্গে তুলে এনেছে এই ছবি ৷
অন্যদিকে পরিচালক আহমির থমসনের 'সামার অফ সোল' ছবিটি তুলে ধরে 1969 সালের হারলেম সাংস্কৃতিক উৎসবের কথা ৷ ছ'সপ্তাহব্যাপী চলা এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল হারলেমের মাউন্ট মরিস পার্কে ৷ স্টিভি ওয়ান্ডার, মাহালিয়া জ্যাকসন, নিনা সিমোন, দ্য ফিফথ ডাইমেনশন, দ্য স্টেপল সিঙ্গারস, গ্ল্যাডিস নাইট অ্যান্ড দ্য পিপস, ব্লিঙ্কি উইলিয়ামস, স্লি অ্যান্ড দ্য ফ্যামিলি স্টোন এবং দ্য চেম্বার্স ব্রাদার্সের উপস্থিতি সত্ত্বেও এবং প্রচুর মানুষের মনে দাগ কাটা সত্ত্বেও পপ সংস্কৃতির ক্ষেত্রে এর প্রভাবকে সেভাবে স্বীকার করা হয় না ৷ এই তথ্যচিত্রে সেই ঘটনাই তুলে ধরা হয়েছে ৷
আরও পড়ুন : সেরা অভিনেতার খেতাব জয় করলেন স্মিথ, দেখে নিন এবারের অস্কার বিজয়ীদের তালিকা
এর আগেও বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে 'সামার অফ সোল' ৷ যার মধ্য়ে রয়েছে 6তম ক্রিটিকস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড, সেরা ডকুমেন্টারি ফিচার-সহ 75তম ব্রিটিশ আকাদেমির ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারির জন্য BAFTA অ্যাওয়ার্ড এবং এরই সঙ্গে এবার এই ছবির মুকুটে যুক্ত হল আরেকটি পালক ৷