ETV Bharat / sitara

Main Heer Ve: শুভ্রা পালের মিউজিক ভিডিয়ো লঞ্চে চাঁদের হাট - শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবি

শুভ্রা পালের (Subhra Paul) নতুন মিউজিক ভিডিয়ো অ্যালবাম প্রকাশে বসেছিল চাঁদের হাট ৷ ছিলেন অনুপ জালোটা, মদন মিত্র (Madan Mitra), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), অরিন্দম শীল (Arindam Sil), প্রভাতী মুখোপাধ্যায়, জয় সরকার-সহ আরও অনেকে ৷

subhra-pauls-music-video-main-heer-ve-released-arindam-sil-madan-mitra-srabanti-chatterjee-were-present
শুভ্রা পালের ভিডিয়ো লঞ্চে চাঁদের হাট, হাজির মদন-শ্রাবন্তী
author img

By

Published : Nov 16, 2021, 7:32 PM IST

কলকাতা, 16 নভেম্বর: সঙ্গীতশিল্পী শুভ্রা পালের (Subhra Paul) কণ্ঠে হাজির নতুন পাঞ্জাবি রোম্যান্টিক গান 'ম্যায় হীর বে' (Main Heer Ve)। এই গানের মিউজিক ভিডিয়ো প্রকাশের অনুষ্ঠানে বসেছিল তারকাদের মেলা ৷

কুনওয়ার জুনেজার কথায় শৌর্য পিন্টু ঘটকের সুরে হাজির হল শিল্পী শুভ্রা পালের কণ্ঠে নতুন পাঞ্জাবি রোম্যান্টিক গান 'ম্যায় হীর বে'। মিউজিক অ্যালবামটির ভিডিয়ো নির্দেশনায় অরিন্দম শীল । মিউজিক ভিডিয়ো অ্যালবামটি প্রকাশের দিনে শহরের বিলাসবহুল এক ক্লাবে বসেছিল চাঁদের হাট । হাজির ছিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুপ জালোটা, কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra), অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পরিচালক অরিন্দম শীল (Arindam Sil), বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রভাতী মুখোপাধ্যায়, সুরকার জয় সরকার-সহ মিউজিক অ্যালবামের সঙ্গে জড়িত সব কলাকুশলী ।

subhra-pauls-music-video-main-heer-ve-released-arindam-sil-madan-mitra-srabanti-chatterjee-were-present
শুভ্রা পালের ভিডিয়ো লঞ্চে চাঁদের হাট, হাজির মদন-শ্রাবন্তী

আরও পড়ুন: Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি গল্প বোনেন অরিন্দম শীল । সেনানায়ক স্বামীর অপেক্ষায় তাঁর ঘরণী । ব্যাকুল হয়ে তিনি গান গেয়ে বেড়ান বোলপুরের লালমাটির পথে পথে । এরপর তিনি দেখেন তাঁর নায়ক সামনে এসে হাজির । গানের শেষ সেখানেই । গোটা শুটিংটা বোলপুরে করতে চেয়েছিলেন অরিন্দম শীল । তাঁর কথায়, "বোলপুর শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ । আমি চেয়েছিলাম এর বাইরে গিয়ে কিছু ভাবতে । আমার গোটা ইউনিট গিয়েছিল শুট করতে । সিনেমা যে প্রযুক্তিতে শুট হয়, এটাও সেই প্রযুক্তিতে শুট হয়েছে । শুভ্রার গানের মধ্যেই একটা গল্প লুকিয়ে আছে । যা থেকে অনায়াসে গল্পটিকে ফুটিয়ে তোলা যায় । আমি সেই কাজটাই করেছি ।"

তারকার মেলা মিউজিক ভিডিয়ো প্রকাশে

আরও পড়ুন: Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের

এদিন দরাজ গলায় গান শোনান প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা শুভ্রা পালের গুরুমা প্রভাতী মুখোপাধ্যায় । শুভ্রার গানের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক মদন মিত্র এবং অনুপ জালোটা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Pooja Dadlani: দ্বিতীয় সমনও এড়ালেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি

কলকাতা, 16 নভেম্বর: সঙ্গীতশিল্পী শুভ্রা পালের (Subhra Paul) কণ্ঠে হাজির নতুন পাঞ্জাবি রোম্যান্টিক গান 'ম্যায় হীর বে' (Main Heer Ve)। এই গানের মিউজিক ভিডিয়ো প্রকাশের অনুষ্ঠানে বসেছিল তারকাদের মেলা ৷

কুনওয়ার জুনেজার কথায় শৌর্য পিন্টু ঘটকের সুরে হাজির হল শিল্পী শুভ্রা পালের কণ্ঠে নতুন পাঞ্জাবি রোম্যান্টিক গান 'ম্যায় হীর বে'। মিউজিক অ্যালবামটির ভিডিয়ো নির্দেশনায় অরিন্দম শীল । মিউজিক ভিডিয়ো অ্যালবামটি প্রকাশের দিনে শহরের বিলাসবহুল এক ক্লাবে বসেছিল চাঁদের হাট । হাজির ছিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুপ জালোটা, কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra), অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পরিচালক অরিন্দম শীল (Arindam Sil), বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রভাতী মুখোপাধ্যায়, সুরকার জয় সরকার-সহ মিউজিক অ্যালবামের সঙ্গে জড়িত সব কলাকুশলী ।

subhra-pauls-music-video-main-heer-ve-released-arindam-sil-madan-mitra-srabanti-chatterjee-were-present
শুভ্রা পালের ভিডিয়ো লঞ্চে চাঁদের হাট, হাজির মদন-শ্রাবন্তী

আরও পড়ুন: Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি গল্প বোনেন অরিন্দম শীল । সেনানায়ক স্বামীর অপেক্ষায় তাঁর ঘরণী । ব্যাকুল হয়ে তিনি গান গেয়ে বেড়ান বোলপুরের লালমাটির পথে পথে । এরপর তিনি দেখেন তাঁর নায়ক সামনে এসে হাজির । গানের শেষ সেখানেই । গোটা শুটিংটা বোলপুরে করতে চেয়েছিলেন অরিন্দম শীল । তাঁর কথায়, "বোলপুর শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ । আমি চেয়েছিলাম এর বাইরে গিয়ে কিছু ভাবতে । আমার গোটা ইউনিট গিয়েছিল শুট করতে । সিনেমা যে প্রযুক্তিতে শুট হয়, এটাও সেই প্রযুক্তিতে শুট হয়েছে । শুভ্রার গানের মধ্যেই একটা গল্প লুকিয়ে আছে । যা থেকে অনায়াসে গল্পটিকে ফুটিয়ে তোলা যায় । আমি সেই কাজটাই করেছি ।"

তারকার মেলা মিউজিক ভিডিয়ো প্রকাশে

আরও পড়ুন: Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের

এদিন দরাজ গলায় গান শোনান প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা শুভ্রা পালের গুরুমা প্রভাতী মুখোপাধ্যায় । শুভ্রার গানের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক মদন মিত্র এবং অনুপ জালোটা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Pooja Dadlani: দ্বিতীয় সমনও এড়ালেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.