কলকাতা, 23 সেপ্টেম্বর : দেবীর নানা রূপ । কখনও তিনি আদ্যাশক্তি, কখনও বা রুদ্রাণী । আবার কখনও অন্নপূর্ণা, কখনও বা ছিন্নমস্তা । দেবীর এহেন নানা রূপ নিয়েই টিভির পর্দায় মহালয়ার (Mahalaya 2021) ভোরে আসছে 'নানা রূপে মহামায়া'।
এ বছরের মহালয়ায় দেবীর নানা রূপ এবং মহিমা দর্শকের সামনে তুলে ধরবে এক জনপ্রিয় বিনোদন চ্যানেল । কথিত আছে, আদ্যাশক্তি মাতৃরূপে সৃষ্টিকে ধারণ করেন । শুভের রক্ষায় তাঁর যেমন শান্ত শিবাণী রূপ, আবার দুষ্টের দমনে তাঁর রুদ্রাণী রূপ । এই ভাবেই অনেক অজানা কাহিনি দর্শকের সামনে আসবে । আর সমাপ্তিতে আসবে মহিষাসুরমর্দিনীর সেই চিরন্তন গাথা।
আদ্যাশক্তির ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । সব রূপের আদি রূপের নাম আদ্যাশক্তি । দেবী লাল পাড় সাদা শাড়ি পরিহিতা । দুটি হাত তাঁর ৷ তাঁর আরাধনা করলে মনে শুভশক্তির উন্মেষ হয় । অশুভ চক্রান্তের প্রভাব দূর হয় ।
অন্নপূর্ণা রূপে দেখা যাবে 'কড়ি খেলা'র পারমিতা, থুড়ি শ্রীপর্ণা রায়কে । তিনি অন্নের দেবী । ত্রিলোকের মানুষ যখন ক্ষুধায় কষ্ট পায়, তখনই দেবীর আবির্ভাব ঘটে । দেবীর মায়ায় মহাদেবের ক্ষুধার জ্বালা এবং ভিক্ষুকরূপে দেবীর কাছে খাদ্যভিক্ষা করার কাহিনি বলা হয়েছে এ বারের গল্পে ।
আরও পড়ুন: Mahalaya: আশ্বিনের শারদপ্রাতে টিভির পর্দায় কোয়েল-শুভশ্রী-দিতিপ্রিয়া
ছিন্নমস্তা রূপে ধরা দেবেন 'যমুনা ঢাকি'র যমুনা, শ্বেতা ভট্টাচার্য । দেবীর আরাধনা করলে সংসারে শান্তি ও শ্রী বৃদ্ধি হয় । ফসল বাড়ে ও বাণিজ্যে সাফল্য আসে । এই দেবীর রক্তবর্ণা মুক্তকেশী ভয়ঙ্কর রূপ ।
কালী রূপে 'অপরাজিতা অপু'র অপু অর্থাৎ সুস্মিতা । মহাদেবের ভষ্ম থেকে তৈরি ঘোড়াসুরকে বধ করতে পার্বতী নেন ভয়ঙ্করী কালী রূপ । শ্যামবর্ণা, মুক্তকেশী, মুণ্ডমালা পরিহিতা এই দেবী মহাদেবের পায়ে অবস্থান করেন ।
ললিতা ত্রিপুরেশ্বরী রূপে দেখা যাবে 'জীবন সাথী' ধারাবাহিকের ঝিলম অর্থাৎ শ্রাবণী ভুঁইয়াকে । দেবীর সৃষ্টি হয় ভণ্ডাসুর এবং তাঁর ছেলেদের বধ করতে । দেবী সর্বঅলঙ্কার ভূষিতা ৷ তাঁর আরাধনায় শত্রু বশ হয় ৷ সংসারে শান্তি আসে । দেবীর এই রূপের কুমারী নাম বালা ত্রিপুরাসুন্দরী । এই রূপে দেখা যাবে 'মিঠাই'-এর নিপা অর্থাৎ ঐন্দ্রিলাকে ।
আরও পড়ুন: Manosi Sengupta : দুর্গারূপে মিমের শিকার হব ভাবিনি, অসন্তুষ্ট মদনের মিউজিক ভিডিয়োর 'দুর্গা'
কমলে কামিনী রূপে ধরা দেবেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা । দেবী কমলে কামিনীর কাহিনি আমরা পাই চণ্ডীমঙ্গলে । গল্পে বর্ণিত হবে পিতা ধনপতি এবং পুত্র শ্রীমন্তর সঙ্গে দেবীর লীলার গল্প । এই দেবী চতুর্ভুজা । পদ্মের উপর বসে থাকেন । তিনি সমগ্র প্রাণীজগত এবং বনভূমিকে রক্ষা করেন ।
দেবী কৌশিকী রূপে ধরা দেবেন শ্যামা অর্থাৎ তিয়াসা রায় ৷ শুম্ভ, নিশুম্ভ এবং রক্তবীজের মতো অসুরকে মারতে দেবী কৌশিকীর আবির্ভাব হয় ৷ এই দেবী ব্রহ্মরূপিণী শুভ্রবর্ণা, অষ্টভুজা । তিনি প্রসন্ন হলে পরম জ্ঞান প্রদান করেন।
আরও পড়ুন : Debjani Sujoy Exhibition : পুজোর আগে দেবযানী-সুজয়ের পরব-এ চাঁদের হাট
আর গল্পের শেষে দেখানো হবে মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রীকে । 6 অক্টোবর ভোর 5 টায় চোখ রাখতে হবে টিভির পর্দায় ।
আরও পড়ুন : Jaalbandi: বড় পর্দায় আসছে সমরেশ মজুমদারের জালবন্দী, জুটি প্রিন্স-দর্শনা