মুম্বই : শাহরুখের হাতেখড়ি টেলিভিশনের পরদা থেকে । 'সার্কাস' বা 'ফৌজি'-র কথা আজও অনেক মানুষের মুখে মুখে ফেরে । সেই সমস্ত ধারাবাহিক দেখার সুযোগ করে দিয়েছে লকডাউন । এবার আরও এক চমক দর্শকের জন্য । দূরদর্শনের পরদায় ফিরছে শাহরুখের 'দুসরা কেবল' ।
দূরদর্শনের টুইটার হ্য়ান্ডল থেকে জানানো হয়েছে এই খবর । লেখা হয়েছে, 'কামিং সুন 'দুসরা কেবল'..'
-
COMING SOON -#DoosraKeval starring @iamsrk on @RetroDD pic.twitter.com/w7WT7lEwoO
— Doordarshan National (@DDNational) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">COMING SOON -#DoosraKeval starring @iamsrk on @RetroDD pic.twitter.com/w7WT7lEwoO
— Doordarshan National (@DDNational) May 12, 2020COMING SOON -#DoosraKeval starring @iamsrk on @RetroDD pic.twitter.com/w7WT7lEwoO
— Doordarshan National (@DDNational) May 12, 2020
লকডাউনে একঝাঁক পুরোনো ধারাবাহিক শুরু হয়ে টেলিভিশনে । 'রামায়ণ'-এর TRP-তো ছাড়িয়েছে বিখ্যাত টেলিভিশন সিরিজ় 'গেম অফ থ্রোনস'-এর রেকর্ড । শুরু হয়েছে 'ব্যোমকেশ বক্সী','মহাভারত' ও 'শক্তিমান'-এর মতো একদা জনপ্রিয় ধারাবাহিকও ।
নতুন প্রজন্মের কাছে এই ধারাবাহিকগুলো শিক্ষার একটা মাধ্য়ম । শুধু বিষয়ের দিক থেকে, পরিচালনার দিক থেকেও । অন্যদিকে মানুষকে ঘরে ধরে রাখার জন্য এটা এক দারুণ ট্রিক ।