কলম্বো, 9 এপ্রিল: মিসেস শ্রীলঙ্কা সুন্দরী প্রতিযোগিতার আসরে বিজয়িনীর মাথা থেকে মুকুট কেড়ে নেওয়ার জন্য শ্রীলঙ্কা মিসেস ওয়ার্ল্ড ক্যারোলিন জুরিকে গ্রেফতার করল পুলিশ ৷ শ্রীঘরে পাঠানো হয় এই ঘটনার সঙ্গে যুক্ত আরও এক সুন্দরীকে ৷
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানিয়েছেন, "পুলিশ ক্যারোলিন জুরি ও মডেল চুলা পদ্মেন্দ্রকে রবিবারের ঘটনায় গ্রেফতার করেছে ৷ আঘাত করা ও ফৌজদারি মামলায় তাঁদের অভিযুক্ত করা হয়েছে ৷" বৃহস্পতিবার জুরি ও মিসেস শ্রীলঙ্কা প্রতিযোগিতার প্রধান আয়োজক চণ্ডীমল জয়সিংঘেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ এরপর জুরি ও পদ্মেন্দ্রকে গ্রেফতার করা হয় ৷ তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন ৷ আগামী 19 এপ্রিল কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের হাজিরা দিতে হবে ৷
আরও পড়ুন: 'ডিভোর্সি' বলে কাড়া হল সুন্দরীর মুকুট, চুলোচুলির ভিডিয়ো ভাইরাল
ঘটনার সূত্রপাত মিসেস শ্রীলঙ্কা সুন্দরী প্রতিযোগিতায় ৷ সেখানেই টানটান লড়াইয়ের পর সেরা হিসেবে নাম ঘোষণা করা হয় পুষ্পিকা ডি সিলভার ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, পুষ্পিকার নাম ঘোষণা হতেই তাঁর মাথায় সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন ক্যারোলিন জুরি ৷ পরে ক্যারোলিন ফের মঞ্চে আসেন এবং বলেন, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ শুধুমাত্র বিবাহিতা মহিলারাই মিসেস শ্রীলঙ্কা জেতার জন্য যোগ্য ৷ তাঁর কথায়, "আপনাকে বিবাহিতা হতে হবে, ডিভোর্সি হলে চলবে না ৷ এটাই নিয়ম ৷ তাই আমার প্রথম পদক্ষেপ ফিরিয়ে নিয়ে জানাচ্ছি, মুকুট যাচ্ছে প্রথম রানার-আপের মাথায় ৷" এই বলেই পুষ্পিকার মাথা থেকে মুকুট খুলে নেন তিনি ৷ মুকুট খোলার সময় পুষ্পিকার চুল থেকে তা ছাড়াতে চুল ধরে একপ্রকার টানাটানি শুরু করেন ক্যারোলিন ৷ টেনে-হিঁচড়ে মুকুট খুলে নিয়ে তিনি প্রথম রানার-আপের মাথায় তা পরিয়ে দেন ৷ অপমানে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান পুষ্পিকা ৷ গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এই ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করে ফেসবুকে লম্বা পোস্ট করেন পুষ্পিকা ৷ তিনি লেখেন, "শুধু শ্রীলঙ্কায় নয়, বিশ্বের ইতিহাসে এই বোধহয় প্রথম সবার সামনে সুন্দরী প্রতিযোগিতায় অপমান করে আমার থেকে মুকুট কেড়ে নেওয়া হল ৷ এটাই বলব যে, আমি আগের মতোই এখনও গর্বিত ৷ আমি এখনও পর্যন্ত ডিভোর্সি নই ৷" জুরির মুকুট ধরে টানাটানিতে তাঁর মাথায় আঘাত লাগায় তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল বলে জানান পুষ্পিকা ৷