ETV Bharat / sitara

5 বছর পর বাইশ গজে সৌরভ ! - shooting add

একটি বিজ্ঞাপনের জন্য নন্দিতা ও শিবপ্রসাদের সঙ্গে জুটি বাঁধলেন সৌরভ গাঙ্গুলি । আর শুটিংয়ের ফাঁকে নকল পিচে ব্যাট হাতে নিজের ক্যারিশমা দেখালেন তিনি ।

asd
asd
author img

By

Published : Aug 9, 2020, 1:07 PM IST

Updated : Aug 9, 2020, 2:22 PM IST

কলকাতা : পাঁচ বছর পর ফের বাইশ গজে সৌরভ গাঙ্গুলি । পিচটা নকল হলেও সেখানেই নিজের ক্যারিশমা দেখালেন 'দাদা'। সবার মধ্যে তখন টানটান উত্তেজনা । ব্যাটে বল পড়ছে আর উড়ে যাচ্ছে । সেই পুরোনো মেজাজে ধরা দিলেন তিনি । সৌজন্যে অবশ্য শিবপ্রসাদ ও নন্দিতা জুটি ।

কীভাবে ? আসলে এক বছর পর ফের জুটি বেঁধেছেন শিবপ্রসাদ ও নন্দিতা । আর তাঁদের সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধলেন সৌরভ । তবে নতুন কোনও সিনেমার জন্য নয় । আসলে 'দাদা'-কে দিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তাঁরা ।

asd
নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে সৌরভ

সেখানেই শুটের ফাঁকে পাঁচ বছর পর নকল পিচে নিজের ক্যারিশমা দেখালেন সৌরভ । আর তাঁকে ব্যাট হাতে দেখে বল করার লোভ সামলাতে পারেননি শিবপ্রসাদ । ক্যামেরাবন্দী হয় সেই ছবিও । এই শটের জন্য পিঙ্ক বল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সৌরভই ।

asd
'দাদা'-কে শট বোঝাচ্ছেন শিবপ্রসাদ

কয়েকদিন হোম কোয়ারানটিনে থাকার পর নিজেই 'দাদাগিরি'-র শুটিং শুরু করেছেন সৌরভ । আর এবার শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করেও খুবই খুশি তিনি ।

asd
শিবপ্রসাদের সঙ্গে সৌরভ

তবে শুটিং নিয়ে প্রথমদিকে একটু চিন্তায় ছিলেন সৌরভ । সুরক্ষার কথা মাথায় রেখে কম লোক নিয়ে কাজ করার কথা জানিয়েছিলেন তিনি । তবে শেষ পর্যন্ত ভালোয় ভালোয় মিটেছে সবই । আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবাই নিরামিষের দিকে ঝোঁকেন । ধীরে ধীরে তিনিও সেই দিকেই ঝুঁকছেন বলে জানান ‘দাদা’।

asd
নিজের শট দেখছেন সৌরভ

সৌরভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক জুটিও । 'দাদা'-র ঢালাও প্রশংসা করেন তাঁরা । সবথেকে বড় বিষয় হল শুটিংয়ের ক্ষেত্রে বড়ই খুঁতখুঁতে সৌরভ । শট দেওয়ার পর তা পছন্দ না হলে ফের তা দিতেও দ্বিধাবোধ করেন না তিনি । নন্দিতা ও শিবপ্রসাদের মতে, "সৌরভ একজন প্রোফেশনাল এবং নিজের জায়গায় তিনি এখনও সুপারস্টার ।"

কলকাতা : পাঁচ বছর পর ফের বাইশ গজে সৌরভ গাঙ্গুলি । পিচটা নকল হলেও সেখানেই নিজের ক্যারিশমা দেখালেন 'দাদা'। সবার মধ্যে তখন টানটান উত্তেজনা । ব্যাটে বল পড়ছে আর উড়ে যাচ্ছে । সেই পুরোনো মেজাজে ধরা দিলেন তিনি । সৌজন্যে অবশ্য শিবপ্রসাদ ও নন্দিতা জুটি ।

কীভাবে ? আসলে এক বছর পর ফের জুটি বেঁধেছেন শিবপ্রসাদ ও নন্দিতা । আর তাঁদের সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধলেন সৌরভ । তবে নতুন কোনও সিনেমার জন্য নয় । আসলে 'দাদা'-কে দিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তাঁরা ।

asd
নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে সৌরভ

সেখানেই শুটের ফাঁকে পাঁচ বছর পর নকল পিচে নিজের ক্যারিশমা দেখালেন সৌরভ । আর তাঁকে ব্যাট হাতে দেখে বল করার লোভ সামলাতে পারেননি শিবপ্রসাদ । ক্যামেরাবন্দী হয় সেই ছবিও । এই শটের জন্য পিঙ্ক বল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সৌরভই ।

asd
'দাদা'-কে শট বোঝাচ্ছেন শিবপ্রসাদ

কয়েকদিন হোম কোয়ারানটিনে থাকার পর নিজেই 'দাদাগিরি'-র শুটিং শুরু করেছেন সৌরভ । আর এবার শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করেও খুবই খুশি তিনি ।

asd
শিবপ্রসাদের সঙ্গে সৌরভ

তবে শুটিং নিয়ে প্রথমদিকে একটু চিন্তায় ছিলেন সৌরভ । সুরক্ষার কথা মাথায় রেখে কম লোক নিয়ে কাজ করার কথা জানিয়েছিলেন তিনি । তবে শেষ পর্যন্ত ভালোয় ভালোয় মিটেছে সবই । আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবাই নিরামিষের দিকে ঝোঁকেন । ধীরে ধীরে তিনিও সেই দিকেই ঝুঁকছেন বলে জানান ‘দাদা’।

asd
নিজের শট দেখছেন সৌরভ

সৌরভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক জুটিও । 'দাদা'-র ঢালাও প্রশংসা করেন তাঁরা । সবথেকে বড় বিষয় হল শুটিংয়ের ক্ষেত্রে বড়ই খুঁতখুঁতে সৌরভ । শট দেওয়ার পর তা পছন্দ না হলে ফের তা দিতেও দ্বিধাবোধ করেন না তিনি । নন্দিতা ও শিবপ্রসাদের মতে, "সৌরভ একজন প্রোফেশনাল এবং নিজের জায়গায় তিনি এখনও সুপারস্টার ।"

Last Updated : Aug 9, 2020, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.