ETV Bharat / sitara

দ্রৌপদীর চরিত্রে সোহিনী সরকার - tollywood

সোহিনী বলেন, "আমি নটধার 'অথৈ' নাটকটি দেখে মুভড হই। দলের নির্দেশক অর্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে সেই থেকে।"

সোহিনী সরকার
author img

By

Published : Jun 8, 2019, 3:27 PM IST

Updated : Jun 8, 2019, 5:02 PM IST

কলকাতা : বড় পরদা, ছোটো পরদায় তিনি অত্যন্ত পরিচিত মুখ। নাটকের মঞ্চেও অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নটধা নাট্যদলের সঙ্গে। 'মহাভারত ২' নাটকে দ্রৌপদীর চরিত্র দেখা যাচ্ছে তাঁকে।

সোহিনী বলেন, "আমি নটধার 'অথৈ' নাটকটি দেখে মুভড হই। দলের নির্দেশক অর্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে সেই থেকে। যদিও অর্ণ আমাকে নিজে থেকেই যোগাযোগ করেছিল দ্রৌপদীর চরিত্রটার জন্য। সেই সময় আমি 'ভূমিকন্যা' ধারাবাহিকে কাজ করছিলাম। তাই তখন মহড়ার জন্য সময় বের করা মুশকিল ছিল। ভূমিকন্যা শেষ হওয়ার পর, ২০১৯ সালে অর্ণ আবার আমাকে যোগাযোগ করে। এটা দেখে আমার মন ছুঁয়ে যায়। আমি রাজি হয়ে যাই। এর মাঝে ছবির শুটিং করেছি। বিবাহ অভিযানের শুটিং শেষ করেছি। ছবির কাজ করতে তো ৩৬৫ দিন লাগে না। শুটিংয়ের ফাঁকে ফাঁকে মহড়ার জন্য সময় পেয়ে যেতাম।"

নাটকের পোস্টার
নাটকের পোস্টার

গল্প করতে করতে সোহিনী আরও বললেন, "জানুয়ারি মাস থেকে আমাদের নাটকের স্ক্রিপ্ট পড়া শুরু হয়েছে। তারপরের মাস থেকে আমরা মহড়া শুরু করি। প্রথম শো হওয়ার পর কিছুটা ধাতস্থ হয়ে গেছি। এখনও রিহার্সেলে আসি। আমরা আমাদের তৃতীয় শোয়ের প্রস্তুতি নিচ্ছি।"

দ্রৌপদীর চরিত্রে অভিনয় করা যে একটা সুপ্ত বাসনা, তা নিজের মুখে স্বীকার করলেন অভিনেত্রী। বললেন, "এই চরিত্রটার অনেক শেডস আছে। এটা একটা কাঙ্ক্ষিত চরিত্র। আমার মনে হয়, যেকোনও অভিনেত্রীরই কাঙ্খিত চরিত্র। সেটা বড় পরদাই হোক, ছোটো পরদাই কিংবা নাটকের মঞ্চ। তার উপর মহাভারতের কাহিনি, যেখানে প্রত্যেক স্তরে চমকই চমক অপেক্ষা করে থাকে। কোনও কোনও ক্ষেত্রে মহাভারতকে আমার ভীষণ প্রাসঙ্গিক মনে হয়।"

নাটকের পোস্টার
নাটকের পোস্টার

নাটধায় হয় আগেও মঞ্চস্থ হয়েছে মহাভারত নাটকটি। সেই নাটকটির নির্দেশনা করতেন অর্ণ মুখোপাধ্যায় বাবা শিব মুখোপাধ্যায়। অর্ন নির্দেশিত নাটকটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যার কিনা এখনকার সময়কে মাথায় রেখেই করা হয়েছে। নাটকে গোটা মহাভারতকে মঞ্চস্থ করা হবে না। দেখান হবে সেই পর্বকে, যেখানে সকলে দ্বিধাগ্রস্থ যুদ্ধ হবে কি হবে না, তাই নিয়ে। কিন্তু , দ্রৌপদীকে যেভাবে দেখে মানুষ অভ্যস্ত, কিন্তু এখানে একটু অন্যরকম করে পাবে দর্শক।

কলকাতা : বড় পরদা, ছোটো পরদায় তিনি অত্যন্ত পরিচিত মুখ। নাটকের মঞ্চেও অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নটধা নাট্যদলের সঙ্গে। 'মহাভারত ২' নাটকে দ্রৌপদীর চরিত্র দেখা যাচ্ছে তাঁকে।

সোহিনী বলেন, "আমি নটধার 'অথৈ' নাটকটি দেখে মুভড হই। দলের নির্দেশক অর্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে সেই থেকে। যদিও অর্ণ আমাকে নিজে থেকেই যোগাযোগ করেছিল দ্রৌপদীর চরিত্রটার জন্য। সেই সময় আমি 'ভূমিকন্যা' ধারাবাহিকে কাজ করছিলাম। তাই তখন মহড়ার জন্য সময় বের করা মুশকিল ছিল। ভূমিকন্যা শেষ হওয়ার পর, ২০১৯ সালে অর্ণ আবার আমাকে যোগাযোগ করে। এটা দেখে আমার মন ছুঁয়ে যায়। আমি রাজি হয়ে যাই। এর মাঝে ছবির শুটিং করেছি। বিবাহ অভিযানের শুটিং শেষ করেছি। ছবির কাজ করতে তো ৩৬৫ দিন লাগে না। শুটিংয়ের ফাঁকে ফাঁকে মহড়ার জন্য সময় পেয়ে যেতাম।"

নাটকের পোস্টার
নাটকের পোস্টার

গল্প করতে করতে সোহিনী আরও বললেন, "জানুয়ারি মাস থেকে আমাদের নাটকের স্ক্রিপ্ট পড়া শুরু হয়েছে। তারপরের মাস থেকে আমরা মহড়া শুরু করি। প্রথম শো হওয়ার পর কিছুটা ধাতস্থ হয়ে গেছি। এখনও রিহার্সেলে আসি। আমরা আমাদের তৃতীয় শোয়ের প্রস্তুতি নিচ্ছি।"

দ্রৌপদীর চরিত্রে অভিনয় করা যে একটা সুপ্ত বাসনা, তা নিজের মুখে স্বীকার করলেন অভিনেত্রী। বললেন, "এই চরিত্রটার অনেক শেডস আছে। এটা একটা কাঙ্ক্ষিত চরিত্র। আমার মনে হয়, যেকোনও অভিনেত্রীরই কাঙ্খিত চরিত্র। সেটা বড় পরদাই হোক, ছোটো পরদাই কিংবা নাটকের মঞ্চ। তার উপর মহাভারতের কাহিনি, যেখানে প্রত্যেক স্তরে চমকই চমক অপেক্ষা করে থাকে। কোনও কোনও ক্ষেত্রে মহাভারতকে আমার ভীষণ প্রাসঙ্গিক মনে হয়।"

নাটকের পোস্টার
নাটকের পোস্টার

নাটধায় হয় আগেও মঞ্চস্থ হয়েছে মহাভারত নাটকটি। সেই নাটকটির নির্দেশনা করতেন অর্ণ মুখোপাধ্যায় বাবা শিব মুখোপাধ্যায়। অর্ন নির্দেশিত নাটকটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যার কিনা এখনকার সময়কে মাথায় রেখেই করা হয়েছে। নাটকে গোটা মহাভারতকে মঞ্চস্থ করা হবে না। দেখান হবে সেই পর্বকে, যেখানে সকলে দ্বিধাগ্রস্থ যুদ্ধ হবে কি হবে না, তাই নিয়ে। কিন্তু , দ্রৌপদীকে যেভাবে দেখে মানুষ অভ্যস্ত, কিন্তু এখানে একটু অন্যরকম করে পাবে দর্শক।

Intro:বড় পর্দা, ছোটো পর্দায় তিনি অত্যন্ত পরিচিত মুখ। নাটকের মঞ্চে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নটধা নাট্যদলের সঙ্গে। 'মহাভারত ২' নাটকে দ্রৌপদীর চরিত্র দেখা যাচ্ছে তাঁকে। দ্রৌপদীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে ETV ভারতের সঙ্গে কথা বললেন সোহিনী।




Body:সোহিনী বললেন, "আমি নটধার 'অথৈ' নাটকটি দেখে মুভড হই। দলের নির্দেশক অর্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে সেই থেকে। যদিও অর্ণ আমাকে নিজে থেকেই যোগাযোগ করেছিল দ্রৌপদীর চরিত্রটার জন্য। সেই সময় আমি 'ভূমিকন্যা' ধারাবাহিকে কাজ করছিলাম। তাই তখন মহড়ার জন্য সময় বের করা মুশকিল ছিল। ভূমিকন্যা শেষ হওয়ার পর, ২০১৯ সালে অর্ন আবার আমাকে যোগাযোগ করে। এটা দেখে আমার মন ছুঁয়ে যায়। আমি রাজি হয়ে যাই। এর মাঝে ছবির শুটিং করেছি। বিবাহ অভিযানের শুটিং শেষ করেছি। ছবির কাজ করতে তো ৩৬৫ দিন লাগে না। শুটিংয়ের ফাঁকে ফাঁকে মহড়ার জন্য সময় পেয়ে যেতাম।"

গল্প করতে করতে সোহিনী আরও বললেন, "জানুয়ারি মাস থেকে আমাদের নাটকের স্ক্রিপ্ট পড়া শুরু হয়েছে। তারপরের মাস থেকে আমরা মহড়া শুরু করি। প্রথম শো হওয়ার পর কিছুটা ধাতস্থ হয়ে গেছি। এখনও রিহার্সেলে আসি। আমরা আমাদের তৃতীয় শোয়ের প্রস্তুতি নিচ্ছি।"

দ্রৌপদীর চরিত্রে অভিনয় করা যে একটা সুপ্ত বাসনা, তা নিজের মুখে স্বীকার করলেন অভিনেত্রী। বললেন, "এই চরিত্রটার অনেক শেডস আছে। এটা একটা কাঙ্ক্ষিত চরিত্র। আমার মনে হয়, যেকোনও অভিনেত্রীরই কাঙ্খিত চরিত্র। সেটা বড় পর্দাই হোক, ছোটো পর্দা কিংবা নাটকের মঞ্চ। তার উপর মহাভারতের কাহিনি, যেখানে প্রত্যেক স্তরে চমকই চমক অপেক্ষা করে থাকে। কোনও কোনও ক্ষেত্রে মহাভারতকে আমার ভীষণ প্রাসঙ্গিক মনে হয়।"


Conclusion:নাটধায় হয় আগেও মঞ্চস্থ হয়েছে মহাভারত নাটকটি। সেই নাটকটির নির্দেশনা করতেন অর্ণ মুখোপাধ্যায় বাবা শিব মুখোপাধ্যায়। অর্ন নির্দেশিত নাটকটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যার কিনা এখনকার সময়কে মাথায় রেখেই করা হয়েছে।

নাটকে গোটা মহাভারতকে মঞ্চস্থ করা হবে না। দেখান হবে সেই পর্বকে, যেখানে সকলে দ্বিধাগ্রস্থ যুদ্ধ হবে কি হবে না, তাই নিয়ে। কিন্তু দ্রৌপদীকে যেভাবে দেখে মানুষ অভ্যস্ত, এই ধ্রুপদী কিন্তু একটু অন্যরকম।
Last Updated : Jun 8, 2019, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.