ETV Bharat / sitara

Bengali Serial Uma : উমার শুটিংয়ে জমজমাট ক্রিকেট ম্যাচ, রয়েছে টুইস্টও - সুশান্ত দাসের প্রযোজনা

'উমা' ধারাবাহিকের ক্রিকেট ম্যাচের বিশেষ পর্বের জন্য ফের ক্যামেরার পেছনে দায়িত্ব সামলাচ্ছেন সুশান্ত দাস ৷ ইস্টবেঙ্গল মাঠে চলছিল ধারাবাহিকের এই পর্বের শুটিং । সেখান থেকেই নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ধারাবাহিকের কুশীলবরা ।

Bengali Serial Uma
আউটডোরে শুটিং চলছে উমার
author img

By

Published : Nov 14, 2021, 5:30 PM IST

Updated : Nov 14, 2021, 5:37 PM IST

কলকাতা, 14 নভেম্বর : বহুদিন পর পরিচালনায় বাংলা ধারাবাহিকের ব্যস্ত এবং সফল প্রযোজক সুশান্ত দাস । 'উমা' ধারাবাহিকের ক্রিকেট ম্যাচের বিশেষ পর্বের জন্য ফের ক্যামেরার পেছনে দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ প্রযোজক হিসেবে ব্যস্ত হয়ে পড়ার পর আর তাঁকে সেভাবে ধারাবাহিক পরিচালনার দায়িত্বে দেখা যায় না । তবে, বহুদিন পর আবার তাঁকেই দেখা যাচ্ছে খেলা পরিচালনা করতে । যাকে অ্যাম্পায়ার বললেও অত্যুক্তি হয় না ।

আরও পড়ুন : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

সুশান্ত দাসের প্রযোজনা মানেই সেখানে কোনও না কোনওভাবে খেলার ভূমিকা থাকবেই । আর ধারাবাহিক 'উমা' আবর্তিতই হচ্ছে একজন মহিলা ক্রিকেটারকে ঘিরে ৷ উমা, একজন নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে । ট্রেনে বড়ি বিক্রি করে কোনওক্রমে তাঁদের সংসার চলে । হঠাৎই তাঁর সঙ্গে পরিচয় হয় এক সম্ভ্রান্ত পরিবারের । ওই পরিবারেরই এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা আলিয়া নামের এক মহিলা ক্রিকেটারের । কোনও কারণে একটি ম্যাচ খেলতে পারবে না । উমা ভাল ক্রিকেট খেলে জানায় সে তাঁর জায়গায় খেলতে বলে । বিনিময়ে টাকা দেবে ৷ অন্যদিকে দিদির বিয়ে দিতে উমার টাকার প্রয়োজন । ফলে দিদির কথা ভেবে আলিয়ার এই প্রস্তাবে রাজি হয়ে যায় উমা । কিন্তু উমাকে কি চিনতে পারবে কেউ?

আউটডোরে শুটিং চলছে উমার

সিরিয়ালটির সাম্প্রতিক প্রোমো বলছে আলিয়াকে ঘরে দেখতে পায় অভি । তাহলে টিভিতে খেলায় আলিয়ার জার্সি পরে খেলছে কে? এরপর ঘটনার জল কোথা থেকে কতদূর যায় সেটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন টেলিভিশনের দর্শকরা । অন্যের গুণ কাজে লাগিয়ে নিজের নাম কেনার ঘটনা আমরা আগেই দেখেছি 'কৃষ্ণকলি' ধারাবাহিকে । তা দেখিয়েছিলেন সেই সুশান্ত দাসই । এবার সেই একই ঘটনা তুলে ধরতে চলেছেন 'উমা'তেও । ফলে 15 নভেম্বর টানটান উত্তেজনাময় একটি পর্ব আসতে চলেছে টেলিভিশনের পর্দায় । সম্প্রতি ইস্টবেঙ্গল মাঠে চলছিল ধারাবাহিকের এই পর্বের শুটিং । শুটিং স্পট থেকেই নিজেদের নানাবিধ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ধারাবাহিকের কুশীলবরা ।

কলকাতা, 14 নভেম্বর : বহুদিন পর পরিচালনায় বাংলা ধারাবাহিকের ব্যস্ত এবং সফল প্রযোজক সুশান্ত দাস । 'উমা' ধারাবাহিকের ক্রিকেট ম্যাচের বিশেষ পর্বের জন্য ফের ক্যামেরার পেছনে দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ প্রযোজক হিসেবে ব্যস্ত হয়ে পড়ার পর আর তাঁকে সেভাবে ধারাবাহিক পরিচালনার দায়িত্বে দেখা যায় না । তবে, বহুদিন পর আবার তাঁকেই দেখা যাচ্ছে খেলা পরিচালনা করতে । যাকে অ্যাম্পায়ার বললেও অত্যুক্তি হয় না ।

আরও পড়ুন : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

সুশান্ত দাসের প্রযোজনা মানেই সেখানে কোনও না কোনওভাবে খেলার ভূমিকা থাকবেই । আর ধারাবাহিক 'উমা' আবর্তিতই হচ্ছে একজন মহিলা ক্রিকেটারকে ঘিরে ৷ উমা, একজন নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে । ট্রেনে বড়ি বিক্রি করে কোনওক্রমে তাঁদের সংসার চলে । হঠাৎই তাঁর সঙ্গে পরিচয় হয় এক সম্ভ্রান্ত পরিবারের । ওই পরিবারেরই এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা আলিয়া নামের এক মহিলা ক্রিকেটারের । কোনও কারণে একটি ম্যাচ খেলতে পারবে না । উমা ভাল ক্রিকেট খেলে জানায় সে তাঁর জায়গায় খেলতে বলে । বিনিময়ে টাকা দেবে ৷ অন্যদিকে দিদির বিয়ে দিতে উমার টাকার প্রয়োজন । ফলে দিদির কথা ভেবে আলিয়ার এই প্রস্তাবে রাজি হয়ে যায় উমা । কিন্তু উমাকে কি চিনতে পারবে কেউ?

আউটডোরে শুটিং চলছে উমার

সিরিয়ালটির সাম্প্রতিক প্রোমো বলছে আলিয়াকে ঘরে দেখতে পায় অভি । তাহলে টিভিতে খেলায় আলিয়ার জার্সি পরে খেলছে কে? এরপর ঘটনার জল কোথা থেকে কতদূর যায় সেটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন টেলিভিশনের দর্শকরা । অন্যের গুণ কাজে লাগিয়ে নিজের নাম কেনার ঘটনা আমরা আগেই দেখেছি 'কৃষ্ণকলি' ধারাবাহিকে । তা দেখিয়েছিলেন সেই সুশান্ত দাসই । এবার সেই একই ঘটনা তুলে ধরতে চলেছেন 'উমা'তেও । ফলে 15 নভেম্বর টানটান উত্তেজনাময় একটি পর্ব আসতে চলেছে টেলিভিশনের পর্দায় । সম্প্রতি ইস্টবেঙ্গল মাঠে চলছিল ধারাবাহিকের এই পর্বের শুটিং । শুটিং স্পট থেকেই নিজেদের নানাবিধ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ধারাবাহিকের কুশীলবরা ।

Last Updated : Nov 14, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.