ETV Bharat / sitara

যদুকে কি সুস্থ করে তুলতে পারবেন রানি মা ? - Karunamoyi rani rashmoni

রথযাত্রাকে কেন্দ্র করে রানি রঘুবীরকে সারা কলকাতা ঘুরিয়েছেন । রানির মেজো নাতি যদুর হঠাৎ শরীর খারাপ হয়েছে । 'রানী রাসমণি' ধারাবাহিকের গল্প এখন কোনদিকে যাচ্ছে তা জানতে শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছিল ETV ভারত সিতারা ।

রানী রাসমণি
author img

By

Published : Jul 10, 2019, 3:49 PM IST

Updated : Jul 14, 2019, 5:39 PM IST

কলকাতা : গত সপ্তাহে 'রানী রাসমণি' ধারাবাহিকে দর্শক দেখেছিলেন, রথযাত্রাকে কেন্দ্র করে রানি রঘুবীরকে সারা কলকাতা ঘুরিয়েছেন । পাশাপাশি তিনি ইংরেজদের বিরুদ্ধে তাঁর লড়াই সমানভাবে জারি রেখেছেন ।

রানি সবকিছু সামলে নিয়েছেন কারণ এই জগত আর রথের একমাত্র মালিক হলেন রঘুবীর । কিন্তু এর মধ্যে পরিবারে দেখা গেছে দুঃখের খবর । রানির মেজো নাতি যদুর হঠাৎ শরীর খারাপ হয়েছে । রাসমণি মনে করেন, পরিবারে কারও শরীর খারাপ মানে খারাপ সময়ের সূচনা ।

দেখুন ভিডিয়ো

'রানী রাসমণি' ধারাবাহিকের গল্প এখন কোনদিকে যাচ্ছে তা জানতে শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছিল ETV ভারত সিতারা । সেখানে কথা হল ধারাবাহিকের প্রধান চরিত্র দিতিপ্রিয়া রায় ও গৌরব চ্যাটার্জির সঙ্গে ।

কলকাতা : গত সপ্তাহে 'রানী রাসমণি' ধারাবাহিকে দর্শক দেখেছিলেন, রথযাত্রাকে কেন্দ্র করে রানি রঘুবীরকে সারা কলকাতা ঘুরিয়েছেন । পাশাপাশি তিনি ইংরেজদের বিরুদ্ধে তাঁর লড়াই সমানভাবে জারি রেখেছেন ।

রানি সবকিছু সামলে নিয়েছেন কারণ এই জগত আর রথের একমাত্র মালিক হলেন রঘুবীর । কিন্তু এর মধ্যে পরিবারে দেখা গেছে দুঃখের খবর । রানির মেজো নাতি যদুর হঠাৎ শরীর খারাপ হয়েছে । রাসমণি মনে করেন, পরিবারে কারও শরীর খারাপ মানে খারাপ সময়ের সূচনা ।

দেখুন ভিডিয়ো

'রানী রাসমণি' ধারাবাহিকের গল্প এখন কোনদিকে যাচ্ছে তা জানতে শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছিল ETV ভারত সিতারা । সেখানে কথা হল ধারাবাহিকের প্রধান চরিত্র দিতিপ্রিয়া রায় ও গৌরব চ্যাটার্জির সঙ্গে ।

Intro:রানী মা যদু কে সুস্থ করে তুলতে পারবে তো


অমিত চক্রবর্তী,কলকাতা: করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি গতসপ্তাহে দর্শকরা দেখেছিলেন, রথযাত্রা কে কেন্দ্র করে রানী, রঘুবীর কে সারা কলকাতা যেমন ঘুরিয়েছে।তেমনই ইংরেজদের বিরুদ্ধে ও তার লড়াই সমানভাবে জারি রেখেছে। রানী একদিকে যেমন সমস্ত কিছু সামলে নিতে পেরেছে তার কারণ ছিল এই জগত আর রথের একমাত্র মালিক হলো রঘুবীর। কিন্তু এরই মধ্যে পরিবারে দেখা দিছে কে দুঃখের খবর। কারণ রানী রাসমনির মেজ নাতি যদুর হঠাৎ করে শরীর খারাপ হয়েছে। রাসমণি পরিবারে শরীর খারাপ মানে খারাপ সময় এর সূচনা। সব মিলিয়ে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের গল্প এখন কোন দিকে যাচ্ছে, সেটা জানতে ধারাবাহিকে সেটে উপস্থিত হয়েছিল ইটিভি ভারত সিতারা। সেখানে গিয়ে আমরা কথা বলেছিলাম ধারাবাহিকের প্রধান চরিত্র দিতিপ্রিয়া রায় ও গৌরব চ্যাটার্জির সঙ্গে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 14, 2019, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.