কলকাতা : গত সপ্তাহে 'রানী রাসমণি' ধারাবাহিকে দর্শক দেখেছিলেন, রথযাত্রাকে কেন্দ্র করে রানি রঘুবীরকে সারা কলকাতা ঘুরিয়েছেন । পাশাপাশি তিনি ইংরেজদের বিরুদ্ধে তাঁর লড়াই সমানভাবে জারি রেখেছেন ।
রানি সবকিছু সামলে নিয়েছেন কারণ এই জগত আর রথের একমাত্র মালিক হলেন রঘুবীর । কিন্তু এর মধ্যে পরিবারে দেখা গেছে দুঃখের খবর । রানির মেজো নাতি যদুর হঠাৎ শরীর খারাপ হয়েছে । রাসমণি মনে করেন, পরিবারে কারও শরীর খারাপ মানে খারাপ সময়ের সূচনা ।
'রানী রাসমণি' ধারাবাহিকের গল্প এখন কোনদিকে যাচ্ছে তা জানতে শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছিল ETV ভারত সিতারা । সেখানে কথা হল ধারাবাহিকের প্রধান চরিত্র দিতিপ্রিয়া রায় ও গৌরব চ্যাটার্জির সঙ্গে ।