কলকাতা : 'নটী বিনোদিনী' ধারাবাহিকে আগামী সপ্তাহে রয়েছে দর্শকের জন্য এক বড় চমক । এই প্রথমবার নটী বিনোদিনীর নাটক চৈতন্যলীলা দেখতে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব । নাটকটি পরিচালনা করেছিলেন গিরিশ ঘোষ । নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নটী বিনোদিনী ।
গিরিশ ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জানান, তিনি যদি নাটকটি দেখতে চান তাহলে তাঁকে টিকিট কেটে স্টার থিয়েটারে প্রবেশ করতে হবে । এখান থেকে কি শুরু হতে চলল টিকিট ব্যবস্থার ? নাকি গিরিশ ঘোষ নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন ?
গল্পে এরপর কী ঘটতে চলেছে জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'নটী বিনোদিনী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে । যেখানে গিয়ে কথা হল ধারাবাহিকের দুই প্রধান অভিনেতা সঞ্জীব সরকার ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । এছাড়াও কথা হল পরিচালক জনের সঙ্গে ।