কলকাতা : এবার গল্পে দর্শক দেখতে পাবেন, রুবিনা মা হতে চলেছে । সেনিয়ে পরিবারের সকলের ভীষণ খুশি । রুবিনার স্বামী আশরাফ খানের বিরুদ্ধে টাকা চুরি করার অভিযোগ এসেছে । সে নাকি টাকা চুরি করে রুবিনার হাসপাতালের খরচ মিটিয়েছে ।
এখন দেখার আশরাফ কি সত্যিই টাকাটা চুরি করেছে ? পরিবারের সকলে রুবিনার সন্তানকে আপন করে নেবে ? 'জাহানারা'-তে কি ঘটতে চলেছে পরবর্তী সময়ে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল শুটিং ফ্লোরে । কথা হল ধারাবাহিকের প্রধান চরিত্রদের সঙ্গে ।