ETV Bharat / sitara

আশরাফ কি সত্যিই টাকা চুরি করেছে ? - Kolkata

বাংলা ধারাবাহিক 'জাহানারা' পার করে ফেলেছে 200 টি পর্ব । এর আগে দর্শক দেখেছেন, জাহানারা আব্দুল খানের সংসারে এসে নিজের আধিপত্য় বিস্তার করেছে । এতদিন জাহানারার লড়াই ছিল বাড়ির বাইরে । আজ সে লড়াই পরিবারের ভিতরেও এসে দাঁড়িয়েছে ।

জাহানারা
author img

By

Published : Jul 1, 2019, 11:10 AM IST

Updated : Jul 2, 2019, 10:16 AM IST

কলকাতা : এবার গল্পে দর্শক দেখতে পাবেন, রুবিনা মা হতে চলেছে । সেনিয়ে পরিবারের সকলের ভীষণ খুশি । রুবিনার স্বামী আশরাফ খানের বিরুদ্ধে টাকা চুরি করার অভিযোগ এসেছে । সে নাকি টাকা চুরি করে রুবিনার হাসপাতালের খরচ মিটিয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এখন দেখার আশরাফ কি সত্যিই টাকাটা চুরি করেছে ? পরিবারের সকলে রুবিনার সন্তানকে আপন করে নেবে ? 'জাহানারা'-তে কি ঘটতে চলেছে পরবর্তী সময়ে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল শুটিং ফ্লোরে । কথা হল ধারাবাহিকের প্রধান চরিত্রদের সঙ্গে ।

কলকাতা : এবার গল্পে দর্শক দেখতে পাবেন, রুবিনা মা হতে চলেছে । সেনিয়ে পরিবারের সকলের ভীষণ খুশি । রুবিনার স্বামী আশরাফ খানের বিরুদ্ধে টাকা চুরি করার অভিযোগ এসেছে । সে নাকি টাকা চুরি করে রুবিনার হাসপাতালের খরচ মিটিয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এখন দেখার আশরাফ কি সত্যিই টাকাটা চুরি করেছে ? পরিবারের সকলে রুবিনার সন্তানকে আপন করে নেবে ? 'জাহানারা'-তে কি ঘটতে চলেছে পরবর্তী সময়ে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল শুটিং ফ্লোরে । কথা হল ধারাবাহিকের প্রধান চরিত্রদের সঙ্গে ।

Intro:সত্যিই কি আশরাফ খান টাকা চুরি করেছে


অমিত চক্রবর্তী,কলকাতা: বাংলা ধারাবাহিক জাহানারা তে দর্শকরা দেখেছিলেন, ধারাবাহিকটি ইতিমধ্যেই 200 পর্ব পার করে ফেলেছে। এবং জাহানারা আব্দুল খান এর সংসারে এসে নিজের আধিপত্য বিস্তার করেছে। এতদিন ধরে জাহানারার লড়াই ছিল পরিবারের বাইরে। আজ সেই লড়াই এসে দাঁড়িয়েছে পরিবারের মধ্যে। এবার গল্পে দর্শকরা দেখতে চলেছেন রুবিনা মা হতে চলেছে।সেই নিয়ে একদিকে যেমন পরিবারের সকলের ভীষণ খুশি ঠিক তেমনি রুবিনার স্বামী আশরাফ খানের বিরুদ্ধে পরিবারের মধ্যে থেকে অভিযোগ এসেছে যে সেই টাকা চুরি করে রুবিনার হাসপাতালের খরচ মিটিয়েছে। এখন দেখার আদৌ কি আশরাফ খান টাকা চুরি করেছে এবং পরিবারের সকলে কি রুবিনা সন্তান কে আপন করে নেবে।আর এই সবকিছু জানতে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিল ধারাবাহিকের প্রধান চরিত্ররা।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 2, 2019, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.