কলকাতা : ধারাবাহিক 'নিশির ডাক'-এ দর্শক এর আগে দেখেছেন, শ্রীময়ী ও তারাকে মেরে ফেলার চক্রান্ত করছে নিশি । তান্ত্রিক অঘোরনাথের নির্দেশে নিশি তারাকে মেরে অমরত্ব লাভ করার চেষ্টা করেই যাচ্ছে । কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে সে । তাই নিশি এবার রূপ পরিবর্তন করেছে । সে ডামরী হয়ে রাতের অন্ধকারে তারার পিছু নিয়ে তাকে বশে আনতে চাইছে ।
![Nishir daak](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-8001-entertainmentcopy-07th-july-amit_07072019144846_0707f_1562491126_697.jpg)
মা কালীর শক্তির কাছে ফের হারতে চলেছে ডামরী । এর বাইরে আর কী কী ঘটতে চলেছে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'নিশির ডাক' ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।
তবে জানা গেল ধারাবাহিকটি শেষ হতে চলেছে কয়েকদিনের মধ্যেই । কারণ, গল্পে নিশি ও তান্ত্রিক অঘোরনাথের মৃত্য়ু ঘটতে চলেছে । যার ফলে শ্রীময়ী, তারা ও রুদ্র পরিবারের সঙ্গে ভালোভাবে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে ।