এই সপ্তাহে আবার নতুন চমক। পণ্ডিতের সঙ্গে এবার বামার লড়াই হবে। এই লড়াই শারীরিক লড়াই নয়, এই লড়াই বুদ্ধির। বামা পণ্ডিতদের এটা বোঝাতেই পারে না যে, দেবীমূর্তি গ্রামের মধ্যে ফেলে না রেখে তার ঠিকমতো পূজা করা উচিত। এই কথা মানা তো দূরের কথা, পণ্ডিতরা ঠিক করে যে বামাকে গ্রামের কাছে একটি মাঠে গাছের সঙ্গে বেঁধে রাখা হবে।
তবে পরের দিন সকালে তাঁরা গিয়ে দেখেন যেখানে বামাকে বেঁধে রাখা হয়েছে সেখানে জড়ো হয়েছে গ্রামের সমস্ত দেবদেবীরা। তারা সবাই বামার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা হকচকিয়ে যায়। কী হবে তারপর? জানতে দেখুন 'মহাপীঠ তারাপীঠ'।