ETV Bharat / sitara

গ্রামবাসীদের মন জয় করতে বদ্ধপরিকর ছোটো বামা - Mahapith Tarapith

'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে এর আগে দর্শক দেখেছেন যে প্রথমবার তারাপীঠ মন্দিরে এসে বামা অজ্ঞান হয়ে যায়। মাত্র আট বছর বয়সে মায়ের রূপ দেখে সে অচৈতন্য হয়ে পড়ে। তবে অনেক বিপর্জয় সত্ত্বেও সে তার লক্ষ্যে অবিচল থেকে অন্নদাসুন্দরীকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করে।

বামা
author img

By

Published : Mar 13, 2019, 8:17 PM IST

এই সপ্তাহে আবার নতুন চমক। পণ্ডিতের সঙ্গে এবার বামার লড়াই হবে। এই লড়াই শারীরিক লড়াই নয়, এই লড়াই বুদ্ধির। বামা পণ্ডিতদের এটা বোঝাতেই পারে না যে, দেবীমূর্তি গ্রামের মধ্যে ফেলে না রেখে তার ঠিকমতো পূজা করা উচিত। এই কথা মানা তো দূরের কথা, পণ্ডিতরা ঠিক করে যে বামাকে গ্রামের কাছে একটি মাঠে গাছের সঙ্গে বেঁধে রাখা হবে।

তবে পরের দিন সকালে তাঁরা গিয়ে দেখেন যেখানে বামাকে বেঁধে রাখা হয়েছে সেখানে জড়ো হয়েছে গ্রামের সমস্ত দেবদেবীরা। তারা সবাই বামার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা হকচকিয়ে যায়। কী হবে তারপর? জানতে দেখুন 'মহাপীঠ তারাপীঠ'।


এই সপ্তাহে আবার নতুন চমক। পণ্ডিতের সঙ্গে এবার বামার লড়াই হবে। এই লড়াই শারীরিক লড়াই নয়, এই লড়াই বুদ্ধির। বামা পণ্ডিতদের এটা বোঝাতেই পারে না যে, দেবীমূর্তি গ্রামের মধ্যে ফেলে না রেখে তার ঠিকমতো পূজা করা উচিত। এই কথা মানা তো দূরের কথা, পণ্ডিতরা ঠিক করে যে বামাকে গ্রামের কাছে একটি মাঠে গাছের সঙ্গে বেঁধে রাখা হবে।

তবে পরের দিন সকালে তাঁরা গিয়ে দেখেন যেখানে বামাকে বেঁধে রাখা হয়েছে সেখানে জড়ো হয়েছে গ্রামের সমস্ত দেবদেবীরা। তারা সবাই বামার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা হকচকিয়ে যায়। কী হবে তারপর? জানতে দেখুন 'মহাপীঠ তারাপীঠ'।


Intro:Body:

গ্রামবাসীদের মন জয় করতে বদ্ধপরিকর ছোটো বামা



'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে এর আগে দর্শক দেখেছেন যে প্রথমবার তারাপীঠ মন্দিরে এসে বামা অজ্ঞান হয়ে যায়। মাত্র আট বছর বয়সে মায়ের রূপ দেখে সে অচৈতন্য হয়ে পড়ে। তবে অনেক বিপর্জয় সত্ত্বেও সে তার লক্ষ্যে অবিচল থেকে অন্নদাসুন্দরীকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করে।



এই সপ্তাহে আবার নতুন চমক। পণ্ডিতের সঙ্গে এবার বামার লড়াই হবে। এই লড়াই শারীরিক লড়াই নয়, এই লড়াই বুদ্ধির। বামা পণ্ডিতদের এটা বোঝাতেই পারে না যে, দেবীমূর্তি গ্রামের মধ্যে ফেলে না রেখে তার ঠিকমতো পূজা করা উচিত। এই কথা মানা তো দূরের কথা, পণ্ডিতরা ঠিক করে যে বামাকে গ্রামের কাছে একটি মাঠে গাছের সঙ্গে বেঁধে রাখা হবে।



তবে পরের দিন সকালে তাঁরা গিয়ে দেখেন যেখানে বামাকে বেঁধে রাখা হয়েছে সেখানে জড়ো হয়েছে গ্রামের সমস্ত দেবদেবীরা। তারা সবাই বামার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা হকচকিয়ে যায়। কী হবে তারপর? জানতে দেখুন 'মহাপীঠ তারাপীঠ'।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.