এই সপ্তাহে ধারাবাহিকে নতুন চমক। মৃত্যুর মুখোমুখি মিনু। তাকে মারতে বদ্ধপরিকর হয় জাহ্নবী। সে ঠিক করে সোম আর মিনুর সন্তানকে এই পৃথবীর আলো সে দেখতে দেবে না। তার প্ল্যানকে সফল করতে সে বেছে নেয় দোলের দিনটিকে।
বেলুনের মধ্যে বিষ ভরে রং খেলার অছিলায় সেটা মিনুর দিকে ছুঁড়ে দেয় জাহ্নবী। কিন্তু ঐশ্বরিক ক্ষমতাবলে এই চক্রান্তের কথা আগেই জানতে পেরে যায় মিনু। জাহ্নবীর বিরুদ্ধে কী ব্যবস্থা মিনুর পরিবার? জানা যাবে 'বাজল তোমার আলোর বেণু' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।