ETV Bharat / sitara

আশা আর ধ্রুবর মিলন কি কোনও বিপদ ডেকে আনবে? - undefined

'আশা লতা' ধারাবাহিকে গত সপ্তাহে দর্শক দেখেছিলেন মধুরা দীর্ঘদিন বাদে কলকাতায় ফিরে এসে তার নতুন গানের স্কুল খোলার জন্য় উদ্যোগী হয়। এই সপ্তাহে কাহিনিতে আসবে নতুন চমক। ধ্রুব বুঝতে পেরে যায় যে আশা তার ফোনটিকে খোলার চেষ্টা করেছে। কারণ তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে ফোন লক হয়ে যায়।

আশা লতা
author img

By

Published : Mar 22, 2019, 11:39 PM IST

অন্যদিকে গগন চেষ্টা করে নতুন একজন নামকরা গায়ককে দিয়ে প্রথম অ্যালবামে গান গাওয়ানোর। তাই গগন শিখাকে দিয়ে ধ্রুবকে ফোন করায়। কিন্তু, গগন ফোন করে চমকে যায়। কারণ অন্যপ্রান্তে ছিল আশা। আর ধ্রুব জানতে পারে সেই কথা। কিন্তু, আশা যখনই পুরো ঘটনাটা পরিবারের সামনে পরিষ্কার করে বলতে যায় তাকে থামিয়ে দেয় ধ্রুব।

আর এদিকে সুজন কুশকে রবিদের বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে কুশ ধ্রুব আর লতাকে একসঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে। আচমকা এটা দেখে চমকে যায় কুশ। আর গগন লতাকে খোঁজার জন্য সূর্যকে তাদের বাড়ি আসতে বলে। কিন্তু, সূর্য জানায় যে তার লতার গলার আওয়াজ পছন্দ নয় তাই সেই তাকে দিয়ে অ্যালবামে গাওয়াবে না। এরই মধ্যে রেকর্ডিংয়ের দিন আশা তার ব্যাগ হারিয়ে ফেলে যার মধ্যে আধার কার্ড ছিল। ধ্রুব একটা বাহানা করে আশার রুমে আসে আর আশা ধ্রুবকে চিনে ফেলে। আশা আর ধ্রুব অতীতে একসময়ে খুব ভালো বন্ধু ছিল। এভাবে পুরোনো বন্ধুকে খুঁজে পেয়ে আশা কেঁদে ফেলে। তবে তারা ঠিক করে যে এই পুরো বিষয়টি তারা সবার কাছ থেকে লুকিয়ে রাখবে।


অন্যদিকে গগন চেষ্টা করে নতুন একজন নামকরা গায়ককে দিয়ে প্রথম অ্যালবামে গান গাওয়ানোর। তাই গগন শিখাকে দিয়ে ধ্রুবকে ফোন করায়। কিন্তু, গগন ফোন করে চমকে যায়। কারণ অন্যপ্রান্তে ছিল আশা। আর ধ্রুব জানতে পারে সেই কথা। কিন্তু, আশা যখনই পুরো ঘটনাটা পরিবারের সামনে পরিষ্কার করে বলতে যায় তাকে থামিয়ে দেয় ধ্রুব।

আর এদিকে সুজন কুশকে রবিদের বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে কুশ ধ্রুব আর লতাকে একসঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে। আচমকা এটা দেখে চমকে যায় কুশ। আর গগন লতাকে খোঁজার জন্য সূর্যকে তাদের বাড়ি আসতে বলে। কিন্তু, সূর্য জানায় যে তার লতার গলার আওয়াজ পছন্দ নয় তাই সেই তাকে দিয়ে অ্যালবামে গাওয়াবে না। এরই মধ্যে রেকর্ডিংয়ের দিন আশা তার ব্যাগ হারিয়ে ফেলে যার মধ্যে আধার কার্ড ছিল। ধ্রুব একটা বাহানা করে আশার রুমে আসে আর আশা ধ্রুবকে চিনে ফেলে। আশা আর ধ্রুব অতীতে একসময়ে খুব ভালো বন্ধু ছিল। এভাবে পুরোনো বন্ধুকে খুঁজে পেয়ে আশা কেঁদে ফেলে। তবে তারা ঠিক করে যে এই পুরো বিষয়টি তারা সবার কাছ থেকে লুকিয়ে রাখবে।


Intro:Body:

আশা আর ধ্রুবর মিলন কি কোনও বিপদ ডেকে আনবে?





'আশা লতা' ধারাবাহিকে গত সপ্তাহে দর্শক দেখেছিলেন মধুরা দীর্ঘদিন বাদে কলকাতায় ফিরে এসে তার নতুন গানের স্কুল খোলার জন্য় উদ্যোগী হয়। এই সপ্তাহে কাহিনিতে আসবে নতুন চমক। ধ্রুব বুঝতে পেরে যায় যে আশা তার ফোনটিকে খোলার চেষ্টা করেছে। কারণ তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে ফোন লক হয়ে যায়।



অন্যদিকে গগন চেষ্টা করে নতুন একজন নামকরা গায়ককে দিয়ে প্রথম অ্যালবামে গান গাওয়ানোর। তাই গগন শিখাকে দিয়ে ধ্রুবকে ফোন করায়। কিন্তু, গগন ফোন করে চমকে যায়। কারণ অন্যপ্রান্তে ছিল আশা। আর ধ্রুব জানতে পারে সেই কথা। কিন্তু, আশা যখনই পুরো ঘটনাটা পরিবারের সামনে পরিষ্কার করে বলতে যায় তাকে থামিয়ে দেয় ধ্রুব।



আর এদিকে সুজন কুশকে রবিদের বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে কুশ ধ্রুব আর লতাকে একসঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে। আচমকা এটা দেখে চমকে যায় কুশ। আর গগন লতাকে খোঁজার জন্য সূর্যকে তাদের বাড়ি আসতে বলে। কিন্তু, সূর্য জানায় যে তার লতার গলার আওয়াজ পছন্দ নয় তাই সেই তাকে দিয়ে অ্যালবামে গাওয়াবে না। এরই মধ্যে রেকর্ডিংয়ের দিন আশা তার ব্যাগ হারিয়ে ফেলে যার মধ্যে আধার কার্ড ছিল। ধ্রুব একটা বাহানা করে আশার রুমে আসে আর আশা ধ্রুবকে চিনে ফেলে। আশা আর ধ্রুব অতীতে একসময়ে খুব ভালো বন্ধু ছিল। এভাবে পুরোনো বন্ধুকে খুঁজে পেয়ে আশা কেঁদে ফেলে। তবে তারা ঠিক করে যে এই পুরো বিষয়টি তারা সবার কাছ থেকে লুকিয়ে রাখবে।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.