ETV Bharat / sitara

'মির্জ়াপুর' সিরিজ়ের নির্মাতা ও অ্যামাজ়ন প্রাইমকে নোটিশ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Jan 21, 2021, 7:14 PM IST

সুজিত কুমার সিং নামে মির্জ়াপুরের এক বাসিন্দা সু্প্রিম কোর্টে এই সিরিজ়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন । তাঁর অভিযোগ, সিরিজ়ে মির্জ়াপুর শহরকে অপরাধপ্রবণ জায়গা হিসেবে তুলে ধরা হয়েছে ।

sdf
sf

দিল্লি : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে কয়েকদিন আগেই ওয়েব সিরিজ় 'মির্জ়াপুর'-এর প্রযোজক রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার ও ভৌমিক গোন্দালিয়ার বিরুদ্ধে উত্তরপ্রদেশে এফআইআর দায়ের করা হয় । এরপর ওই সিরিজ়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন এক ব্যক্তি । তার প্রেক্ষিতে আজ শীর্ষ আদালতের তরফে সিরিজ়ের নির্মাতা ও অ্যামাজ়ন প্রাইমের কাছে জবাব চেয়ে একটি নোটিশ পাঠানো হয় ।

সুজিত কুমার সিং নামে মির্জ়াপুরের এক বাসিন্দা সু্প্রিম কোর্টে এই সিরিজ়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন । তাঁর অভিযোগ, সিরিজ়ে মির্জ়াপুর শহরকে অত্যন্ত খারাপ ও অপরাধপ্রবণ জায়গা হিসেবে তুলে ধরা হয়েছে । যেখানে খুন, রাহাজানি সহ সব ধরনের বেআইনি কার্যকলাপ হয়ে থাকে । আর এর প্রেক্ষিতেই শীর্ষ আদাতের দ্বারস্থ হন তিনি ।

তাঁর আবেদন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনলাইন প্ল্যাটফর্মগুলি নিয়ন্ত্রণ করুক । ওই প্ল্যাটফর্মগুলিতে যে সিরিজ়, সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলি দেখার জন্য একটি কমিটি তৈরি করে দেওয়া হোক । প্ল্যাটফর্মগুলিতে কোনও কিছু মুক্তির জন্য সরকারের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ।

কয়েকদিন আগেই মির্জ়াপুরের বাসিন্দা ও সাংবাদিক অরবিন্দ চতুর্বেদী এই ওয়েব সিরিজ় নির্মাতাদের বিরুদ্ধে মির্জ়াপুরের দেহাত থানায় এফআইআর দায়ের করেছিলেন । অভিযোগপত্রে তিনি লিখেছিলেন, এই সিরিজ়ের বিষয়বস্তু ও সংলাপ ধর্মীয়, সামাজিক ও স্থানীয় বিশ্বাসকে আঘাত করেছে । এছাড়া সেখানে মির্জ়াপুর শহরকে খুব খারাপভাবে দেখানো হয়েছে ।

তবে শুধু 'মির্জ়াপুর'-ই নয় । কয়েকদিন ধরেই অ্যামাজ়ন প্রাইমের আরও একটি ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-কে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছিল । সেখানকার একটি দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক । হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সিরিজ় বয়কটের ডাক দিয়েছিলেন নেটিজ়েনদের একাংশ । দেশের একাধিক রাজ্যে এই সিরিজ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । ফৌজদারি মামলা দায়ের করা হয় দিল্লিতে । এরই মাঝে বিতর্কিত দৃশ্য পরিবর্তন করা হবে বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছে ।

দিল্লি : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে কয়েকদিন আগেই ওয়েব সিরিজ় 'মির্জ়াপুর'-এর প্রযোজক রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার ও ভৌমিক গোন্দালিয়ার বিরুদ্ধে উত্তরপ্রদেশে এফআইআর দায়ের করা হয় । এরপর ওই সিরিজ়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন এক ব্যক্তি । তার প্রেক্ষিতে আজ শীর্ষ আদালতের তরফে সিরিজ়ের নির্মাতা ও অ্যামাজ়ন প্রাইমের কাছে জবাব চেয়ে একটি নোটিশ পাঠানো হয় ।

সুজিত কুমার সিং নামে মির্জ়াপুরের এক বাসিন্দা সু্প্রিম কোর্টে এই সিরিজ়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন । তাঁর অভিযোগ, সিরিজ়ে মির্জ়াপুর শহরকে অত্যন্ত খারাপ ও অপরাধপ্রবণ জায়গা হিসেবে তুলে ধরা হয়েছে । যেখানে খুন, রাহাজানি সহ সব ধরনের বেআইনি কার্যকলাপ হয়ে থাকে । আর এর প্রেক্ষিতেই শীর্ষ আদাতের দ্বারস্থ হন তিনি ।

তাঁর আবেদন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনলাইন প্ল্যাটফর্মগুলি নিয়ন্ত্রণ করুক । ওই প্ল্যাটফর্মগুলিতে যে সিরিজ়, সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলি দেখার জন্য একটি কমিটি তৈরি করে দেওয়া হোক । প্ল্যাটফর্মগুলিতে কোনও কিছু মুক্তির জন্য সরকারের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ।

কয়েকদিন আগেই মির্জ়াপুরের বাসিন্দা ও সাংবাদিক অরবিন্দ চতুর্বেদী এই ওয়েব সিরিজ় নির্মাতাদের বিরুদ্ধে মির্জ়াপুরের দেহাত থানায় এফআইআর দায়ের করেছিলেন । অভিযোগপত্রে তিনি লিখেছিলেন, এই সিরিজ়ের বিষয়বস্তু ও সংলাপ ধর্মীয়, সামাজিক ও স্থানীয় বিশ্বাসকে আঘাত করেছে । এছাড়া সেখানে মির্জ়াপুর শহরকে খুব খারাপভাবে দেখানো হয়েছে ।

তবে শুধু 'মির্জ়াপুর'-ই নয় । কয়েকদিন ধরেই অ্যামাজ়ন প্রাইমের আরও একটি ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-কে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছিল । সেখানকার একটি দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক । হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সিরিজ় বয়কটের ডাক দিয়েছিলেন নেটিজ়েনদের একাংশ । দেশের একাধিক রাজ্যে এই সিরিজ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । ফৌজদারি মামলা দায়ের করা হয় দিল্লিতে । এরই মাঝে বিতর্কিত দৃশ্য পরিবর্তন করা হবে বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

Mirzapur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.