কলকাতা : নাট্যকার সৌরভ পালোধির নাট্যদলের নাম 'ইচ্ছেদল'। যে কোনও প্রযোজনাই তাঁদের কাছে খুব স্পেশাল। রীতিমতো রিসার্চ করতে হয়েছে তাঁদের ১৯৭৫ সালের প্রেক্ষাপটটাকে তুলে ধরতে। এই নাটকের বিষয়বস্তু কী? সমাজের নিচুতলার মানুষের গল্প বলবে 'ঘুম নেই'। তাঁদেরই ম্যানিফেস্টো বলা যেতে পারে এই নাটককে। নাটকে দেখানো হয়েছে ট্রাকচালকদের। যাঁরা নিজেদের স্কন্ধে বহন করে সমাজের ভার। তাঁদের বেঁচে থাকা ও লড়াইয়ের গল্প বলবে 'ঘুম নেই' নাটকটি।
সৌরভ আরও বলেন, "যেটা বেঙ্গালুরু কর্পোরেট সেক্টর করতে পারে আমরা তা পারি না। নাটকে দেখানো হবে, ৭৫'এর শ্রমিক আন্দোলন। মালিকপক্ষের বুক কাঁপিয়ে দেওয়ার মতো একটা আন্দোলন। কিন্তু আজকের কোনও মানুষ যদি এটা বসে দেখেন, তিনি পুরোপুরি আজকের সময়টাকে কানেক্ট করতে পারবেন এবং প্রয়োজনীয়তাও বুঝতে পারবে ইউনিয়নের।"
নাটকে দেখানো হবে রাস্তার একটি ধাবা এবং তার মালিকের কাহিনিও। দেখানো হবে বেকারত্বের দুর্ভোগ এবং মূলস্রোতে ফিরে আসার লড়াই। দেখানো হবে এক উন্মাদকে ও সমাজে তার প্রত্যাখ্যানকে। গল্পে যুক্ত হয়েছে এক বয়ঃজ্যেষ্ঠ, যাঁর কাছে এদের লড়াই কোনও বিষয় নয়। আর রয়েছে দুই সাংবাদিক, যারা নতুন খবর তৈরির কাজে ছুটছে। তবে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাবে নাটকের গল্প।