ETV Bharat / sitara

'বিগ বস'-র নতুন সিজ়নকে "টেড়া" বললেন সলমন - video

'বিগ বস'-র 13 নম্বর সিজ়নের নতুন প্রোমো মুক্তি পেল । একটি আওয়ার গ্লাসের ভিতর দেখা গেল হোস্ট সলমন খানকে । এবারের সিজ়নে অনেক টুইস্ট আছে বলে জানালেন তিনি ।

সলমন খান
author img

By

Published : Sep 9, 2019, 9:40 AM IST

মুম্বই : বিতর্কিত রিয়্যালিটি শো 'বিগ বস'-র আর একটি নতুন প্রোমো নিয়ে হাজির হয়েছেন সলমন খান । সঙ্গে তিনি ঘোষণা করেন যে, 13 নম্বর এই সিজ়নে অনেক টুইস্ট থাকবে ।

প্রোমো ভিডিয়োটিতে দেখা যায়, সলমন একটা আওয়ার গ্লাসের ভিতর দাঁড়িয়ে রয়েছে । তাঁর পিছনে একটি দেওয়াল দেখা যাচ্ছে ভিডিয়োতে । যেখানে হরেকরকম ঘড়ি টাঙানো রয়েছে ।

গ্লাসটির নিচের অংশ বালিতে ভরতে থাকে । সঙ্গে সলমনকে বলতে শোনা যায়, "চার সপ্তাহে ফিনালে হবে... জানা যাবে তারকাদের বিশ্বাস কতটা ।"

এই সিজ়নে যে অনেক টুইস্ট রয়েছে তা নিশ্চিত করেছেন সলমন খান । তিনি বলেন, "ইয়ে সিজ়ন হ্যায় মেরা, পর হ্যায় বহুত টেড়া ।"

আগের সিজ়নগুলির শুটিং লোনাভালাতে হলেও এবারের সেট তৈরি করা হয়েছে মুম্বইতেই ।

মুম্বই : বিতর্কিত রিয়্যালিটি শো 'বিগ বস'-র আর একটি নতুন প্রোমো নিয়ে হাজির হয়েছেন সলমন খান । সঙ্গে তিনি ঘোষণা করেন যে, 13 নম্বর এই সিজ়নে অনেক টুইস্ট থাকবে ।

প্রোমো ভিডিয়োটিতে দেখা যায়, সলমন একটা আওয়ার গ্লাসের ভিতর দাঁড়িয়ে রয়েছে । তাঁর পিছনে একটি দেওয়াল দেখা যাচ্ছে ভিডিয়োতে । যেখানে হরেকরকম ঘড়ি টাঙানো রয়েছে ।

গ্লাসটির নিচের অংশ বালিতে ভরতে থাকে । সঙ্গে সলমনকে বলতে শোনা যায়, "চার সপ্তাহে ফিনালে হবে... জানা যাবে তারকাদের বিশ্বাস কতটা ।"

এই সিজ়নে যে অনেক টুইস্ট রয়েছে তা নিশ্চিত করেছেন সলমন খান । তিনি বলেন, "ইয়ে সিজ়ন হ্যায় মেরা, পর হ্যায় বহুত টেড়া ।"

আগের সিজ়নগুলির শুটিং লোনাভালাতে হলেও এবারের সেট তৈরি করা হয়েছে মুম্বইতেই ।

Intro:Body:

salman khan


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.