ETV Bharat / sitara

'বিগ বস ১৩'-র প্রোমোতে স্টেশন মাস্টার সলমন ! - first promo

জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৩'-র প্রথম প্রোমো প্রকাশ্যে এল । প্রোমোতে স্টেশন মাস্টারের রূপে দেখা গেল সলমনকে ।

সলমন খান
author img

By

Published : Aug 25, 2019, 5:36 PM IST

মুম্বই : সামনে এল রিয়্যালিটি শো 'বিগ বস ১৩'-র প্রথম প্রোমো । প্রোমোতে শো'র হোস্ট সলমন কথা দিয়েছেন যে, এবছর শো'তে অনেক চমক থাকবে ।

প্রোমো ভিডিয়োতে স্টেশন মাস্টারের অবতারে দেখা গেল সলমন খানকে । সঙ্গে তিনি খেলার কনসেপ্টও বোঝালেন দর্শককে ।

এবছরের সিজ়নে প্রতিযোগী হিসেবে শুধু সেলিব্রিটিজ়ই থাকবে বলেও জানান সলমন । চার সপ্তাহের মধ্যে তাঁরা ফাইনালে পৌঁছনোর সুযোগও পাবেন ।

নিজের স্টাইলে সুপারস্টার বলেন, "ইয়ে সিজ়ন হ্যায় মেরা, বহত হি টেরা ।" প্রতিবার বিগ বসের সেট লোনাভালাতে হলেও এবছর সেট মুম্বইতেই তৈরি করা হয়েছে ।

মুম্বই : সামনে এল রিয়্যালিটি শো 'বিগ বস ১৩'-র প্রথম প্রোমো । প্রোমোতে শো'র হোস্ট সলমন কথা দিয়েছেন যে, এবছর শো'তে অনেক চমক থাকবে ।

প্রোমো ভিডিয়োতে স্টেশন মাস্টারের অবতারে দেখা গেল সলমন খানকে । সঙ্গে তিনি খেলার কনসেপ্টও বোঝালেন দর্শককে ।

এবছরের সিজ়নে প্রতিযোগী হিসেবে শুধু সেলিব্রিটিজ়ই থাকবে বলেও জানান সলমন । চার সপ্তাহের মধ্যে তাঁরা ফাইনালে পৌঁছনোর সুযোগও পাবেন ।

নিজের স্টাইলে সুপারস্টার বলেন, "ইয়ে সিজ়ন হ্যায় মেরা, বহত হি টেরা ।" প্রতিবার বিগ বসের সেট লোনাভালাতে হলেও এবছর সেট মুম্বইতেই তৈরি করা হয়েছে ।

Intro:Body:

Salman Khan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.