ETV Bharat / sitara

শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়াটা পছন্দ নয় ঋতব্রত মুখোপাধ্যায়ের - bjp

শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি একেবারেই পছন্দ নয় ঋতব্রত মুখোপাধ্যায়ের । বলেন, যখন যে ক্ষমতায় থাকে, কয়েকটা কল শো, গ্রান্ট পাবে বলে সবাই এর ওর ছাতার তলায় ঢুকতে চায় ।

asd
asd
author img

By

Published : Dec 4, 2020, 7:50 PM IST

কলকাতা : শোনা যাচ্ছে রাজ্যের 650টি নাট্যদল বিজেপিতে যোগ দিতে চলেছে । ইতিমধ্যে নাকি তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। যদিও শিল্পীদের এই রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি একেবারেই পছন্দ নয় ঋতব্রত মুখোপাধ্যায়ের । তাঁর মতে, এর ফলে বড় সমস্যা তৈরি হচ্ছে ।

এই প্রসঙ্গে ইটিভি ভারতকে ঋতব্রত বলেন, "আর কয়েকদিন পর সমবেত কণ্ঠে বলা হবে আমাদের বাঁচাও । এরকমই তো হয় । যখন যে ক্ষমতায় থাকে, কয়েকটা কল শো, গ্রান্ট পাবে বলে সবাই এর ওর ছাতার তলায় ঢুকতে চায় । এই জন্যই পশ্চিমবঙ্গে কোনও টিউটর বা মেন্টর নেই । কে কাকে মেন্টর মানবে ? ছোটোবেলায় যে কাকুরা আমাদের শেখাতেন এখন তাঁরাই দল বদল করেছেন । এই হিপোক্রেসির কোনও শেষ নেই । এর জন্য বড় সমস্যা তৈরি হচ্ছে ।"

sdfsdf
নাটকের মঞ্চে ঋতব্রত

তিনি আরও বলেন, "এর জন্য পরবর্তী প্রজন্মের কোনও আইডল থাকবে না । আসলে এখন কারও কথার কোনও দাম নেই ।"

sdfsdf
নাটকের মঞ্চে ঋতব্রত

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিতে চলেছে বাংলার 650টি নাট্যদল

কলকাতা : শোনা যাচ্ছে রাজ্যের 650টি নাট্যদল বিজেপিতে যোগ দিতে চলেছে । ইতিমধ্যে নাকি তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। যদিও শিল্পীদের এই রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি একেবারেই পছন্দ নয় ঋতব্রত মুখোপাধ্যায়ের । তাঁর মতে, এর ফলে বড় সমস্যা তৈরি হচ্ছে ।

এই প্রসঙ্গে ইটিভি ভারতকে ঋতব্রত বলেন, "আর কয়েকদিন পর সমবেত কণ্ঠে বলা হবে আমাদের বাঁচাও । এরকমই তো হয় । যখন যে ক্ষমতায় থাকে, কয়েকটা কল শো, গ্রান্ট পাবে বলে সবাই এর ওর ছাতার তলায় ঢুকতে চায় । এই জন্যই পশ্চিমবঙ্গে কোনও টিউটর বা মেন্টর নেই । কে কাকে মেন্টর মানবে ? ছোটোবেলায় যে কাকুরা আমাদের শেখাতেন এখন তাঁরাই দল বদল করেছেন । এই হিপোক্রেসির কোনও শেষ নেই । এর জন্য বড় সমস্যা তৈরি হচ্ছে ।"

sdfsdf
নাটকের মঞ্চে ঋতব্রত

তিনি আরও বলেন, "এর জন্য পরবর্তী প্রজন্মের কোনও আইডল থাকবে না । আসলে এখন কারও কথার কোনও দাম নেই ।"

sdfsdf
নাটকের মঞ্চে ঋতব্রত

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিতে চলেছে বাংলার 650টি নাট্যদল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.