ETV Bharat / sitara

"মিছিলে সরকারের কোনও বাধা নেই, খালি থিয়েটারেই বাধা"

স্পষ্টবক্তা ঋতব্রত মুখোপাধ্যায় নাট্য জগতের ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক দেখালেন আমাদের ।

author img

By

Published : Jul 14, 2020, 10:28 PM IST

Updated : Jul 14, 2020, 10:54 PM IST

Ritabrata mukherjee upset on theatre being ignored
Ritabrata mukherjee upset on theatre being ignored

কলকাতা :"মিছিলে সরকারের কোনও বাধা নেই, খালি থিয়েটারেই বাধা", কোরোনার সময়ে থেমে থাকা থিয়েটার জগৎ নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা বললেন অভিনেতা ঋতব্রত মুখার্জি ।


'অশোকনগর নাট্যআনন' থিয়েটার দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অভিনেতা ঋতব্রত মুখার্জি । দলের অন্যান্য সদস্যরা হলেন চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা । দলটি নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে, নানা ধরনের এক্সপেরিমেন্ট করে থিয়েটার নিয়ে । কিন্তু সেসব বন্ধ এখন লকডাউন হওয়ার পর থেকেই ।

Ritabrata mukherjee upset on theatre being ignored
.
এদিকে বিনোদন জগৎ যে সম্পূর্ণরূপে কাজ বন্ধ করে বসে আছে, তেমনটাও নয় । সিনেমা, ওয়েব সিরিজ়, ধারাবাহিকের কাজ চলছে সরকারি বিধি মেনে । OTT প্ল্যাটফর্মে একে একে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ়, সিনেমা । কেবল বন্ধ হয়ে পড়ে আছে নাট্যজগৎ । সেই জগতের সঙ্গে যুক্ত অসংখ্য কর্মী কীভাবে দিন কাটাচ্ছে, কিংবা আগামী দিনে কীভাবে দিন কাটাবে, তাই নিয়ে ভীষণই উদ্বিগ্ন নাট্যজগৎ । ঋতব্রত বললেন, "কেউ তো রিহার্সেলে আসছে না । ট্রামে-বাসে উঠতে ভয় পাচ্ছে । সেটা তো একটা ভাবার বিষয় । এদিকে কারও কোনও মাথাব্যাথা নেই । এতগুলো টেকনিশিয়ান বসে আছেন । কোনওরকম নিয়ম-শৃঙ্খলা নেই কোথাও । কোন একটা দলের নেতাকে কে না কে মেরেছে, সেই জন্য দেখলাম মহা মিছিল হয়েছে । তার বেলা কেউ সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে প্রশ্ন তুলছেন না । পশ্চিমবঙ্গের থিয়েটার জগতের দিনমজুররা এতগুলো মাস কীভাবে চালাচ্ছেন, সে আমরাই জানি । তাঁদের প্রতিনিধিত্ব করার জন্য কোনও ফোরামই নেই । ছবি শুরু হল, কেবল থিয়েটার হল না ।"
Ritabrata mukherjee upset on theatre being ignored
.

শুধু যে থিয়েটার হলগুলো বন্ধ আছে, তাও নয় । নাটকের মহড়াও পুরোপুরি বন্ধ । যদিও এক-দু'জায়গায় জায়গায় ডিজিটাল থিয়েটার তৈরির প্রচেষ্টা চলছে । তবে সেটাও সংখ্যায় খুবই কম । সবকিছু নিয়ে খুবই উদ্বিগ্ন ঋতব্রত ।

কলকাতা :"মিছিলে সরকারের কোনও বাধা নেই, খালি থিয়েটারেই বাধা", কোরোনার সময়ে থেমে থাকা থিয়েটার জগৎ নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা বললেন অভিনেতা ঋতব্রত মুখার্জি ।


'অশোকনগর নাট্যআনন' থিয়েটার দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অভিনেতা ঋতব্রত মুখার্জি । দলের অন্যান্য সদস্যরা হলেন চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা । দলটি নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে, নানা ধরনের এক্সপেরিমেন্ট করে থিয়েটার নিয়ে । কিন্তু সেসব বন্ধ এখন লকডাউন হওয়ার পর থেকেই ।

Ritabrata mukherjee upset on theatre being ignored
.
এদিকে বিনোদন জগৎ যে সম্পূর্ণরূপে কাজ বন্ধ করে বসে আছে, তেমনটাও নয় । সিনেমা, ওয়েব সিরিজ়, ধারাবাহিকের কাজ চলছে সরকারি বিধি মেনে । OTT প্ল্যাটফর্মে একে একে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ়, সিনেমা । কেবল বন্ধ হয়ে পড়ে আছে নাট্যজগৎ । সেই জগতের সঙ্গে যুক্ত অসংখ্য কর্মী কীভাবে দিন কাটাচ্ছে, কিংবা আগামী দিনে কীভাবে দিন কাটাবে, তাই নিয়ে ভীষণই উদ্বিগ্ন নাট্যজগৎ । ঋতব্রত বললেন, "কেউ তো রিহার্সেলে আসছে না । ট্রামে-বাসে উঠতে ভয় পাচ্ছে । সেটা তো একটা ভাবার বিষয় । এদিকে কারও কোনও মাথাব্যাথা নেই । এতগুলো টেকনিশিয়ান বসে আছেন । কোনওরকম নিয়ম-শৃঙ্খলা নেই কোথাও । কোন একটা দলের নেতাকে কে না কে মেরেছে, সেই জন্য দেখলাম মহা মিছিল হয়েছে । তার বেলা কেউ সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে প্রশ্ন তুলছেন না । পশ্চিমবঙ্গের থিয়েটার জগতের দিনমজুররা এতগুলো মাস কীভাবে চালাচ্ছেন, সে আমরাই জানি । তাঁদের প্রতিনিধিত্ব করার জন্য কোনও ফোরামই নেই । ছবি শুরু হল, কেবল থিয়েটার হল না ।"
Ritabrata mukherjee upset on theatre being ignored
.

শুধু যে থিয়েটার হলগুলো বন্ধ আছে, তাও নয় । নাটকের মহড়াও পুরোপুরি বন্ধ । যদিও এক-দু'জায়গায় জায়গায় ডিজিটাল থিয়েটার তৈরির প্রচেষ্টা চলছে । তবে সেটাও সংখ্যায় খুবই কম । সবকিছু নিয়ে খুবই উদ্বিগ্ন ঋতব্রত ।

Last Updated : Jul 14, 2020, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.