কলকাতা : প্রেম ভেঙে যাওয়ার পর মানুষের মধ্যে হিংসাত্মক মনোভাব তৈরি হতে পারে। মানুষ প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারে। এমনই একটি বিষয় নিয়ে নাটক মঞ্চস্থ করতে চলেছে অন্য থিয়েটার নাট্যদল। নাটকটির নাম 'রিভেঞ্জ ফ্যাক্টরি'। নাটকটি নিয়ে ETV Bharat'এর সঙ্গে বিস্তারিতভাবে কথা বললেন অন্য থিয়েটার এর প্রাণপুরুষ বিভাস চক্রবর্তী।
বিভাস চক্রবর্তী বললেন, "এই নাটকটি একটি অনামী বিদেশি গল্প থেকে নেওয়া হয়েছে। পরিচালনা করছেন দেবাশীষ রায়। সে-ই নাটকটা লিখেছে। দেবাশীষ আমাদের দলে ছিল না। আমি ওকে নিয়ে এসেছি নাটকটি পরিচালনা করার জন্য। এখন ও আমাদের দলেরই একজন হয়ে গেছে।"
নাটক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে করতে বিভাস চক্রবর্তী বললেন, "একটি ছেলে এবং একটি মেয়ে প্রেম করত। মেয়েটি তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেয়। ছেলেটি তার বন্ধুর সঙ্গে একটি ব্যবসা খোলে, নাম দেয় রিভেঞ্জ ফ্যাক্টরি। সেখানে প্রতিহিংসা চরিতার্থ করা হয় টাকার বিনিময়ে। লাথি মারার জন্য ১০০০ টাকা, জমানোর জন্য ৫০০ টাকা। এভাবে চলতে থাকে। অনেক মানুষের ক্ষতি হয় তাতে। এমন সময় মেয়েটি ফিরে এসে আরও একটি ব্যবসা শুরু করে। সিটি রিকনসিলিয়েশন ফর্ম। মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে মিটমাট করে দেওয়া।"
নাটকটি খুব তাড়াতাড়ি মঞ্চস্থ হতে চলেছে। নাটকের এমন বিষয়বস্তু নিয়ে আশাবাদী বিভাস চক্রবর্তী। বললেন, "এটা আজকের দিনের গল্প। খবরের কাগজ খুললেই প্রেমে প্রত্যাখ্যান, খুন, জখম, আত্মহত্যা - এ ধরনের খবর আমরা পাই। এই নাটক তার বিরুদ্ধে কথা বলে। যুবসমাজকে একটা বার্তা দিতে চাইছে। দর্শকের কাছে পৌঁছতে পারলে নাট্যকর্মী হিসেবে সাফল্য আসবে, সেই আশা রাখি।"