কলকাতা, 12 জানুয়ারি: রিয়ালিটি শো-এর প্রতিযোগীরা ছদ্মবেশে গান গাইলেন রাস্তায় (reality show on street)। বিচারক পথচারীরা । এই প্রথমবার এমন অভিজ্ঞতার কথা ইটিভি ভারতকে জানালেন প্রতিযোগী কুমার গৌরব (Kumar Gaurab)।
বাংলা টেলিভিশনের পর্দায় চলছে গানের রিয়ালিটি শো 'সুপার সিঙ্গার-সিজন থ্রি'(super singer season 3)। প্রায়ই নিত্যনতুন চমক নিয়ে হাজির হয় এই শো । কখনও আবার হাজির হন টলিউড কিংবা বলিউডের তাবড় তাবড় সঙ্গীত শিল্পীরা । কদিন আগেই মঞ্চে হাজির হন বলিউডের প্রখ্যাত সুরকার তথা সঙ্গীতশিল্পী অনু মালিক । তবে এ বারের চমক একেবারে অন্যরকম । এ হেন চমক এর আগে কোনও রিয়ালিটি শো-তে দেখা যায়নি ৷ পথে নেমে ছদ্মবেশে গান গাইলেন প্রতিযোগীরা ।
প্রথমবার এমন অভিজ্ঞতা হল সব প্রতিযোগীর । এ ব্যাপারে 'সুপার সিঙ্গার-সিজন থ্রি'র প্রতিযোগী কুমার গৌরব ইটিভি ভারতকে জানান, "প্রথমেই আমি সাধুবাদ জানাব চ্যানেলকে । অনেক মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে গান গেয়েছি । কিন্ত এ ভাবে রাস্তায় মাঝে দাঁড়িয়ে ছদ্মবেশে গান গাইনি কখনও । এমন অভিজ্ঞতা সুপার সিঙ্গারে গান গাইতে এসেই হল । এ এক অনন্য অভিজ্ঞতা । এক কথায় অনবদ্য ।"
আরও পড়ুন: Anu Malik in Super Singer Season 3: বাংলা মিউজিক রিয়ালিটি শো-তে প্রথমবার অনু মালিক
জনগণের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে শিল্পী জানান, "আমি ভিক্টোরিয়ার সামনে গিয়েছিলাম গান শোনাতে । জনগণের প্রতিক্রিয়া অদ্ভুত ছিল । অদ্ভুত এই কারণে, একজন তান্ত্রিক সাধু রাস্তায় দাঁড়িয়ে গিটার হাতে রক গান গাইছে এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল । আমি গেয়েছিলাম 'আল্লাহ কে বন্দে'। জনগণের চোখে মুখে ছিল সংশয়, অনেক প্রশ্ন এবং ভাল লাগা । সব মিলিয়ে খুব ভাল অভিজ্ঞতা ।"
কেউ চিনতে পারেনি ? কুমার গৌরবের জবাব, "না, প্রথমে কেউই চিনতে পারেনি । শেষে দু'একজন এগিয়ে এসে বলেন তুমি সুপার সিঙ্গারের কুমার গৌরব না ? আমি তাঁদের হেসে জবাব দিই, না আমি তান্ত্রিক গৌরবানন্দ ।"
আরও পড়ুন: Super singer season 3: সুপার সিঙ্গারে কিশোর স্মরণ, একমঞ্চে অমিত-শানু
রিয়ালিটি শো-এর ইতিহাসে এই প্রথমবার ছদ্মবেশে স্ট্রিট সিঙ্গিংয়ের চ্যালেঞ্জ ছিল 'সুপার সিঙ্গার-সিজন থ্রি'র প্রতিযোগীদের জন্য । যেখানে প্রতিযোগীরা ছদ্মবেশে রাস্তায় আমজনতাকে গান শুনিয়ে পেলেন জনতার ভোট । প্রতিযোগীদের সঙ্গেই ছিল ভোট রেটিং অ্যাপ । সেখানেই জনগণ ভোট দেয় । শুধু বিচারকদের বিচারে নয়, এ বার প্রতিযোগীদের বিচার করল সাধারণ মানুষও । কুমার গৌরবের গানে আপ্লুত হয়ে তাঁর হাতে একজন তুলে দিলেন নগদ পুরস্কার । শুচিস্মিতাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন এক বৃদ্ধা । আর সৌমীর গানে মুগ্ধ হয়ে তার সঙ্গে চকোলেট শেয়ার করল একটি বাচ্চা মেয়ে । এই ভাবেই মঞ্চের বাইরে জনসাধারণের মধ্যে নিজেদের গানের উপস্থাপনা নিয়ে মিশে গেলেন প্রতিযোগীরা ।