কলকাতা : বাস্তব জীবনের যে কোনও উৎসব-অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে রচনা করা হয় ধারাবাহিকের স্ক্রিপ্ট । এর ফলে ধারাবাহিকের সঙ্গে দর্শকের টান আরও গভীর হয় । এই যেমন কয়েকদিন আগে দুর্গাপুজোয় মেতেছিল বাঙালি । সেই আমেজকেই পরদায় ফুটিয়ে তুলল 'রাণী রাসমণি' ধারাবাহিক ।
জনপ্রিয় এই ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে দেখা যাবে বিসর্জনের সিকুয়েন্স । তবে শাশুড়িমা রাসমণির অনুপস্থিতিতে ঠাকুর বিসর্জন দেওয়ার একদম ইচ্ছে নেই মথুরের । আরও একটি কারণ আছে অবশ্য । সেই কারণ নিয়ে মথুর নিজেও খুব অবাক ও অস্থির ।
বিসর্জনের ঠিক আগে সে এক কিশোরীকে দেখতে পায় । সে মথুরকে বলে যায়, তাকে যেন বিসর্জন না দেওয়া হয় । এই জেনে মথুর নিজেকে স্থির রাখতে পারে না । তার মনে হতে থাকে যে, ওই কিশোরী আসলে মা দুর্গা । বিসর্জন দিতে গিয়ে সে বেঁকে বসে ।
![rani rashmoni durga puja](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9474561_661_9474561_1604816942743.png)
তবে অবশেষে বিসর্জন হয় । রাণীমাকে ছাড়াই বিসর্জন হয় । মথুরকে অনেক করে বোঝায় গদাধর । তার কথা শুনেই সে মা দুর্গাকে বিসর্জন দিতে সম্মত হয় । তবে তার মনের মধ্যে অনেক প্রশ্ন উঠতে থাকে, যার জবাব পাওয়া যায় না ।
এমন অনেক টুইস্ট অ্যান্ড টার্ন নিয়ে আসছে ধারাবাহিক 'রাণী রাসমণি' । TRP-র তালিকায় বরাবরই উপরের দিকে থাকে এই ধারাবাহিক । দর্শককে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে প্রস্তুত রাণীমা ও তার পরিবারের লোকজন ।