কলকাতা : বাংলা টেলিভিশনে যে সমস্ত ধারাবাহিকগুলো TRP তালিকার উঁচু স্থানে থাকে তার মধ্যে অন্যতম 'করুণাময়ী রাণী রাসমণি' । ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা বেশ জনপ্রিয় দর্শকের দরবারে । নিজেদের পছন্দের তারকাদের থেকে সতর্কবার্তা শুনে যদি সাধারণ মানুষ একটু হলেও সচেতন হন, সেই উদ্দেশে একটি বিশেষ ভিডিয়ো তৈরি করল টিম 'করুণাময়ী...'।
কোরোনা নিয়ে অমিতাভের শেয়ার করা একটি ভিডিয়ো দেখে অনুপ্রাণিত হয়ে ভিডিয়োটি তৈরি করেছেন তরুণ অভিনেতারা । ভিডিয়োর মূল ভাবনা অভিনেতা সায়ক চক্রবর্তীর । তিনিই নিজের পেজে শেয়ার করেছেন ভিডিয়োটি ।
![Rani Rashmoni actors make make a video to create awarness over corona virus](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/_2103newsroom_1584792568_893.png)
'লেটস ইউনাইট অ্যান্ড ফাইট অ্যাগেন্সট কোরোনা ভাইরাস..' এই সম্প্রীতির বার্তা দিয়েই শুরু ভিডিয়ো । এর পর একে একে ধারাবাহিকের সমস্ত তারকা কোরোনা প্রতিরোধের প্রয়োজনীয় ধাপগুলো বলতে থাকেন ।
তবে এই ভিডিয়োর শুটিং করতে কেউ বাড়ি থেকে বেরোননি । সবাই নিজের নিজের বাড়ি থেকেই সংলাপ রেকর্ড করে পাঠিয়েছেন এক জায়গায় । ভিডিয়োটি দেখেই বোঝা গেল সেটা ।
আপনারাও দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">