ETV Bharat / sitara

এবার পুজোর গান গাইবেন মোনালী ও সোনু - PujoSong 2020

কেবল মোনালী নন, সঙ্গে রয়েছেন সোনু নিগম। জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে এই গান তৈরি। এখন চলছে শুটিং ।

asd
asd
author img

By

Published : Oct 3, 2020, 12:11 AM IST

কলকাতা : পুজো মানেই নতুন গান । আর সেই গানই বাজত প্রতিটা মণ্ডপে । এক একটা পুজোয় এক এক ধরনের গান তৈরি করা হত । এখন অবশ্য সেই বিষয়টা অনেকটাই ফিকে । তবে এবার সেই পুরোনো পুজোর আমেজটাকে ফিরিয়ে আনতে তৎপর হলেন রাজ চক্রবর্তী । তাঁর প্রচেষ্টায় তৈরি হচ্ছে নতুন পুজোর গান ।

সোশাল মিডিয়ায় সম্প্রতি এই কথা ঘোষণা করেন রাজ । সেখানে শুটিংয়ের মুহূর্তের একাধিক ছবিও তুলে ধরেন তিনি । গানটি গাইবেন মোনালী ঠাকুর ।

কলকাতা : পুজো মানেই নতুন গান । আর সেই গানই বাজত প্রতিটা মণ্ডপে । এক একটা পুজোয় এক এক ধরনের গান তৈরি করা হত । এখন অবশ্য সেই বিষয়টা অনেকটাই ফিকে । তবে এবার সেই পুরোনো পুজোর আমেজটাকে ফিরিয়ে আনতে তৎপর হলেন রাজ চক্রবর্তী । তাঁর প্রচেষ্টায় তৈরি হচ্ছে নতুন পুজোর গান ।

সোশাল মিডিয়ায় সম্প্রতি এই কথা ঘোষণা করেন রাজ । সেখানে শুটিংয়ের মুহূর্তের একাধিক ছবিও তুলে ধরেন তিনি । গানটি গাইবেন মোনালী ঠাকুর ।

তবে শুধুমাত্র মোনালী নন, সঙ্গে রয়েছেন সোনু নিগম । জিৎ গাঙ্গুলির কম্পোজ়িশনে এই গান তৈরি করা হয়েছে । এখন চলছে শুটিং ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.