ETV Bharat / sitara

"চৈতন্যকে নিয়ে তৈরি ধারাবাহিকে আর অফার পাব না মনে হয়", কেন বললেন অরিজিৎ? - Mahaprabhu Sri Chaitanya

প্রায় ৭৫০ এপিসোড পেরিয়ে শেষ হতে চলেছে 'মহাপ্রভু শ্রী চৈতন্য'। এই ধারাবাহিকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অদ্বৈত আচার্যের ভূমিকায় অভিনয় করছেন অরিজিৎ চৌধুরি। সেই চরিত্রে বেশ গ্রহণযোগ্যতাও অর্জন করেছিলেন তিনি। তাও কেন অরিজিৎ বললেন যে, চৈতন্যকে নিয়ে তৈরি অন্য কোনও ধারাবাহিকে তিনি আর অফার পাবেন না?

অরিজিৎ চৌধুরি
author img

By

Published : Jul 19, 2019, 5:11 PM IST

কলকাতা : মহপ্রভু শ্রীচৈতন্যকে এই নিয়ে সাত নম্বর প্রোডাকশন হচ্ছে টেলিভিশনে। আর তার মধ্যে দু'বার একই চরিত্রে অভিনয় করেছেন অরিজিৎ। তাই অভিনেতা আর এই এক চরিত্রে অভিনয় করতে চান না বলে জানালেন ETV ভারত সিতারাকে। সঙ্গে তিনি এটাও বললেন যে, তাঁকে এই অদ্বৈত আচার্যর চরিত্রে তৃতীয়বারের জন্য কাস্ট করার কথা কেউ ভাববেন বলেও মনে হয় না।

অরিজিৎ বললেন, "সব কিছুরই একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। আমার মনে হয় আমার যা দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে এই চরিত্রটিকে। আমার জুনিয়র যাঁরা আছেন, তাঁদের মধ্যে কেউ হয়তো পরবর্তীকালে চরিত্রটা করবে।" শ্রীচেতন্যকে নিয়ে অষ্টমবারের জন্য যদি কেউ ধারাবাহিক তৈরি করার কথা ভাবে তাহলেই অবশ্য কাস্ট করার প্রশ্ন উঠবে বলাই বাহুল্য।

এই সমস্ত কিছু নিয়েই ক্যামেরার সামনে আড্ডা দিলেন অরিজিৎ। দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন অরিজিতের বিশেষ সাক্ষাৎকার...

কলকাতা : মহপ্রভু শ্রীচৈতন্যকে এই নিয়ে সাত নম্বর প্রোডাকশন হচ্ছে টেলিভিশনে। আর তার মধ্যে দু'বার একই চরিত্রে অভিনয় করেছেন অরিজিৎ। তাই অভিনেতা আর এই এক চরিত্রে অভিনয় করতে চান না বলে জানালেন ETV ভারত সিতারাকে। সঙ্গে তিনি এটাও বললেন যে, তাঁকে এই অদ্বৈত আচার্যর চরিত্রে তৃতীয়বারের জন্য কাস্ট করার কথা কেউ ভাববেন বলেও মনে হয় না।

অরিজিৎ বললেন, "সব কিছুরই একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। আমার মনে হয় আমার যা দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে এই চরিত্রটিকে। আমার জুনিয়র যাঁরা আছেন, তাঁদের মধ্যে কেউ হয়তো পরবর্তীকালে চরিত্রটা করবে।" শ্রীচেতন্যকে নিয়ে অষ্টমবারের জন্য যদি কেউ ধারাবাহিক তৈরি করার কথা ভাবে তাহলেই অবশ্য কাস্ট করার প্রশ্ন উঠবে বলাই বাহুল্য।

এই সমস্ত কিছু নিয়েই ক্যামেরার সামনে আড্ডা দিলেন অরিজিৎ। দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন অরিজিতের বিশেষ সাক্ষাৎকার...
Intro:তৃতীয় বার আর কোন চ্যানেল এর জন্যই মহাপ্রভু শ্রীচৈতন্য ধারাবাহিক করবো না: অরিজিৎ চৌধুরী

অমিত চক্রবর্তী,কলকাতা: বাংলা টেলিভিশনে এর আগে অন্ততপক্ষে ছ'বার মহাপ্রভু শ্রী চৈতন্যের জীবন কাহিনী অবলম্বনে ধারাবাহিক হয়েছে। নিমাই এর জীবন কাহিনী এমন ছিল, যে মানুষ তাকে বারবার টেলিভিশনে দেখতে চেয়েছে। তবে এর মধ্যে আশ্চর্য বিষয়টি হলো নিমাই কে কেন্দ্র করে যে কবার এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছে তার মধ্যে পরপর দুবার, এই ধারাবাহিকের প্রধান চরিত্রে কাজ করার অভিজ্ঞতা অর্জন করলেন অভিনেতা অরিজিৎ চৌধুরী। তিনি এই ধারাবাহিকটি শুরু হওয়ার সেই প্রথম দিন থেকেই যুক্ত। একদিকে যেমন পরপর দুবার নিমাই এর জীবন কাহিনী অবলম্বনে ধারাবাহিক এ কাজ করার সুযোগ, তেমনি 700 এপিসোড এর একটা মাইলস্টোন ছুয়ে দেখা এবং সর্বোপরি আগামী 27 তারিখ যখন ধারাবাহিকটি শেষ হবে তখন ধারাবাহিকের শেষ পর্বের সংখ্যা হবে 750, যা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে অন্যতম মাইলস্টোন। ধারাবাহিকটি শেষ হওয়ার আগে ইটিভি ভারত সিতারা মুখোমুখি হয়েছিলেন অভিনেতা অরিজিৎ চৌধুরীর। আমাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় অভিনেতা শেয়ার করলেন পরপর দুবার একই ধরনের ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা এবং সর্বোপরি তাঁর এই দু বছরের জার্নি সম্বন্ধে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.