কলকাতা : ঢুকতেই স্টুডিয়োর সামনে কিছুটা জায়গা রয়েছে । রাখা স্টুডিয়োর জিনিসপত্র । আর সেই অন্ধকারেরই হঠাৎ দেখা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়ম চক্রবর্তী ও শুভজিৎ করের সঙ্গে । আসলে কাজের ফাঁকে সেখানে দাঁড়িয়ে প্রেম করছিলেন তাঁরা । ব্যস তা ধরা পড়ে ETV ভারত সিতারার ক্যামেরার ।
স্টুডিয়োতে তখন চলছিল বাংলা ধারাবাহিক 'বেদের মেয়ে জ্যোৎস্না'-র শুটিং । শুটিংয়ের ফাঁকে কিছুটা সময় পেয়েছিলেন প্রিয়ম ও শুভজিৎ । তাই আর সময় নষ্ট না করে সরাসরি স্টুডিয়োতেই হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে চলে আসেন শুভজিৎ । কিন্তু, সেখানে আচমকা ETV ভারত সিতারার ক্যামেরা ঢুকে পড়তে একটু অপ্রস্তুত হয়ে যান তাঁরা । পরে অবশ্য খোলসা করেন গোটা ঘটনা । জানা গেছে, মাঝে মধ্যেই প্রিয়মের সঙ্গে দেখা করতে স্টুডিয়োতে আসেন শুভজিৎ । কিন্তু, কোনও দিনই ধরা পড়েননি । এটাই প্রথম ।
তবে এই ঘটনাকে প্রেম বলতে নারাজ প্রিয়ম । তিনি বলেন, "শুভজিৎ আসলে মিথ্যে কথা বলছে । একটা কাজ ছিল তাই এসেছে ।" পরে অবশ্য প্রিয়মের ভুল শুধরে দেন শুভজিৎ । বলেন, "কাজের মাঝে কয়েক ঘণ্টা সময় বের করে কাটানোই তো প্রেম । এটা আলাদাভাবে ব্যক্ত করার কি আছে ?"
প্রিয়ম ও শুভজিতের সম্পর্কের কথা প্রায় সবারই জানা । ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব তৈরি হয় তাঁদের মধ্যে । ক্রমে তা ঘনিষ্ঠ হয় । বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন তাঁরা । 2016 সালে দুই বাড়ির মতে এনগেজমেন্টও সেরে ফেলেন । আর শোনা যাচ্ছে যে এবার নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি । সম্ভবত চলতি বছরের 11 ডিসেম্বরই বিয়ে করবেন তাঁরা ।
দেখুন ভিডিয়ো...