ETV Bharat / sitara

শুটিংয়ের ফাঁকে একান্তে প্রিয়ম-শুভজিৎ - প্রিয়ম শুভজিৎ বিয়ে

তবে এই ঘটনাকে প্রেম বলতে নারাজ প্রিয়ম । তিনি বলেন, "শুভজিৎ আসলে মিথ্যে কথা বলছে । একটা কাজ ছিল তাই এসেছে ।" পরে অবশ্য প্রিয়মের ভুল শুধরে দেন শুভজিৎ । বলেন, "কাজের মাঝে কয়েক ঘণ্টা সময় বের করে কাটানোই তো প্রেম । এটা আলাদাভাবে ব্যক্ত করার কি আছে ?"

ffsd
author img

By

Published : Nov 21, 2019, 3:28 PM IST

কলকাতা : ঢুকতেই স্টুডিয়োর সামনে কিছুটা জায়গা রয়েছে । রাখা স্টুডিয়োর জিনিসপত্র । আর সেই অন্ধকারেরই হঠাৎ দেখা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়ম চক্রবর্তী ও শুভজিৎ করের সঙ্গে । আসলে কাজের ফাঁকে সেখানে দাঁড়িয়ে প্রেম করছিলেন তাঁরা । ব্যস তা ধরা পড়ে ETV ভারত সিতারার ক্যামেরার ।

স্টুডিয়োতে তখন চলছিল বাংলা ধারাবাহিক 'বেদের মেয়ে জ্যোৎস্না'-র শুটিং । শুটিংয়ের ফাঁকে কিছুটা সময় পেয়েছিলেন প্রিয়ম ও শুভজিৎ । তাই আর সময় নষ্ট না করে সরাসরি স্টুডিয়োতেই হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে চলে আসেন শুভজিৎ । কিন্তু, সেখানে আচমকা ETV ভারত সিতারার ক্যামেরা ঢুকে পড়তে একটু অপ্রস্তুত হয়ে যান তাঁরা । পরে অবশ্য খোলসা করেন গোটা ঘটনা । জানা গেছে, মাঝে মধ্যেই প্রিয়মের সঙ্গে দেখা করতে স্টুডিয়োতে আসেন শুভজিৎ । কিন্তু, কোনও দিনই ধরা পড়েননি । এটাই প্রথম ।

তবে এই ঘটনাকে প্রেম বলতে নারাজ প্রিয়ম । তিনি বলেন, "শুভজিৎ আসলে মিথ্যে কথা বলছে । একটা কাজ ছিল তাই এসেছে ।" পরে অবশ্য প্রিয়মের ভুল শুধরে দেন শুভজিৎ । বলেন, "কাজের মাঝে কয়েক ঘণ্টা সময় বের করে কাটানোই তো প্রেম । এটা আলাদাভাবে ব্যক্ত করার কি আছে ?"

প্রিয়ম ও শুভজিতের সম্পর্কের কথা প্রায় সবারই জানা । ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব তৈরি হয় তাঁদের মধ্যে । ক্রমে তা ঘনিষ্ঠ হয় । বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন তাঁরা । 2016 সালে দুই বাড়ির মতে এনগেজমেন্টও সেরে ফেলেন । আর শোনা যাচ্ছে যে এবার নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি । সম্ভবত চলতি বছরের 11 ডিসেম্বরই বিয়ে করবেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : ঢুকতেই স্টুডিয়োর সামনে কিছুটা জায়গা রয়েছে । রাখা স্টুডিয়োর জিনিসপত্র । আর সেই অন্ধকারেরই হঠাৎ দেখা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়ম চক্রবর্তী ও শুভজিৎ করের সঙ্গে । আসলে কাজের ফাঁকে সেখানে দাঁড়িয়ে প্রেম করছিলেন তাঁরা । ব্যস তা ধরা পড়ে ETV ভারত সিতারার ক্যামেরার ।

স্টুডিয়োতে তখন চলছিল বাংলা ধারাবাহিক 'বেদের মেয়ে জ্যোৎস্না'-র শুটিং । শুটিংয়ের ফাঁকে কিছুটা সময় পেয়েছিলেন প্রিয়ম ও শুভজিৎ । তাই আর সময় নষ্ট না করে সরাসরি স্টুডিয়োতেই হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে চলে আসেন শুভজিৎ । কিন্তু, সেখানে আচমকা ETV ভারত সিতারার ক্যামেরা ঢুকে পড়তে একটু অপ্রস্তুত হয়ে যান তাঁরা । পরে অবশ্য খোলসা করেন গোটা ঘটনা । জানা গেছে, মাঝে মধ্যেই প্রিয়মের সঙ্গে দেখা করতে স্টুডিয়োতে আসেন শুভজিৎ । কিন্তু, কোনও দিনই ধরা পড়েননি । এটাই প্রথম ।

তবে এই ঘটনাকে প্রেম বলতে নারাজ প্রিয়ম । তিনি বলেন, "শুভজিৎ আসলে মিথ্যে কথা বলছে । একটা কাজ ছিল তাই এসেছে ।" পরে অবশ্য প্রিয়মের ভুল শুধরে দেন শুভজিৎ । বলেন, "কাজের মাঝে কয়েক ঘণ্টা সময় বের করে কাটানোই তো প্রেম । এটা আলাদাভাবে ব্যক্ত করার কি আছে ?"

প্রিয়ম ও শুভজিতের সম্পর্কের কথা প্রায় সবারই জানা । ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব তৈরি হয় তাঁদের মধ্যে । ক্রমে তা ঘনিষ্ঠ হয় । বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন তাঁরা । 2016 সালে দুই বাড়ির মতে এনগেজমেন্টও সেরে ফেলেন । আর শোনা যাচ্ছে যে এবার নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি । সম্ভবত চলতি বছরের 11 ডিসেম্বরই বিয়ে করবেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। বেশকিছু ওয়েব সিরিজ ও মেগা সিরিয়ালে তার অভিনয় দর্শকদের ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে। আর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে জড়িয়ে পড়েন এক মিষ্টি প্রেমের সম্পর্কে তারই এক সহ-অভিনেতা শুভজিৎ কর এর সঙ্গে। যিনি এই মুহূর্তে তিনটি বাংলা ধারাবাহিক এবং নাটকে চুটিয়ে অভিনয় করছেন। প্রথম দেখা থেকেই তাদের প্রেমের শুরু। এরপর ধীরে ধীরে যত তাদের প্রেম গারো হয়েছে ততই তাদের ভক্তকূল জানতে চেয়েছি যে কবে তারা বিয়ে করতে চলেছেন। 2016 সালের ডিসেম্বর মাসেই তারা সেরে ফেলেছিলেন তাদের এনগেজমেন্ট পর্ব। সেই সময় থেকেই দর্শকরা বারবার জানতে উদগ্রীব ছিলেন যে, কবে চার হাত এক হচ্ছে। অবশেষে জানা গেল সেই শুভ দিনটি আসছে আগামী 11 ই ডিসেম্বর। কিন্তু সামনেই বিয়ে বলে কি তারা এখনো প্রেম করতে পারেন না। পার্ক, রেস্টুরেন্ট, সিনেমা হলে অনেক প্রেম হল এবার প্রেম সরাসরি ঢুকে পড়েছে ধারাবাহিকের শুটিং ফ্লোরে ও। গতকাল আচমকাই কিছুটা একান্ত সময় কাটাবার জন্য অভিনেতা শুভজিৎ ছুটে এসেছিলেন তার বাগদত্তা প্রিয়ম চক্রবর্তী ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্না শুটিং ফ্লোরে। আর সেখানেই ইটিভি ভারত সিতারা ক্যামেরায় ধরা পড়লো তাদের প্রেমের কিছু মুহূর্ত।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.