সান জুয়ান, 17 মার্চ : এবারের 'মিস ওয়ার্ল্ড-২০২১'-এর মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের সুন্দরী ক্যারোলিন বিলাওস্কা (Karolina Bielawska crowned Miss World 2021) ৷ সারা বিশ্বের সুন্দরীদের সঙ্গে এই মঞ্চে ভারতের হয়ে এবার আশা জাগিয়েছিলেন মনসা বারানসী ৷ যিনি 2020 সালেই জিতে নিয়েছিলেন সেরা ভারত সুন্দরীর খেতাব ৷ তবে এই প্রতিযোগিতায় চূড়ান্ত ছয়ের লড়াইয়ে পৌঁছাতে পারেননি তিনি ৷ 13তম স্থানেই দৌড় শেষ করেন তিনি ৷ যদিও সুন্দরীদের এই মঞ্চে দ্বিতীয় স্থান দখল করেছেন ভারতীয় বংশোদ্ভুত ইন্দো-আমেরিকান সুন্দরী শ্রী সাইনি ৷ দ্বিতীয় রানার-আপ হন আইভরি কোস্টের অলিভিয়া কোস্ট ৷
ভারতের ঝুলিতে শেষবার এই পুরস্কার এনে দিয়েছিলেন অভিনেত্রী মানুষী চিল্লার ৷ 2017 সালে এই খেতাব জিতে নিয়েছিলেন তিনি ৷ ক্য়ারোলিনার আগে 2019 সালে শেষবার এই খেতাব জিতে নেন জামাইকান সুন্দরী টনি-আন সিং ৷ বৃহস্পতিবার পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ৷ যদিও এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল 2020 সালে ৷ তবে তা পিছিয়ে দেওয়া হয় করোনার দৌরাত্মের জন্য ৷
আরও পড়ুন : 'সুপার সিঙ্গার'-এ এবার চূড়ান্ত পর্বের লড়াই
এই প্রতিযোগিতা জয়ের সঙ্গে সঙ্গেই 70তম বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরলেন ক্যারোলিনা ৷ জয়ের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ যুদ্ধবিধস্ত ইউক্রেনবাসীর জন্য প্রার্থনা করেন ক্যারোলিনা ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের বয়ান অনুযায়ী ক্যারোলিনা বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী ৷ ইতিমধ্যেই মাস্টারস ডিগ্রি অর্জন করেছেন তিনি ৷ এছাড়া দুঃস্থ মানুষের জন্য কাজ করতেও ভালবাসেন ক্য়ারোলিনা ৷