ETV Bharat / sitara

ফের ধারাবাহিকে পার্নো

ধারাবাহিকে পার্নোকে দেখা যাবে এক আদিবাসী মহিলার চরিত্রে । আর পাঁচজনের থেকে সে একেবারেই আলাদা । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই লুক ।

fg
dfg
author img

By

Published : Jan 2, 2020, 1:31 PM IST

কলকাতা : নতুন বছরটা নতুন করে শুরু করতে চলেছেন পার্নো মিত্র । ফের ছোটো পরদায় ফিরতে চলেছেন তিনি । তাঁকে দেখা যাবে ধারাবাহিক 'কোড়া পাখি'র মুখ্যচরিত্রে । 13 জানুয়ারি থেকে একটি জনপ্রিয় চ্যানেলে সেটি সম্প্রচারিত হতে চলেছে ।

ধারাবাহিকে পার্নোকে দেখা যাবে এক আদিবাসী মহিলার চরিত্রে । আর পাঁচজনের থেকে সে একেবারেই আলাদা । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই লুক । পার্নোর ওই স্নিগ্ধ লুক দাগ কেটেছে সিরিয়ালপ্রেমীদের মনে । ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করবেন ঋষি কৌশিক । তাঁকেও অনেকদিন পর ছোটো পরদায় পাচ্ছেন দর্শকরা ।

আর ধারাবাহিকে যেহেতু আদিবাসীর চরিত্রে অভিনয় করবেন পার্নো, তাই তাঁর কথা বলার ধরনেও অনেক পরিবর্তন নিয়ে আসতে হয়েছে । আদিবাসীদের মতোই কথা বলবেন তিনি । তাঁর চরিত্রটি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে । সে চায় সাংবাদিক হতে । তার এই স্বপ্ন পূরণের পথে আসে অনেক বাধা । সেই সব প্রতিকূলতার মধ্যে সে কীভাবে তার জায়গা করে নেয়, সেই গল্পই বলবে 'কোড়া পাখি'।

fxg
ধারাবাহিকে পার্নোর লুক

এই ধারাবাহিক সম্পর্কে পার্নো বলেন, "আমার চরিত্রটা কলকাতার একটি কাগজের সাংবাদিক হতে চায় । সে থাকে পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে । এটা সেই মেয়েটির গল্প বলে । আমি চরিত্রটা করতে পারছি বলে খুব এক্সাইটেড লাগছে ।"

এর আগেও 'চুপকথা' ও 'চুপকথা 2' ওয়েব সিরিজ়ে একজন তদন্তকারী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন পার্নো । তবে ওয়েব সিরিজ়ের চরিত্রর থেকে এই চরিত্র অনেকটাই আলাদা বলে জানিয়েছেন অভিনেত্রী । বলেন, "সত্যি কথা বলতে কী ধারাবাহিকে নিজেকে তৈরি করার জন্য খুব সময় থাকে না । ওরা আমাকে ভয়েস রেকর্ড করে যা পাঠিয়েছিল, আমি তাই কপি করেছি । কারণ ওরা কীভাবে কথা বলে আমার জানা নেই । লীনাদির ওটা অবশ্য খুবই ভালো জানা আছে । যতটা আমার প্রয়োজন লীনাদি সাহায্য করে দেন ।"

কলকাতা : নতুন বছরটা নতুন করে শুরু করতে চলেছেন পার্নো মিত্র । ফের ছোটো পরদায় ফিরতে চলেছেন তিনি । তাঁকে দেখা যাবে ধারাবাহিক 'কোড়া পাখি'র মুখ্যচরিত্রে । 13 জানুয়ারি থেকে একটি জনপ্রিয় চ্যানেলে সেটি সম্প্রচারিত হতে চলেছে ।

ধারাবাহিকে পার্নোকে দেখা যাবে এক আদিবাসী মহিলার চরিত্রে । আর পাঁচজনের থেকে সে একেবারেই আলাদা । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই লুক । পার্নোর ওই স্নিগ্ধ লুক দাগ কেটেছে সিরিয়ালপ্রেমীদের মনে । ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করবেন ঋষি কৌশিক । তাঁকেও অনেকদিন পর ছোটো পরদায় পাচ্ছেন দর্শকরা ।

আর ধারাবাহিকে যেহেতু আদিবাসীর চরিত্রে অভিনয় করবেন পার্নো, তাই তাঁর কথা বলার ধরনেও অনেক পরিবর্তন নিয়ে আসতে হয়েছে । আদিবাসীদের মতোই কথা বলবেন তিনি । তাঁর চরিত্রটি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে । সে চায় সাংবাদিক হতে । তার এই স্বপ্ন পূরণের পথে আসে অনেক বাধা । সেই সব প্রতিকূলতার মধ্যে সে কীভাবে তার জায়গা করে নেয়, সেই গল্পই বলবে 'কোড়া পাখি'।

fxg
ধারাবাহিকে পার্নোর লুক

এই ধারাবাহিক সম্পর্কে পার্নো বলেন, "আমার চরিত্রটা কলকাতার একটি কাগজের সাংবাদিক হতে চায় । সে থাকে পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে । এটা সেই মেয়েটির গল্প বলে । আমি চরিত্রটা করতে পারছি বলে খুব এক্সাইটেড লাগছে ।"

এর আগেও 'চুপকথা' ও 'চুপকথা 2' ওয়েব সিরিজ়ে একজন তদন্তকারী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন পার্নো । তবে ওয়েব সিরিজ়ের চরিত্রর থেকে এই চরিত্র অনেকটাই আলাদা বলে জানিয়েছেন অভিনেত্রী । বলেন, "সত্যি কথা বলতে কী ধারাবাহিকে নিজেকে তৈরি করার জন্য খুব সময় থাকে না । ওরা আমাকে ভয়েস রেকর্ড করে যা পাঠিয়েছিল, আমি তাই কপি করেছি । কারণ ওরা কীভাবে কথা বলে আমার জানা নেই । লীনাদির ওটা অবশ্য খুবই ভালো জানা আছে । যতটা আমার প্রয়োজন লীনাদি সাহায্য করে দেন ।"

Intro:নতুন বছরটা নতুনভাবে শুরু হতে চলেছে অভিনেত্রী পার্নো মিত্রর। ছোটো পর্দায় ফিরতে চলেছেন বাংলা ছবির ডাকসাইটে অভিনেত্রী। তাঁকে দেখা যাবে ধারাবাহিক 'কোড়া পাখি'র মুখ্যচরিত্রে। একটি জনপ্রিয় চ্যানেলে সেটি সম্প্রচারিত হতে চলেছে জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে, সোম থেকে শুক্র রাত ৯টার সময়। সিরিয়ালে তাঁর প্রত্যাবর্তন নিয়ে পার্নো কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:পার্নোকে ধারাবাহিকে দেখা যাবে এক আদিবাসী নারীর চরিত্রে, যেখানে সে আর পাঁচজনের চেয়ে একেবারে আলাদা। একেবারে সাধারণ মেয়ের লুকে। সেই স্নিগ্ধ লুক ইতিমধ্যেই সিরিয়াল প্রেমীদের মনে দাগ কেটেছে ভীষণরকম। পার্নোর বিপরীতে অভিনয় করছেন ঋষি কৌশিক। ঋষিকেও অনেকদিন পর দর্শক ফিরে পাচ্ছেন ছোটপর্দায়।

যেহেতু পার্নোর চরিত্র এখানে এক আদিবাসীর, তাঁর কথা বলার ধরনেও এসেছে বিস্তর পার্থ্য। এক আদিবাসীর মতোই পার্নোকে সংলাপ বলতে দেখা যাবে। তাঁর চরিত্রটি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে। চরিত্রটি কলকাতার খবরের কাগজের সাংবাদিক হতে চায়। অনেক বাধাবিপত্তি ও প্রতিকূলতার মধ্যে দিয়ে সে কীভাবে তার জায়গা করে নেবে, তারই গল্প বলবে 'কোড়া পাখি'।

নতুন ধারাবাহিকে লিড চরিত্রে পার্নো। অনেক বছর পর তিনি ফিরলেন ছোটো পর্দায়। পার্নো আমাদের বলেন, "আমার চরিত্রটা কলকাতার কাগজে সাংবাদিক হতে চায়। সে থাকে পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে। এটা সেই মেয়েটির গল্প বলে। ভীষণ এম্পাওয়ারিং একটা স্টোরি। আমি চরিত্রটা করতে পারছি বলে খুব এক্সাইটেড লাগছে।"




Conclusion:এর আগেও 'চুপকথা' ও 'চুপকথা ২' ওয়েব সিরিজে একজন তদন্তকারী সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে হয়েছিল পার্নোকে। সেই ওয়েব সিরিজের চেয়ে এই ধারাবাহিকের চরিত্রটি একেবারেই আলাদা বলে জানালেন পার্নো। তার উপরে পার্নো কথাও বলবেন অন্য ডিকশনে। বললেন, "সত্যি কথা বলতে কী ধারাবাহিকে নিজেকে তৈরি করার অত সময় থাকে না। ওরা আমাকে ভয়েস রেকর্ড করে যা পাঠিয়েছিল, আমি তাই কপি করেছি। কারণ ওরা কীভাবে কথা বলে আমার জানা নেই। লীনাদির ওটা অবশ্য খুবই ভালো জানা আছে। যতটা আমার প্রয়োজন লীনাদি সাহায্য করে দেন।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.