ETV Bharat / sitara

ত্রিকোণ প্রেমের কথা বলবে নাটক 'MMS এখন' - undefined

পরিচালক শান্ত্বনু চক্রবর্তী দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন ভালোবাসার বদলে যাওয়ার গল্প।

'MMS এখন'
author img

By

Published : May 29, 2019, 4:42 PM IST

কলকাতা : প্রেম-ভালোবাসার এক অন্য গল্প বলতে চলেছে 'MMS এখন'। আগামী ৩০ মে নাটকটি মঞ্চস্থ হতে চলেছে। তার আগে নাটকের মুখ্য তিন অভিনেতা-অভিনেত্রীর ও পরিচালকের সঙ্গে মুখোমুখি হয়েছিল ETV Bharat।

পরিচালক শান্ত্বনু চক্রবর্তী দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন চারজনের গল্প। চারটি চরিত্র আছে নাটকে। মৌ, মভ, স্য়াম ও রাজ। এই চারজনের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করেই এগোবে নাটকটি। নবাঙ্কুর নাট্য়গোষ্ঠীর উদ্য়োগে শান্ত্বনু এমন একটি নাটক পরিচালনা করছেন।

নাটকের মূল বিষয় ভালোবাসা কীভাবে সময়ের সঙ্গে পালটাচ্ছে ও তার মানে বদলে যাচ্ছে মুহূর্তের মধ্যে সেটাকে চারজনের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা। নাটকের মুখ্য তিন অভিনেতা-অভিনেত্রীর ও পরিচালক নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেন। কীভাবে নাটকটি তৈরি হল, কেনই বা এই ভাবনা, নাটকের গল্প সব নিয়ে দিলেন আড্ডা।

দেখুন ভিডিয়োয়...

'MMS এখন'

কলকাতা : প্রেম-ভালোবাসার এক অন্য গল্প বলতে চলেছে 'MMS এখন'। আগামী ৩০ মে নাটকটি মঞ্চস্থ হতে চলেছে। তার আগে নাটকের মুখ্য তিন অভিনেতা-অভিনেত্রীর ও পরিচালকের সঙ্গে মুখোমুখি হয়েছিল ETV Bharat।

পরিচালক শান্ত্বনু চক্রবর্তী দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন চারজনের গল্প। চারটি চরিত্র আছে নাটকে। মৌ, মভ, স্য়াম ও রাজ। এই চারজনের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করেই এগোবে নাটকটি। নবাঙ্কুর নাট্য়গোষ্ঠীর উদ্য়োগে শান্ত্বনু এমন একটি নাটক পরিচালনা করছেন।

নাটকের মূল বিষয় ভালোবাসা কীভাবে সময়ের সঙ্গে পালটাচ্ছে ও তার মানে বদলে যাচ্ছে মুহূর্তের মধ্যে সেটাকে চারজনের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা। নাটকের মুখ্য তিন অভিনেতা-অভিনেত্রীর ও পরিচালক নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেন। কীভাবে নাটকটি তৈরি হল, কেনই বা এই ভাবনা, নাটকের গল্প সব নিয়ে দিলেন আড্ডা।

দেখুন ভিডিয়োয়...

'MMS এখন'
Intro:ভালোবাসা, ছলনা ও স্বার্থপরতার কথা বলবে নতুন নাটক এমএমএস এখন

অমিত চক্রবর্তী, কলকাতা: নবাঙ্কুর নাট্যগোষ্টির উদ্যোগে দর্শকদের জন্য আসতে চলেছে নতুন নাটক এমএমএস এখন। নাটকটির মূল বিষয়বস্তু চারজন বন্ধু মৌ,মভ, স্যাম ও রাজ এর সম্পর্কের জটিলতা কে কেন্দ্র করে। যেখান থেকে তারা অর্থের প্রতি লোভ,বেহিসাবি জীবন যাপন ও ত্রিকোণ প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে থাকে সেটাকেই পরিচালক শান্তনু চক্রবর্তী দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন। এখনকার সময় ভালোবাসা কোথাও তারমানে পাল্টে ফেলেছে কারণ, এখন ভালবাসার পেছনেই রয়েছে কোন কিছু পাওয়া বা নিজের স্বার্থসিদ্ধির কথা চিন্তা করা। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দেবমিতা গোস্বামী, প্রিয়াঙ্কা ভাওয়াল, রিকি টিওয়ারি ও অভ্রজ্যোতি ব্যানার্জি। নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 30 শে মে তপন থিয়েটার এ সন্ধ্যে সাড়ে ছটায় নাটকটি মঞ্চস্থ হবে তার আগে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে নাটকের পরিচালক ও নাটকটির অভিনেতা-অভিনেত্রীরা জানালেন এমএমএস এখন নাটকটিতে তাদের কাজ করার অভিজ্ঞতা।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.