ETV Bharat / sitara

১০০ পর্বে 'নিশির ডাক'... - nishir dak

ছোট্ট তারা ধারাবাহিকে এসেছে অনেকদিন। তাকে নিয়েই সেটে সময় কাটে কলাকুশলীদের। সাক্ষাৎকারে সেকথা জানালেন সৈরতী।

নিশির ডাক
author img

By

Published : Apr 15, 2019, 7:26 PM IST

Updated : Apr 22, 2019, 1:20 PM IST

কলকাতা : দেখতে দেখতে ১০০ পর্ব পেরোল ধারাবাহিক 'নিশির ডাক'। চলে আসা কয়েকটি ধারণা থেকে কয়েকমাস আগে শুরু হয়েছিল ধারাবাহিকটি। একটি পরিবারে নিশির আগমন কীভাবে প্রভাব ফেলে, তা ছিল ধারাবাহিকের বিষয়। দেখতে দেখতে দর্শকের প্রিয় ধারাবাহিকের একটি হয়ে উঠেছে এই ধারাবাহিক। আর সেই সঙ্গেই ১০০ পর্ব পার করে বেজায় খুশি ধারাবাহিকের কলাকুশলীরা।

নিশির চরিত্রে প্রথমবার একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৈরিতী। ধারাবাহিক প্রসঙ্গে তিনি বলেন, "এই ফ্লোরে যখন প্রথমবার এসেছিলাম খুব ভালো লেগেছিল। আমরা একে অপরকে চিনতাম না, এটাই আমাদের প্রথম কাজ। কিন্তু, কাজটা করতে গিয়ে আমাদের মধ্যে সত্যি একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আর শুধু টুম্পা নয়, সৌম্য় দা, পলাশ আমরা পুরো একটা টিম হিসেবে এই 'নিশির ডাক' ধারাবাহিকে এগিয়ে চলেছি। আর একজনের কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে আমাদের ছোট্ট তারা। যার সঙ্গে আমাদের প্রচুর মজার সময় কেটেছে এবং যার অভিনয় আমাদের সবাইকে অবাক করেছে।"

নিশির ডাক

সৌম্য় বলেন, "নিশির ডাকে জানি না এখন অবধি খুব ভালো গেছে। কারণ, অনেকদিন বাদে আমি আবার অভিনয় ফিরেছি। এই টিমটা সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লেগেছে। আর ক্যামেরার পেছনে যারা কাজ করেন তারা যদি এতটা সাপোর্ট না করতেন, তাহলে আমি এতদিন বাদে অভিনয়ে ফিরতে পারতাম না। আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে তারা। আমরা ওর থেকে অনেকটাই বড় কিন্তু তাও ও যেভাবে অভিনয় করে বা কথা বলে সেটা আমাদের সবাইকে মুগ্ধ করে। আর এর আগে আমি সৈরিতীর সঙ্গে একটা কাজ করেছিলাম কিন্তু বাকিদের সঙ্গে এই প্রথমবার কাজ করলাম।"

কলকাতা : দেখতে দেখতে ১০০ পর্ব পেরোল ধারাবাহিক 'নিশির ডাক'। চলে আসা কয়েকটি ধারণা থেকে কয়েকমাস আগে শুরু হয়েছিল ধারাবাহিকটি। একটি পরিবারে নিশির আগমন কীভাবে প্রভাব ফেলে, তা ছিল ধারাবাহিকের বিষয়। দেখতে দেখতে দর্শকের প্রিয় ধারাবাহিকের একটি হয়ে উঠেছে এই ধারাবাহিক। আর সেই সঙ্গেই ১০০ পর্ব পার করে বেজায় খুশি ধারাবাহিকের কলাকুশলীরা।

নিশির চরিত্রে প্রথমবার একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৈরিতী। ধারাবাহিক প্রসঙ্গে তিনি বলেন, "এই ফ্লোরে যখন প্রথমবার এসেছিলাম খুব ভালো লেগেছিল। আমরা একে অপরকে চিনতাম না, এটাই আমাদের প্রথম কাজ। কিন্তু, কাজটা করতে গিয়ে আমাদের মধ্যে সত্যি একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আর শুধু টুম্পা নয়, সৌম্য় দা, পলাশ আমরা পুরো একটা টিম হিসেবে এই 'নিশির ডাক' ধারাবাহিকে এগিয়ে চলেছি। আর একজনের কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে আমাদের ছোট্ট তারা। যার সঙ্গে আমাদের প্রচুর মজার সময় কেটেছে এবং যার অভিনয় আমাদের সবাইকে অবাক করেছে।"

নিশির ডাক

সৌম্য় বলেন, "নিশির ডাকে জানি না এখন অবধি খুব ভালো গেছে। কারণ, অনেকদিন বাদে আমি আবার অভিনয় ফিরেছি। এই টিমটা সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লেগেছে। আর ক্যামেরার পেছনে যারা কাজ করেন তারা যদি এতটা সাপোর্ট না করতেন, তাহলে আমি এতদিন বাদে অভিনয়ে ফিরতে পারতাম না। আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে তারা। আমরা ওর থেকে অনেকটাই বড় কিন্তু তাও ও যেভাবে অভিনয় করে বা কথা বলে সেটা আমাদের সবাইকে মুগ্ধ করে। আর এর আগে আমি সৈরিতীর সঙ্গে একটা কাজ করেছিলাম কিন্তু বাকিদের সঙ্গে এই প্রথমবার কাজ করলাম।"

Intro:শ্রীময়ী,রুদ্র, নিশি, তারা কে নিয়ে জমজমাট 100 পর্ব পার নিশির ডাক ধারাবাহিকের

অমিত চক্রবর্তী,কলকাতা:একটা সময় ছিল যখন বাংলা টেলিভিশনের জন্য পরিচালকরা ভূত কেন্দ্রিক বা পৌরাণিক কাহিনী অবলম্বনে ধারাবাহিক বানাতে খুব একটা উৎসাহ নিতেন না। কিন্তু ধীরে ধীরে সে ধারণা বদলাতে থাকে, বাংলা ধারাবাহিকেও জাঁকিয়ে বসতে থাকে ভূত কেন্দ্রিক গল্প। সেই জায়গা থেকে শুরু হয়েছিল নতুন ধারাবাহিক নিশির ডাক। যেখানে গল্পের প্রেক্ষাপট ছিল ভৌতিক পরিবেশ ও অলৌকিক ঘটনা কে কেন্দ্র করে। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই সেটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। একদিকে অসাধারণ অভিনয় আর অন্যদিকে অভিনেত্রী সৈরিতী ব্যানার্জীর একটি নেগেটিভ চরিত্রে অভিনয়‌ ইতিমধ্যেই ধারাবাহিক 100 পর্ব পার করে ফেলেছে। কেমন গেল তাদের এই 100 দিনের জার্নি সেটা জানতে ইটিভি ভারত পৌছে গেছিল নিশির ডাক ধারাবাহিকের সেটে। যেখানে আমরা কথা বলেছিলাম ধারাবাহিকের মুখ্য পাঁচজন চরিত্রের সঙ্গে যারা হলেন টুম্পা ঘোষ, সৌম্য ব্যানার্জি, সৈরিতী ব্যানার্জি, সিদ্ধার্ত শংকর রায় ও শিশু শিল্পী সুকন্যা চট্টোপাধ্যায়।


Body:প্রথমবার এমন একটি নেগেটিভ চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী সৈরিতী জানালেন, এই ফ্লোরে যখন প্রথমবার এসেছিলাম খুব ভালো লেগেছিলো। আমরা একে অপরকে চিনতাম না,এটাই আমাদের প্রথম কাজ। কিন্তু এ কাজ করতে গিয়ে আমাদের মধ্যে সত্যি একটা ভালো বন্ধুত্ব তৈরী হয়ে গেছে। আর শুধু টুম্পা নয়, সৌম্য দা, পলাশ আমরা পুরো একটা টিম হিসেবে এই নিশির ডাক ধারাবাহিকে এগিয়ে চলেছি। আর একজনের কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে আমাদের ছোট তারা।যার সঙ্গে আমাদের প্রচুর মজার সময় কেটেছে এবং যার অভিনয় আমাদের সবাইকে অবাক করেছে।

অভিনেতা সৌম্য জানালেন, নিশির ডাকে জানিনা এখন অব্দি খুব ভাল গেছে। কারণ অনেকদিন বাদে আমি আবার অভিনয় ফিরেছি। এই টিমটা সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লেগেছে। আর ক্যামেরার পেছনে যারা কাজ করেন তারা যদি এতটা সাপোর্ট না করতেন তাহলে আমি এতদিন বাদে অভিনয়ে ফিরতে পারতাম না। আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে তারা। আমরা ওর থেকে অনেকটাই বড় কিন্তু তাও ও যেভাবে অভিনয় করে বা কথা বলে সেটা আমাদের সবাইকে মুগ্ধ করে রাখে ।আর এর আগে আমি সৈরিতীর সঙ্গে একটা কাজ করেছিলাম কিন্তু বাকিদের সঙ্গে এই প্রথমবার কাজ করলাম।


Conclusion:ধারাবাহিক এর প্রধান চরিত্র ছিল তারা যে সন্তানহীন এক নববিবাহিত দম্পতি ও রুদ্রর কাছে থাকতে শুরু করে
Last Updated : Apr 22, 2019, 1:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.