কলকাতা : দেখতে দেখতে ১০০ পর্ব পেরোল ধারাবাহিক 'নিশির ডাক'। চলে আসা কয়েকটি ধারণা থেকে কয়েকমাস আগে শুরু হয়েছিল ধারাবাহিকটি। একটি পরিবারে নিশির আগমন কীভাবে প্রভাব ফেলে, তা ছিল ধারাবাহিকের বিষয়। দেখতে দেখতে দর্শকের প্রিয় ধারাবাহিকের একটি হয়ে উঠেছে এই ধারাবাহিক। আর সেই সঙ্গেই ১০০ পর্ব পার করে বেজায় খুশি ধারাবাহিকের কলাকুশলীরা।
নিশির চরিত্রে প্রথমবার একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৈরিতী। ধারাবাহিক প্রসঙ্গে তিনি বলেন, "এই ফ্লোরে যখন প্রথমবার এসেছিলাম খুব ভালো লেগেছিল। আমরা একে অপরকে চিনতাম না, এটাই আমাদের প্রথম কাজ। কিন্তু, কাজটা করতে গিয়ে আমাদের মধ্যে সত্যি একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আর শুধু টুম্পা নয়, সৌম্য় দা, পলাশ আমরা পুরো একটা টিম হিসেবে এই 'নিশির ডাক' ধারাবাহিকে এগিয়ে চলেছি। আর একজনের কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে আমাদের ছোট্ট তারা। যার সঙ্গে আমাদের প্রচুর মজার সময় কেটেছে এবং যার অভিনয় আমাদের সবাইকে অবাক করেছে।"
সৌম্য় বলেন, "নিশির ডাকে জানি না এখন অবধি খুব ভালো গেছে। কারণ, অনেকদিন বাদে আমি আবার অভিনয় ফিরেছি। এই টিমটা সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লেগেছে। আর ক্যামেরার পেছনে যারা কাজ করেন তারা যদি এতটা সাপোর্ট না করতেন, তাহলে আমি এতদিন বাদে অভিনয়ে ফিরতে পারতাম না। আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে তারা। আমরা ওর থেকে অনেকটাই বড় কিন্তু তাও ও যেভাবে অভিনয় করে বা কথা বলে সেটা আমাদের সবাইকে মুগ্ধ করে। আর এর আগে আমি সৈরিতীর সঙ্গে একটা কাজ করেছিলাম কিন্তু বাকিদের সঙ্গে এই প্রথমবার কাজ করলাম।"