ETV Bharat / sitara

নিশির ষড়যন্ত্রে বিচ্ছেদের পথে শ্রীময়ী ও রুদ্র - Nishir Daak

নিশি ধীরে ধীরে গ্রাস করে ফেলছে শ্রীময়ী ও রুদ্রর সংসারকে। এবার সরাসরি তাদের দু'জনের সম্পর্কের মধ্যে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে নিশি। বিচ্ছেদের মুখে শ্রীময়ী-রুদ্রর সম্পর্ক। তবে অনস্ক্রিনে যাই হোক কেন, অফস্ক্রিনে চুটিয়ে মজা করছে ছবির কলাকুশলীরা। অন্দরের সেই গল্প জেনে নিতে ইটিভি ভারত পৌঁছে গেছিল 'নিশির ডাক'-এর সেটে।

নিশির ডাক
author img

By

Published : Mar 5, 2019, 11:29 PM IST

শ্রীময়ী বললেন, "বাড়ির কেউ বুঝতেই পারছে না আমি আসলে কাকে ভালোবাসি। আমি বরকেও চাই আবার ঠাকুরপোকেও চাই। একটা খুব খারাপ পরিবেশ। আর এই সবকিছুর জন্য দায়ি নিশি। সবার মাথার উপরে সে দাঁড়িয়ে রয়েছে। ও অশান্তি করে যাবে আর আমি অশান্তি মিটিয়ে যেতে থাকব।"

অন্যদিকে নিশির আনন্দ আর ধরছে না। তিনি বললেন, "আমি খুবই ট্যালেন্টেড। তাই শ্রীময়ী আর রুদ্রর মধ্যে দূরত্ব তৈরি করতে পেরেছি। মানুষ কত কিছু করার জন্য টাকা পায়, আমি টাকা পাই সব কাজে ঝামেলা বাঁধানোর জন্য।"

ধারাবাহিকের ঠাকুরপো বললেন, "একজন অভিনেতার কাছে অনেক কঠিন সময় আসে। এরকম সুন্দরী সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করি। তার মধ্যে একজনের দিকে হাত বাড়ালে সে আমায় ঘুম পাড়িয়ে দেয় আর অন্যজন হাত বাড়ালেও স্ক্রিপ্টের কারণে আমি সেই হাত ধরতে পারি না। এরকম ডেডিকেশন নিয়েই আমি কাজ করে যাই।"

এরকম হাসি মজার মধ্যে দিয়েই চলছে 'নিশির ডাক'-এর শুটিং। আগামী দিনে আরও চমক আসতে চলেছে ধারাবাহিকে। এমনটাই জানালেন ধারাবাহিকের চরিত্ররা। জানতে দেখুন ভিডিয়ো।

নিশির ডাক


:

শ্রীময়ী বললেন, "বাড়ির কেউ বুঝতেই পারছে না আমি আসলে কাকে ভালোবাসি। আমি বরকেও চাই আবার ঠাকুরপোকেও চাই। একটা খুব খারাপ পরিবেশ। আর এই সবকিছুর জন্য দায়ি নিশি। সবার মাথার উপরে সে দাঁড়িয়ে রয়েছে। ও অশান্তি করে যাবে আর আমি অশান্তি মিটিয়ে যেতে থাকব।"

অন্যদিকে নিশির আনন্দ আর ধরছে না। তিনি বললেন, "আমি খুবই ট্যালেন্টেড। তাই শ্রীময়ী আর রুদ্রর মধ্যে দূরত্ব তৈরি করতে পেরেছি। মানুষ কত কিছু করার জন্য টাকা পায়, আমি টাকা পাই সব কাজে ঝামেলা বাঁধানোর জন্য।"

ধারাবাহিকের ঠাকুরপো বললেন, "একজন অভিনেতার কাছে অনেক কঠিন সময় আসে। এরকম সুন্দরী সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করি। তার মধ্যে একজনের দিকে হাত বাড়ালে সে আমায় ঘুম পাড়িয়ে দেয় আর অন্যজন হাত বাড়ালেও স্ক্রিপ্টের কারণে আমি সেই হাত ধরতে পারি না। এরকম ডেডিকেশন নিয়েই আমি কাজ করে যাই।"

এরকম হাসি মজার মধ্যে দিয়েই চলছে 'নিশির ডাক'-এর শুটিং। আগামী দিনে আরও চমক আসতে চলেছে ধারাবাহিকে। এমনটাই জানালেন ধারাবাহিকের চরিত্ররা। জানতে দেখুন ভিডিয়ো।

নিশির ডাক


:

Intro:Body:

নিশির ষড়যন্ত্রে বিচ্ছেদের পথে শ্রীময়ী ও রুদ্র



নিশি ধীরে ধীরে গ্রাস করে ফেলছে শ্রীময়ী ও রুদ্রর সংসারকে। এবার সরাসরি তাদের দু'জনের সম্পর্কের মধ্যে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে নিশি। বিচ্ছেদের মুখে শ্রীময়ী-রুদ্রর সম্পর্ক। তবে অনস্ক্রিনে যাই হোক কেন, অফস্ক্রিনে চুটিয়ে মজা করছে ছবির কলাকুশলীরা। অন্দরের সেই গল্প জেনে নিতে ইটিভি ভারত পৌঁছে গেছিল 'নিশির ডাক'-এর সেটে।



শ্রীময়ী বললেন, "বাড়ির কেউ বুঝতেই পারছে না আমি আসলে কাকে ভালোবাসি। আমি বরকেও চাই আবার ঠাকুরপোকেও চাই। একটা খুব খারাপ পরিবেশ। আর এই সবকিছুর জন্য দায়ি নিশি। সবার মাথার উপরে সে দাঁড়িয়ে রয়েছে। ও অশান্তি করে যাবে আর আমি অশান্তি মিটিয়ে যেতে থাকব।"



অন্যদিকে নিশির আনন্দ আর ধরছে না। তিনি বললেন, "আমি খুবই ট্যালেন্টেড। তাই শ্রীময়ী আর রুদ্রর মধ্যে দূরত্ব তৈরি করতে পেরেছি। মানুষ কত কিছু করার জন্য টাকা পায়, আমি টাকা পাই সব কাজে ঝামেলা বাঁধানোর জন্য।"



ধারাবাহিকের ঠাকুরপো বললেন, "একজন অভিনেতার কাছে অনেক কঠিন সময় আসে। এরকম সুন্দরী সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করি। তার মধ্যে একজনের দিকে হাত বাড়ালে সে আমায় ঘুম পাড়িয়ে দেয় আর অন্যজন হাত বাড়ালেও স্ক্রিপ্টের কারণে আমি সেই হাত ধরতে পারি না। এরকম ডেডিকেশন নিয়েই আমি কাজ করে যাই।"



এরকম হাসি মজার মধ্যে দিয়েই চলছে 'নিশির ডাক'-এর শুটিং। আগামী দিনে আরও চমক আসতে চলেছে ধারাবাহিকে। এমনটাই জানালেন ধারাবাহিকের চরিত্ররা। জানতে দেখুন ভিডিয়ো।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.