শ্রীময়ী বললেন, "বাড়ির কেউ বুঝতেই পারছে না আমি আসলে কাকে ভালোবাসি। আমি বরকেও চাই আবার ঠাকুরপোকেও চাই। একটা খুব খারাপ পরিবেশ। আর এই সবকিছুর জন্য দায়ি নিশি। সবার মাথার উপরে সে দাঁড়িয়ে রয়েছে। ও অশান্তি করে যাবে আর আমি অশান্তি মিটিয়ে যেতে থাকব।"
অন্যদিকে নিশির আনন্দ আর ধরছে না। তিনি বললেন, "আমি খুবই ট্যালেন্টেড। তাই শ্রীময়ী আর রুদ্রর মধ্যে দূরত্ব তৈরি করতে পেরেছি। মানুষ কত কিছু করার জন্য টাকা পায়, আমি টাকা পাই সব কাজে ঝামেলা বাঁধানোর জন্য।"
ধারাবাহিকের ঠাকুরপো বললেন, "একজন অভিনেতার কাছে অনেক কঠিন সময় আসে। এরকম সুন্দরী সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করি। তার মধ্যে একজনের দিকে হাত বাড়ালে সে আমায় ঘুম পাড়িয়ে দেয় আর অন্যজন হাত বাড়ালেও স্ক্রিপ্টের কারণে আমি সেই হাত ধরতে পারি না। এরকম ডেডিকেশন নিয়েই আমি কাজ করে যাই।"
এরকম হাসি মজার মধ্যে দিয়েই চলছে 'নিশির ডাক'-এর শুটিং। আগামী দিনে আরও চমক আসতে চলেছে ধারাবাহিকে। এমনটাই জানালেন ধারাবাহিকের চরিত্ররা। জানতে দেখুন ভিডিয়ো।
: