ETV Bharat / sitara

IPS অফিসারদের জীবন দেখাবে 'হেডকোয়াটার্স লালবাজার' - sayantan ghoshal

একটা পুলিশ ড্রামা । লালবাজারের হোমিসাইড বিভাগের কয়েকজন অফিসারের গল্প বলবে এই ওয়েব সিরিজ় । দেখানো হবে পুলিশ অফিসারদের পেশাগত জীবন । কীভাবে তাঁরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কেস সমাধান করে । সেইসঙ্গে দেখানো হবে কীভাবে তাঁরা অনেক কেস সমাধান করতে পারেন না বিভিন্ন কারণের জন্য । দেখানো হবে পুলিশ কর্মীদের ব্যক্তিগত জীবনও ।

হেডকোয়াটার্স লালবাজার
author img

By

Published : Jul 14, 2019, 5:23 PM IST

Updated : Jul 14, 2019, 7:50 PM IST

কলকাতা : 'হেডকোয়াটার্স লালবাজার'। শহরের IPS অফিসারদের ঠিকানা এটাই । ক্রাইম থেকে থ্রিলার শহরের হাল হকিকত জানা যায় এখানেই । এবার সেই লালবাজার নিয়েই নতুন বাংলা ওয়েব সিরিজ় আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল । ওয়েব সিরিজ়ের নাম 'হেডকোয়াটার্স লালবাজার' । ETV ভারত সিতারাকে বিস্তারিতভাবে সেকথা জানালেন পরিচালক ।

'হেডকোয়াটার্স লালবাজার' দেখানো হবে জ়ি ফাইভে । হিন্দি ও বাংলা দু'টি ভাষাতেই ওয়েব সিরিজ়টি দেখতে পাবেন দর্শক । সায়ন্তন বলেন, "এটা একটা বড় প্রজেক্ট । ওয়েব স্পেসে বাংলায় এখনও পর্যন্ত এর মতো বড়মাপের সিরিজ তৈরি হয়নি । ৪০০ মিনিটের ওয়েব সিরিজ । যেহেতু দু'টি ভাষায় তৈরি হচ্ছে, তাই আলাদা আলাদাভাবে বাংলা এবং হিন্দিতে তৈরি হচ্ছে । মোট ৮০০ মিনিটের । ১০টি এপিসোডে দেখানো হবে । এটা প্রথম সিজ়নের শুটিং চলছে । এরপরে আর একটি সিজ়ন আসবে । কলকাতাতেই শুটিং ।"

Headquaters Lalbazar
ওয়েব সিরিজ়ের দৃশ্য

আরও বড় চমক, এই ওয়েব সিরিজটির প্রযোজক সুরিন্দর ফিল্মস । জ়ি ফাইভের সঙ্গে সুরিন্দর ফিল্মস এই প্রথম কাজ করছে । সায়ন্তন বলেন, "এটা একটা পুলিশ ড্রামা । লালবাজারের হোমিসাইড বিভাগের কয়েকজন অফিসারের গল্প বলবে এই ওয়েব সিরিজ় । দেখানো হবে পুলিশ অফিসারদের পেশাগত জীবন । কীভাবে তাঁরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কেস সমাধান করে । সেইসঙ্গে দেখানো হবে কীভাবে তাঁরা অনেক কেস সমাধান করতে পারেন না বিভিন্ন কারণের জন্য । দেখানো হবে পুলিশ কর্মীদের ব্যক্তিগত জীবন । যেখানে কাজের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং টিমের সঙ্গে তাঁদের সম্পর্কের কথাও তুলে ধরা হবে । শুটিং শুরু হয়েছে ৮ জুলাই থেকে ।"

'হেডকোয়াটার্স লালবাজার'-র অন্যতম গুরুত্বপূর্ণ হল কস্টিউম । কস্টিউম ডিজ়াইন করেছেন সন্দীপ জাসওয়াল । ETV ভারত সিতারাকে সন্দীপ বলেন, "আমি ভীষণ এক্সাইটেড । এত ভালো কাজ হচ্ছে । পুলিশদের নিয়ে কাজ । খাকি উর্দির পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের সাদা পোশাকের পুলিশ । দু'টোকে মেনে নিয়ে কাজ করা সত্যি চাপের । সৌরসেনীকে আমি বহুদিন ধরে চিনি । মডেলিং দুনিয়া থেকে ওঁর সঙ্গে আমার আলাপ । কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে সৌরসেনীকে । একজন IPS অফিসারের চরিত্রে অভিনয় করছে ওঁ । পুরো বিষয়টাই একটা স্বপ্নের মতো । বাংলা ছবির জগতে একটা প্লাটফর্ম বলা যেতে পারে ।"

Headquaters Lalbazar
ওয়েব সিরিজ়ের দৃশ্য

আর্মি অফিসার হতে চেয়েছিলেন গৌরব চক্রবর্তী। তাই আর্মি বা পুলিশ এই ধরনের বিষয়ে তাঁর আগ্রহ বরাবরের । এই ওয়েব সিরিজ়ে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন গৌরব । ETV ভারত সিতারাকে তিনি বলেন, "আমার চরিত্রের নাম সাবির আহমেদ । সেও ওয়াটগঞ্জ থানার OC । এটা পোর্ট এলাকার আয়ত্তে পড়ে । গল্পটা শুরুই হচ্ছে, ওঁর এলাকায় এক যৌনকর্মীর মৃত্যু দিয়ে । সেটা আত্মহত্যা না খুন, তার অনুসন্ধান শুরু হয় । সেই অনুসন্ধান চালাতে গিয়ে এমন কিছু তথ্য বেরিয়ে পড়ে, যেটা খুব চাঞ্চল্যকর । এখান থেকেই শুরু গল্পের । এটা কিন্তু যেকোনও একটা গল্পকে কেন্দ্র করে নয় । একসঙ্গে একাধিক সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে । এমন এমন ঘটনা আছে, যা শুনলে গায়ে কাঁটা দেবে । আমাদেরও কাঁটা দিয়েছে । খুব ভালো করে রিসার্চ করা হয়েছে । আর যেহেতু এটা দু'টো ভাষায় তাই দর্শকের সংখ্যা অনেক বেশি । আমাদের কাজের পরিধি বেড়ে গেল । হিন্দি ছবি বাংলা থেকেও তৈরি হতে পারে । আগে তো তাই হত । মাঝে মুম্বইতে চলে গিয়েছিল পুরোটা । সেটা আবার আস্তে আস্তে ফিরে আসছে ।"

Headquaters Lalbazar
ওয়েব সিরিজ়ের দৃশ্য

এই ওয়েব সিরিজে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, কৌশিক সেন, সৌরসেনী মিত্র, 'একেনবাবু'খ্যাত অনির্বাণ, সুব্রত দত্ত । ১৬০টি চরিত্র আছে এই ওয়েব সিরিজে । একবার বাংলায় করে আবার একবার হিন্দিতে শুটিং করতে হচ্ছে । মানে ডবল খাটনি ।

কলকাতা : 'হেডকোয়াটার্স লালবাজার'। শহরের IPS অফিসারদের ঠিকানা এটাই । ক্রাইম থেকে থ্রিলার শহরের হাল হকিকত জানা যায় এখানেই । এবার সেই লালবাজার নিয়েই নতুন বাংলা ওয়েব সিরিজ় আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল । ওয়েব সিরিজ়ের নাম 'হেডকোয়াটার্স লালবাজার' । ETV ভারত সিতারাকে বিস্তারিতভাবে সেকথা জানালেন পরিচালক ।

'হেডকোয়াটার্স লালবাজার' দেখানো হবে জ়ি ফাইভে । হিন্দি ও বাংলা দু'টি ভাষাতেই ওয়েব সিরিজ়টি দেখতে পাবেন দর্শক । সায়ন্তন বলেন, "এটা একটা বড় প্রজেক্ট । ওয়েব স্পেসে বাংলায় এখনও পর্যন্ত এর মতো বড়মাপের সিরিজ তৈরি হয়নি । ৪০০ মিনিটের ওয়েব সিরিজ । যেহেতু দু'টি ভাষায় তৈরি হচ্ছে, তাই আলাদা আলাদাভাবে বাংলা এবং হিন্দিতে তৈরি হচ্ছে । মোট ৮০০ মিনিটের । ১০টি এপিসোডে দেখানো হবে । এটা প্রথম সিজ়নের শুটিং চলছে । এরপরে আর একটি সিজ়ন আসবে । কলকাতাতেই শুটিং ।"

Headquaters Lalbazar
ওয়েব সিরিজ়ের দৃশ্য

আরও বড় চমক, এই ওয়েব সিরিজটির প্রযোজক সুরিন্দর ফিল্মস । জ়ি ফাইভের সঙ্গে সুরিন্দর ফিল্মস এই প্রথম কাজ করছে । সায়ন্তন বলেন, "এটা একটা পুলিশ ড্রামা । লালবাজারের হোমিসাইড বিভাগের কয়েকজন অফিসারের গল্প বলবে এই ওয়েব সিরিজ় । দেখানো হবে পুলিশ অফিসারদের পেশাগত জীবন । কীভাবে তাঁরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কেস সমাধান করে । সেইসঙ্গে দেখানো হবে কীভাবে তাঁরা অনেক কেস সমাধান করতে পারেন না বিভিন্ন কারণের জন্য । দেখানো হবে পুলিশ কর্মীদের ব্যক্তিগত জীবন । যেখানে কাজের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং টিমের সঙ্গে তাঁদের সম্পর্কের কথাও তুলে ধরা হবে । শুটিং শুরু হয়েছে ৮ জুলাই থেকে ।"

'হেডকোয়াটার্স লালবাজার'-র অন্যতম গুরুত্বপূর্ণ হল কস্টিউম । কস্টিউম ডিজ়াইন করেছেন সন্দীপ জাসওয়াল । ETV ভারত সিতারাকে সন্দীপ বলেন, "আমি ভীষণ এক্সাইটেড । এত ভালো কাজ হচ্ছে । পুলিশদের নিয়ে কাজ । খাকি উর্দির পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের সাদা পোশাকের পুলিশ । দু'টোকে মেনে নিয়ে কাজ করা সত্যি চাপের । সৌরসেনীকে আমি বহুদিন ধরে চিনি । মডেলিং দুনিয়া থেকে ওঁর সঙ্গে আমার আলাপ । কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে সৌরসেনীকে । একজন IPS অফিসারের চরিত্রে অভিনয় করছে ওঁ । পুরো বিষয়টাই একটা স্বপ্নের মতো । বাংলা ছবির জগতে একটা প্লাটফর্ম বলা যেতে পারে ।"

Headquaters Lalbazar
ওয়েব সিরিজ়ের দৃশ্য

আর্মি অফিসার হতে চেয়েছিলেন গৌরব চক্রবর্তী। তাই আর্মি বা পুলিশ এই ধরনের বিষয়ে তাঁর আগ্রহ বরাবরের । এই ওয়েব সিরিজ়ে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন গৌরব । ETV ভারত সিতারাকে তিনি বলেন, "আমার চরিত্রের নাম সাবির আহমেদ । সেও ওয়াটগঞ্জ থানার OC । এটা পোর্ট এলাকার আয়ত্তে পড়ে । গল্পটা শুরুই হচ্ছে, ওঁর এলাকায় এক যৌনকর্মীর মৃত্যু দিয়ে । সেটা আত্মহত্যা না খুন, তার অনুসন্ধান শুরু হয় । সেই অনুসন্ধান চালাতে গিয়ে এমন কিছু তথ্য বেরিয়ে পড়ে, যেটা খুব চাঞ্চল্যকর । এখান থেকেই শুরু গল্পের । এটা কিন্তু যেকোনও একটা গল্পকে কেন্দ্র করে নয় । একসঙ্গে একাধিক সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে । এমন এমন ঘটনা আছে, যা শুনলে গায়ে কাঁটা দেবে । আমাদেরও কাঁটা দিয়েছে । খুব ভালো করে রিসার্চ করা হয়েছে । আর যেহেতু এটা দু'টো ভাষায় তাই দর্শকের সংখ্যা অনেক বেশি । আমাদের কাজের পরিধি বেড়ে গেল । হিন্দি ছবি বাংলা থেকেও তৈরি হতে পারে । আগে তো তাই হত । মাঝে মুম্বইতে চলে গিয়েছিল পুরোটা । সেটা আবার আস্তে আস্তে ফিরে আসছে ।"

Headquaters Lalbazar
ওয়েব সিরিজ়ের দৃশ্য

এই ওয়েব সিরিজে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, কৌশিক সেন, সৌরসেনী মিত্র, 'একেনবাবু'খ্যাত অনির্বাণ, সুব্রত দত্ত । ১৬০টি চরিত্র আছে এই ওয়েব সিরিজে । একবার বাংলায় করে আবার একবার হিন্দিতে শুটিং করতে হচ্ছে । মানে ডবল খাটনি ।

Intro:পশ্চিমবঙ্গের আইন শৃংখলা রক্ষকদের পীঠস্থান লালবাজার হেডকোয়ার্টার্স। শহরের তাবড় তাবড় IPS অফিসারদের পাওয়া যায় সেখানেই। শহরের আইন কানুন নিয়ন্ত্রিত হয় এই হেডকোয়ার্টারটি থেকেই। এবার সেই লালবাজার উত্তেজিত করেছে সিনেমা বানিয়েদের গ্রে সেলকে। লালবাজার নিয়ে একটি নতুন ওয়েব সিরিজ শুটিং করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। ওয়েব সিরিজের নাম হেডকোয়ার্টার্স লালবাজার। ETV Bharat সিতারাকে বিস্তারিতভাবে সে কথাই জানালেন পরিচালক সায়ন্তন ঘোষাল।




Body:ওয়েব সিরিজটি দেখান হবে জি ফাইভে। এটি একটি বাইলিঙ্গুয়াল ওয়েব সিরিজ। অর্থাৎ দুটি ভাষায় দেখতে পাবে দর্শক। একটি হিন্দি এবং অন্যটি বাংলা। সায়ন্তন জানিয়েছেন, "এটা একটা বড় প্রজেক্ট। ওয়েব স্পেসে বাংলায় এখনও পর্যন্ত এর মতো বড়মাপের সিরিজ তৈরি হয়নি। ৪০০ মিনিটের ওয়েব সিরিজ। যেহেতু দুটি ভাষায় তৈরি হচ্ছে, তাই আলাদা আলাদাভাবে বাংলা এবং হিন্দিতে তৈরি হচ্ছে। ৪০০ + ৪০০, মোট ৮০০ মিনিটের। ১০টি এপিসোডে দেখান হবে। এটা প্রথম সিজনের শুটিং চলছে। এরপরে আরেকটি সিজন আসবে। কলকাতাতেই শুটিং।"

আরও বড় চমক, এই ওয়েব সিরিজটির প্রযোজক সুরিন্দর ফিল্মস। জি ফাইভের সঙ্গে সুরিন্দর ফিল্মস এই প্রথম কাজ করছে। একটা বড় মাপের ওয়েব সিরিজ হতে চলেছে বাংলায় এবং হিন্দিতে। এখানে বড়মাপের অভিনয়ের পাশাপাশি দর্শক দেখতে পাবে উচ্চমানের কাজও। সর্বভারতীয় ক্ষেত্রে জনপ্রিয় হবে, তেমনই আশা করা যায়। আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারবে।




Conclusion:সায়ন্তন বলেন, "এটা একটা পুলিশ ড্রামা। লালবাজারের হোমিসাইড বিভাগের কয়েকজন অফিসারের গল্প বলবে। দেখান হবে পুলিশ অফিসারদের পেশাগত জীবন, কীভাবে তাঁরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কেস সমাধান করে। সেইসঙ্গে এও দেখানো হবে কীভাবে তাঁরা একটি কেস সমাধান করতে পারে না বিভিন্ন কারণের জন্য। দেখান হবে পুলিশ কর্মীদের ব্যক্তিগত জীবন, কাজের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং টিমের সঙ্গে তাঁদের সম্পর্কের কথাও। শুটিং শুরু হয়েছে ৮ জুলাই থেকে।"

এই ওয়েব সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ কস্টিউম। কস্টিউম ডিজাইন করেছেন সন্দীপ জাসওয়াল। ETV ভারত সিতারাকে সন্দীপ বললেন, "আমি ভীষণ এক্সাইটেড। এত ভালো কাজ হচ্ছে। পুলিশদের নিয়ে কাজ। খাকি উর্দির পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের সাদা পোশাকের পুলিশ। দুটোকে মেনে নিয়ে কাজ করা সত্যি চাপের। সৌরসেনীকে আমি বহুদিন ধরে চিনি। মডেলিং দুনিয়া থেকে ওঁর সঙ্গে আমার আলাপ। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে সৌরসেনীকে। একজন IPS অফিসারের চরিত্রে অভিনয় করছে ওঁ। পুরো বিষয়টাই একটা স্বপ্নের মতো। আর বাইলিঙ্গুয়াল ছবি, এই ধারণাটাই পালটে দিয়েছে অনেককিছু। বাংলা ছবির জগতে একটা প্লাটফর্ম বলা যেতে পারে।"

আর্মি অফিসার হতে চেয়েছিলেন গৌরব চক্রবর্তী। তাই আর্মি, পুলিশ এই ধরনের বিষয়ে তাঁর আগ্রহ বরাবরের। এই ওয়েব সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন গৌরব। ETV ভারত সিতারাকে তিনি বললেন, "আমার চরিত্রের নাম সাবির আহমেদ। সেও ওয়াটগঞ্জ থানার ওসি। এটা পোর্ট এলাকার আয়ত্তে পরে। গল্পটা শুরুই হচ্ছে, ওঁর এলাকায় এক যৌনকর্মীর মৃত্যু হয়। সেটা আত্মহত্যা না খুন, সেটার অনুসন্ধান শুরু হয়। সেই অনুসন্ধান চালাতে গিয়ে এমনকিছু তথ্য বেরিয়ে পড়ে, যেটা খুব চাঞ্চল্যকর। এখান থেকেই গল্পটা শুরু হয়। এটা কিন্তু যেকোনও একটা গল্পকে কেন্দ্র করে নয়। একসঙ্গে একাধিক সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এমন এমন ঘটনা আছে, যা শুনলে গায়ে কাঁটা দেবে। আমাদেরও কাটা দিয়েছে। খুব ভালো করে রিসার্চ করা হয়েছে। আর যেহেতু এটা দুটো ভাষায় দর্শকের সংখ্যা অনেক বেশি। আমাদের কাজের পরিধি বেড়ে গেল। হিন্দি ছবি বাংলা থেকেও তৈরি হতে পারে। আগে তো তাই হত। মাঝে মুম্বইতে চলে গিয়েছিল পুরোটা। সেটা আবার আস্তে আস্তে ফিরে আসছে।"

সায়ন্তন বলেন, "এই ওয়েব সিরিজে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, কৌশিক সেন, সৌরসেনী মিত্র, 'একেনবাবু'খ্যাত অনির্বাণ, সুব্রত দত্ত। ১৬০টি চরিত্র আছে এই ওয়েব সিরিজে। একবার বাংলায় করে আবার একবার হিন্দিতে শুটিং করতে হচ্ছে। মানে ডবল খাটনি। যেভাবে 'RA ONE'এর মতো ছবি শুটিং হয়েছে আরকী। মণি রত্নাম যেরকম করেন আরকী।"
Last Updated : Jul 14, 2019, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.