ETV Bharat / sitara

টেলিভিশনের পরদায় নতুনভাবে আসছে 'বাঞ্ছারামের বাগান' - bancharamer bagan

নতুনভাবে 'বাঞ্ছারামের বাগান' টেলিভিশনের পরদায় নিয়ে আসছেন রাজদীপ ঘোষ । 28 জুলাই বেলা একটায় টেলিভিশনের পরদায় ছবিটি দেখতে পাবেন দর্শক ।

বাঞ্ছারামের বাগান
author img

By

Published : Jul 25, 2019, 1:52 PM IST

কলকাতা : বাঞ্ছারামের বাগান । নামটি শুনলেই সেই বুড়োর কথা মনে পড়ে যে তাঁর একমাত্র সম্বল বাগান ঘিরে বেঁচে থাকে । 1980 সালে তপন সিনহার পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন মনোজ মিত্র, দীপঙ্কর দে, রবি ঘোষ ও মাধবী মুখ্যোপাধ্যায় । ছবির গল্প ও তাঁদের অভিনয় আজও দর্শকের কাছে জনপ্রিয় ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

তবে এবার দর্শকের কাছে একটু অন্যভাবে আসছে বাঞ্ছারামের বাগান । রাজদীপ ঘোষের পরিচালনায় বাংলা অরিজিনাল ছবি হিসেবে আসছে ছবিটি । নতুন এই ছবিতে অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, রুবেল, শতাব্দী মিত্র, বর্ণা ব্যানার্জি, অম্লান মজুমদার, শান্তনু ঘোষ, অনিন্দ্য, অর্ণব, সুনীল ব্যানার্জি ও দুই শিশু শিল্পী ঋদ্ধি দাসগুপ্ত, রূপম মণ্ডল ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

নতুন এই ছবির গল্পও বাঞ্ছারামকে কেন্দ্র করেই । সাত বছর আগে এক দুর্ঘটনায় হারিয়েছেন স্ত্রী ও ছোটো মেয়েকে । এখন তাঁর একার জীবন । সারাদিন বাড়িতে থাকেন আর বাড়ির সামনের বাগান দেখাশোনা করেন । আচমকা কাছের মানুষদের হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত । অনেক সময়ই নিজেকে মানসিকভাবে ঠিক রাখতে পারেন না । সেই সুযোগ নেয় তাঁর বাকি দুই মেয়ে । নানারকম ষড়যন্ত্র করে । ভূতের ভয় দেখিয়ে বাঞ্ছারামকে অসুস্থ করে তুলতে চায় তারা । দু'জনই ওই বাগানের মালিক হতে চায় ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

হঠাৎ একদিন ছোট মেয়ে বাঞ্ছারামের কাছে এসে উপস্থিত হয় । কিন্তু দুর্ঘটনার ফলে স্মৃতি হারিয়ে ফেলেছে । কাউকেই ঠিকভাবে চিনতে পারে না। আচমকা ছোটো বোনকে সামনে দেখে বাঞ্ছারামের অন্য দুই মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে । ছোটো মেয়েকে পেয়ে বাঞ্ছারাম বাগানটি তার নামে লিখে দেবে বলে আশঙ্কা করে তারা । ভূতের ভয় দেখিয়ে বাঞ্ছারামকে মারার চেষ্টা করে তারা । কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় । ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

এই সমস্ত ভৌতিক ও হাস্যরসের গল্প নিয়ে বাঞ্ছারামের বাগান শেষ পর্যন্ত কার হবে তা জানা যাবে 28 জুলাই বেলা একটায় ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

কলকাতা : বাঞ্ছারামের বাগান । নামটি শুনলেই সেই বুড়োর কথা মনে পড়ে যে তাঁর একমাত্র সম্বল বাগান ঘিরে বেঁচে থাকে । 1980 সালে তপন সিনহার পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন মনোজ মিত্র, দীপঙ্কর দে, রবি ঘোষ ও মাধবী মুখ্যোপাধ্যায় । ছবির গল্প ও তাঁদের অভিনয় আজও দর্শকের কাছে জনপ্রিয় ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

তবে এবার দর্শকের কাছে একটু অন্যভাবে আসছে বাঞ্ছারামের বাগান । রাজদীপ ঘোষের পরিচালনায় বাংলা অরিজিনাল ছবি হিসেবে আসছে ছবিটি । নতুন এই ছবিতে অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, রুবেল, শতাব্দী মিত্র, বর্ণা ব্যানার্জি, অম্লান মজুমদার, শান্তনু ঘোষ, অনিন্দ্য, অর্ণব, সুনীল ব্যানার্জি ও দুই শিশু শিল্পী ঋদ্ধি দাসগুপ্ত, রূপম মণ্ডল ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

নতুন এই ছবির গল্পও বাঞ্ছারামকে কেন্দ্র করেই । সাত বছর আগে এক দুর্ঘটনায় হারিয়েছেন স্ত্রী ও ছোটো মেয়েকে । এখন তাঁর একার জীবন । সারাদিন বাড়িতে থাকেন আর বাড়ির সামনের বাগান দেখাশোনা করেন । আচমকা কাছের মানুষদের হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত । অনেক সময়ই নিজেকে মানসিকভাবে ঠিক রাখতে পারেন না । সেই সুযোগ নেয় তাঁর বাকি দুই মেয়ে । নানারকম ষড়যন্ত্র করে । ভূতের ভয় দেখিয়ে বাঞ্ছারামকে অসুস্থ করে তুলতে চায় তারা । দু'জনই ওই বাগানের মালিক হতে চায় ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

হঠাৎ একদিন ছোট মেয়ে বাঞ্ছারামের কাছে এসে উপস্থিত হয় । কিন্তু দুর্ঘটনার ফলে স্মৃতি হারিয়ে ফেলেছে । কাউকেই ঠিকভাবে চিনতে পারে না। আচমকা ছোটো বোনকে সামনে দেখে বাঞ্ছারামের অন্য দুই মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে । ছোটো মেয়েকে পেয়ে বাঞ্ছারাম বাগানটি তার নামে লিখে দেবে বলে আশঙ্কা করে তারা । ভূতের ভয় দেখিয়ে বাঞ্ছারামকে মারার চেষ্টা করে তারা । কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় । ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য

এই সমস্ত ভৌতিক ও হাস্যরসের গল্প নিয়ে বাঞ্ছারামের বাগান শেষ পর্যন্ত কার হবে তা জানা যাবে 28 জুলাই বেলা একটায় ।

bancharamer bagan
'বাঞ্ছারামের বাগান' ছবির দৃশ্য
Intro:এবার টেলিভিশনের পর্দায় আসছে বাঞ্ছারামের বাগান

অমিত চক্রবর্তী,কলকাতা: বাঞ্ছারামের বাগান নামটির সঙ্গে বাঙালি দর্শককূল প্রথম পরিচয় পেয়েছিল 1980 সালে। কারণ প্রথমবার তপন সিনহার পরিচালনায় দর্শকরা মনোজ মিত্র, দীপঙ্কর দে,রবি ঘোষ ও মাধবী মুখোপাধ্যায়ের অসাধারণ অভিনয় প্রতিভা দেখতে পেয়েছিলেন ।আর এবার পরিচালক রাজদীপ ঘোষ বাংলা অরিজিনাল ছবি হিসেবে নিয়ে আসছেন বাঞ্ছারামের বাগান। নতুন এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, রুবেল,শতাব্দী মিত্র, বর্ণা ব্যানার্জি, অম্লান মজুমদার, শান্তনু ঘোষ, অনিন্দ্য,অর্ণব,সুনীল ব্যানার্জি ও ছবি দুই শিশু শিল্পী ঋদ্ধি দাসগুপ্ত ও রুপম মন্ডল কে।


Body:নতুন এই বাঞ্ছারামের বাগান ছবির গল্প বান্ছারাম কে কেন্দ্র করে।যিনি সাত বছর আগে এক দুর্ঘটনায় তার স্ত্রী ও ছোট মেয়েকে হারিয়েছেন। একাকীত্ব জীবন কাটাতে তিনি সব সময় বাড়িতেই থাকেন এবং তার বাড়ির সামনের বাগান এর দেখাশুনা করেন। আচমকা স্ত্রী ও ছোট মেয়ের মৃত্যুতে বান্ছারাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে মানসিকভাবে ঠিক রাখতে পারে না। আর তার এই অবস্থার সুযোগ নিয়ে, তার অন্য দুই মেয়ে একটি ষড়যন্ত্র রচনা করার চেষ্টা করে। যেখানে ভূত এবং অলৌকিক ঘটনার মাধ্যমে বান্ছারাম কে ভয় দেখিয়ে যদি কোন ভাবে অসুস্থ করে তোলা যায় তবে তারা দুজন এই পুরো জমির মালিক হবে। একদিকে তারা যখন এই চক্রান্তের জাল বুনছে, ঠিক সেই সময় তেই আচমকা তার ছোট মেয়ে বাঞ্ছারামের কাছে এসে উপস্থিত হয়। কিন্তু এক্সিডেন্ট এর ফলে সে তার অতীতে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। এবং কাউকেই ঠিকভাবে চিনতে পারে না। আচমকা ছোট বোনকে সামনে দেখে বাঞ্ছারামের অন্য দুই মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে যে যে বান্ছারাম হয়তো তার ছোট মেয়েকে সমস্ত বাগান লিখে দেবে। তাই তারা ঠিক করে বান্ছারাম কে ভূতের ভয় দেখিয়ে তাকে মারবার চেষ্টা করবে।কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। কারণ এর মধ্যেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। এখন দেখার এই সমস্ত ভৌতিক ও হাস্যরসের গল্প নিয়ে বাঞ্ছারামের বাগান শেষ পর্যন্ত কার হয়। শেষ পর্যন্ত বাগানের মালিক কে হতে চলেছে সেটি জানা যাবে আগামী রবিবার বেলা একটায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.