ETV Bharat / sitara

রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করতে চলেছেন অঞ্জন দত্ত - রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করতে চলেছেন অঞ্জন দত্ত

এই প্রথম দেশের কোনও ব্যক্তির নাটক মঞ্চস্থ করতে চলেছেন তিনি । এর আগে প্রতিবারই ইউরোপিয়ন নাটক মঞ্চস্থ করেছেন ।

hf
author img

By

Published : Nov 13, 2019, 6:48 PM IST

কলকাতা : 19 ডিসেম্বর জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে অঞ্জন দত্তর নতুন নাটক 'রঘুপতি'। এই প্রথম দেশের কোনও ব্যক্তির নাটক মঞ্চস্থ করতে চলেছেন তিনি । এর আগে প্রতিবারই ইউরোপিয়ন নাটক মঞ্চস্থ করেছেন ।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন থেকে আধারিত 'রঘুপতি' নাটকটি করতে চলেছেন অঞ্জন দত্ত । বলেন, "আজকের ও পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের এই কাজটাকে নতুন করে দেখা দরকার । সারা পৃথিবীতেই হিংসা বাড়ছে, সেটা কেন ও কী কারণে হচ্ছে বা বিষয়টা কোথায় পৌঁছাতে পারে, তার একটা উত্তর অনেক বছর আগেই ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । আমার বয়স এখন 66 । মনে হয় সেই ক্লাসিকটাকেই টেনে এনে নতুন করে দেখা দরকার । আমি আশা করব যাঁরা আমার কাজ পছন্দ করেন, তাঁরা আমার কাছ থেকে রবীন্দ্রনাথকে আমি কীভাবে দেখছি, সেটা দেখার জন্য আগ্রহী হবেন । আমি কখনওই আগে নিজের দেশের নাটক করিনি । সবসময়ই ইউরোপিয়ন নাটক করেছি । আজ এই বয়সে এসে আমার মনে হয়েছে, নিজের দেশের বিখ্যাত যে কবি, তাঁর বিশ্ববিখ্যাত যে কাজ নিয়ে কাজ করি । আমি আশা করব আপনারা সকলেই আমার এই নাটক দেখতে আসবেন ।"

তিনি আরও বলেন, "নাটকটি আমিই লিখেছি, সেটাকে সমকালীন করেছি। আমিই সেটাকে ভেঙে নিজের মতো করে দেখেছি । রঘুপতি চরিত্রে আমি অভিনয় করছি । জয়সিংহের চরিত্র সুপ্রভাত অভিনয় করছে । এছাড়া রয়েছে লোকনাথ দে । এখানে প্রায় 8টা নতুন গান লিখেছি । সেই গানগুলো আমার এই নাটকেই রাখছি । একেবারেই আধুনিক গান ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : 19 ডিসেম্বর জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে অঞ্জন দত্তর নতুন নাটক 'রঘুপতি'। এই প্রথম দেশের কোনও ব্যক্তির নাটক মঞ্চস্থ করতে চলেছেন তিনি । এর আগে প্রতিবারই ইউরোপিয়ন নাটক মঞ্চস্থ করেছেন ।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন থেকে আধারিত 'রঘুপতি' নাটকটি করতে চলেছেন অঞ্জন দত্ত । বলেন, "আজকের ও পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের এই কাজটাকে নতুন করে দেখা দরকার । সারা পৃথিবীতেই হিংসা বাড়ছে, সেটা কেন ও কী কারণে হচ্ছে বা বিষয়টা কোথায় পৌঁছাতে পারে, তার একটা উত্তর অনেক বছর আগেই ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । আমার বয়স এখন 66 । মনে হয় সেই ক্লাসিকটাকেই টেনে এনে নতুন করে দেখা দরকার । আমি আশা করব যাঁরা আমার কাজ পছন্দ করেন, তাঁরা আমার কাছ থেকে রবীন্দ্রনাথকে আমি কীভাবে দেখছি, সেটা দেখার জন্য আগ্রহী হবেন । আমি কখনওই আগে নিজের দেশের নাটক করিনি । সবসময়ই ইউরোপিয়ন নাটক করেছি । আজ এই বয়সে এসে আমার মনে হয়েছে, নিজের দেশের বিখ্যাত যে কবি, তাঁর বিশ্ববিখ্যাত যে কাজ নিয়ে কাজ করি । আমি আশা করব আপনারা সকলেই আমার এই নাটক দেখতে আসবেন ।"

তিনি আরও বলেন, "নাটকটি আমিই লিখেছি, সেটাকে সমকালীন করেছি। আমিই সেটাকে ভেঙে নিজের মতো করে দেখেছি । রঘুপতি চরিত্রে আমি অভিনয় করছি । জয়সিংহের চরিত্র সুপ্রভাত অভিনয় করছে । এছাড়া রয়েছে লোকনাথ দে । এখানে প্রায় 8টা নতুন গান লিখেছি । সেই গানগুলো আমার এই নাটকেই রাখছি । একেবারেই আধুনিক গান ।"

দেখুন ভিডিয়ো
Intro:আগামী ১৯ ডিসেম্বর জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে অঞ্জন দত্তর নতুন নাটক। নাটক সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অঞ্জন দত্ত।


Body:অঞ্জন আমাদের বললেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন থেকে আধারিত নাটকটি আমি করছি। আমার মতো করে, আজকের পরিপ্রেক্ষিতে, পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের এই কাজটাকে নতুন করে দেখা দরকার। চতুর্দিকে যেভাবে সারা পৃথিবীতেই হিংসা বাড়ছে, সেটা কেন, কী কারণে হচ্ছে, বিষয়টা কোথায় পৌঁছাতে পারে, তার একটা উত্তর ভেবেছি আমি। আমার বয়স এখন ৬৬। আমার মনে হয় সেই ক্লাসিকটাকেই টেনে আনা দরকার। আমি আশা করব যাঁরা আমার কাজ পছন্দ করেন, যাঁরা আমার সিনেমা দেখেন, গান শোনেন, আশা করব যে তাঁরা আমার কাছে থেকে, রবীন্দ্রনাথকে আমি কীভাবে দেখছি, সেটা দেখার জন্য আগ্রহী হবেন। দেখতে আসবেন, যদি আসেন ভালো হয়। আমি কখনওই আগে নিজের দেশের নাটক করিনি। সবসময়ই ইউরোপিয়ান নাটক করেছি। আজ এই বয়সে এসে আমার মনে হয়েছে, নিজের দেশের বিখ্যাত যে কবি, তাঁর বিশ্ববিখ্যাত যে কাজ, সেটা নিয়ে কাজ করব। আমি আশা করব আপনারা সকলেই আমার এই নাটক দেখতে আসবেন"।


Conclusion:অঞ্জন আরও বলেন, "নাটকটি আমিই লিখেছি, সেটাকে সমকালীন করেছি। আমিই সেটাকে ভেঙে নিজের মতো করে দেখেছি। রঘুপতি চরিত্রে আমি অভিনয় করছি। জয়সিংহের চরিত্র সুপ্রভাত অভিনয় করছে। অভিনয় করেছে লোকনাথ দে। এখানে প্রায় ৮টা নতুন গান লিখেছি। সেই গানগুলো আমার এই নাটকেই রাখছি। একেবারেই আধুনিক গান, আমার গান এই নাটকের সঙ্গে মিলছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.