ETV Bharat / sitara

শুরু হল শিশুদের নতুন দুটি কার্টুন শো - cartoon

আধুনিকতার মোড়কে শিশুদের জন্য নয়া দুটি কার্টুন।

কার্টুনের দৃশ্য
author img

By

Published : May 6, 2019, 11:48 AM IST

কলকাতা : শুরু হল বাচ্চাদের নতুন দুটো কার্টুন। একটি 'বুনি ভাল্লুক', দ্বিতীয়টি 'জি ফাইটার্স'।

বাংলায় কার্টুন নতুন কিছু নয়। পঞ্চতন্ত্র, বাটুল দি গ্রেটের মতো কার্টুন অনেক আগেই এসেছে। তবে এবার যে কার্টুন দুটি বাচ্চাদের জন্য এসেছে তার মধ্যে রয়েছে আধুনিকতার ছোয়া। ঠিক যেমন ইংরেজি বা হিন্দি কার্টুনে হয়ে থাকে।

বুনি ভাল্লুক কার্টুনটির প্রধান আকর্ষণ একটি ভাল্লুক ও শক্তিশালী শিয়ালকে নিয়ে। এই কার্টুনে বাচ্চাদের জন্য রাখা হয়েছে আরও কয়েকটি চরিত্র। এই যেমন খরগোশ, পেঁচা, বাঁদর। এই সকলকে দুঃসাহসিক অভিযান করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই কাজে বিপদও অনেক। আর এমন বিপদে পড়লে কীভাবে বাঁচতে হবে তাও শিক্ষা দিচ্ছে শিশুদের।

কার্টুনের দৃশ্য
কার্টুনের দৃশ্য

অন্য়দিকে দ্বিতীয় কার্টুনটি হল 'জি ফাইটার্স'। এই কার্টুন একটি বাচ্চাকে কেন্দ্র করে। তার রয়েছে অনেক শক্তি। ঠিক যেন ছোটা ভীম! হ্যাঁ, বাচ্চাদের কল্পনার কথা ভেবেই এই কার্টুনটি সাজানো হয়েছে। শুধু তাই নয়, কার্টুনটিতে দেখান হবে যে কেউ বিপদে পড়লে তাকে কীভাবে সাহায্য় করবে ওই ছোট্ট বাচ্চাটি। এই কার্টুন শেখাবে যে নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছুই জয় করা যায়!

কার্টুনের দৃশ্য
কার্টুনের দৃশ্য

কলকাতা : শুরু হল বাচ্চাদের নতুন দুটো কার্টুন। একটি 'বুনি ভাল্লুক', দ্বিতীয়টি 'জি ফাইটার্স'।

বাংলায় কার্টুন নতুন কিছু নয়। পঞ্চতন্ত্র, বাটুল দি গ্রেটের মতো কার্টুন অনেক আগেই এসেছে। তবে এবার যে কার্টুন দুটি বাচ্চাদের জন্য এসেছে তার মধ্যে রয়েছে আধুনিকতার ছোয়া। ঠিক যেমন ইংরেজি বা হিন্দি কার্টুনে হয়ে থাকে।

বুনি ভাল্লুক কার্টুনটির প্রধান আকর্ষণ একটি ভাল্লুক ও শক্তিশালী শিয়ালকে নিয়ে। এই কার্টুনে বাচ্চাদের জন্য রাখা হয়েছে আরও কয়েকটি চরিত্র। এই যেমন খরগোশ, পেঁচা, বাঁদর। এই সকলকে দুঃসাহসিক অভিযান করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই কাজে বিপদও অনেক। আর এমন বিপদে পড়লে কীভাবে বাঁচতে হবে তাও শিক্ষা দিচ্ছে শিশুদের।

কার্টুনের দৃশ্য
কার্টুনের দৃশ্য

অন্য়দিকে দ্বিতীয় কার্টুনটি হল 'জি ফাইটার্স'। এই কার্টুন একটি বাচ্চাকে কেন্দ্র করে। তার রয়েছে অনেক শক্তি। ঠিক যেন ছোটা ভীম! হ্যাঁ, বাচ্চাদের কল্পনার কথা ভেবেই এই কার্টুনটি সাজানো হয়েছে। শুধু তাই নয়, কার্টুনটিতে দেখান হবে যে কেউ বিপদে পড়লে তাকে কীভাবে সাহায্য় করবে ওই ছোট্ট বাচ্চাটি। এই কার্টুন শেখাবে যে নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছুই জয় করা যায়!

কার্টুনের দৃশ্য
কার্টুনের দৃশ্য
Intro:মা বৌমাদের পাশাপাশি বাচ্চাদের জন্য শুরু হলো নতুন দুটি কার্টুন শো

অমিত চক্রবর্তী,কলকাতা: আজ থেকে বাংলা টেলিভিশনের পর্দায় ছোটদের জন্য শুরু হলো নতুন দু-দুটি কার্টুন শো। যার প্রথম টির নাম বুনি ভাল্লুক আর দ্বিতীয় টি নাম জি ফাইটার্স। বুনি ভাল্লুক কাটুন শো প্রধান আকর্ষণ হল একটা ভল্লুক যে তার অসীম ক্ষমতা ও তার শিয়াল, খরগোশ, পেঁচা, বাঁদর সহ আরো অনেক বন্ধুদের সঙ্গে মিলে দুঃসাহসিক অভিযানে বেরোয় যেখানে গিয়ে তারা লাফাবে, ঝাপাবে, হাসবে, হাসাবে এবং খুব মজা করবে।

বাচ্চাদের দ্বিতীয় কার্টুন শো টি হল জি ফাইটার্স। এই কার্টুন শো টি বাচ্চাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে কারণ, এই শোতে বাচ্চারা দেখবেন বেশ কিছু বন্ধুদের অসীম ক্ষমতার ও যে কোন বিপদের হাত থেকে মানুষকে রক্ষা করার মজার সব কান্ড কারখানা। এই কার্টুনের মাধ্যমে ছোটরা শিখতে পারবে যে কিভাবে নিজের শক্তি ও বিশ্বাসের উপর ভর করে যে কোন যুদ্ধ জয় করা যায়।


Body:photo send in mail


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.