কলকাতা : শুরু হল বাচ্চাদের নতুন দুটো কার্টুন। একটি 'বুনি ভাল্লুক', দ্বিতীয়টি 'জি ফাইটার্স'।
বাংলায় কার্টুন নতুন কিছু নয়। পঞ্চতন্ত্র, বাটুল দি গ্রেটের মতো কার্টুন অনেক আগেই এসেছে। তবে এবার যে কার্টুন দুটি বাচ্চাদের জন্য এসেছে তার মধ্যে রয়েছে আধুনিকতার ছোয়া। ঠিক যেমন ইংরেজি বা হিন্দি কার্টুনে হয়ে থাকে।
বুনি ভাল্লুক কার্টুনটির প্রধান আকর্ষণ একটি ভাল্লুক ও শক্তিশালী শিয়ালকে নিয়ে। এই কার্টুনে বাচ্চাদের জন্য রাখা হয়েছে আরও কয়েকটি চরিত্র। এই যেমন খরগোশ, পেঁচা, বাঁদর। এই সকলকে দুঃসাহসিক অভিযান করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই কাজে বিপদও অনেক। আর এমন বিপদে পড়লে কীভাবে বাঁচতে হবে তাও শিক্ষা দিচ্ছে শিশুদের।
অন্য়দিকে দ্বিতীয় কার্টুনটি হল 'জি ফাইটার্স'। এই কার্টুন একটি বাচ্চাকে কেন্দ্র করে। তার রয়েছে অনেক শক্তি। ঠিক যেন ছোটা ভীম! হ্যাঁ, বাচ্চাদের কল্পনার কথা ভেবেই এই কার্টুনটি সাজানো হয়েছে। শুধু তাই নয়, কার্টুনটিতে দেখান হবে যে কেউ বিপদে পড়লে তাকে কীভাবে সাহায্য় করবে ওই ছোট্ট বাচ্চাটি। এই কার্টুন শেখাবে যে নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছুই জয় করা যায়!