ETV Bharat / sitara

আসছে নতুন ধারাবাহিক 'কোড়া পাখি' - serial kora pakhi

13 জানুয়ারি থেকে শুরু হবে ধারাবাহিকটি । মুখ্য চরিত্রে অভিনয় করবেন পার্নো মিত্র ও ঋষি কৌশিক ।

dfg
dfg
author img

By

Published : Jan 10, 2020, 1:38 PM IST

কলকাতা : রবি ওঝার ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন পার্নো মিত্র । চারটি ধারাবাহিকে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । প্রায় 10 বছর পর ফের ধারাবাহিকে ফিরছেন তিনি । লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির লেখা নতুন ধারাবাহিক 'কোড়া পাখি'-তে দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাবে ঋষি কৌশিককে ।

ধারাবাহিকে কামব্যাক সম্পর্কে পার্নো মিত্র বলেন,"আমার 10-12 বছরের এই জার্নিটা ভীষণ ভালো গেল । মেগা সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজ় মিলিয়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি ।"

দেখুন ভিডিয়ো

নিজের চরিত্রে সম্পর্কে তিনি বলেন, "এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম আমন । যে পুরুলিয়ার একটি গ্রাম থেকে পড়াশোনা করেছে এবং সে কলকাতায় গিয়ে সাংবাদিক হতে চায় । একটাই কারণে তিনি সাংবাদিকতা করতে চান । তা হল সমাজে মেয়েদের বিরুদ্ধে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ।"

ধারাবাহিকে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা ঋষি কৌশিক বলেন,"অঙ্কুর এমন একটা চরিত্র যে ঘুরতে ভালোবাসে । আর সে নেশাকে পেশা বানাবার জন্য একটা ট্রাভেল এজেন্সি খুলেছে । কিছু লোককে ঘুরতে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে আমনের দেখা হয় । এইভাবেই এগিয়ে যাবে গল্প ।"

13 জানুয়ারি থেকে একটি জনপ্রিয় চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে ধারাবাহিকটি ।

কলকাতা : রবি ওঝার ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন পার্নো মিত্র । চারটি ধারাবাহিকে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । প্রায় 10 বছর পর ফের ধারাবাহিকে ফিরছেন তিনি । লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির লেখা নতুন ধারাবাহিক 'কোড়া পাখি'-তে দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাবে ঋষি কৌশিককে ।

ধারাবাহিকে কামব্যাক সম্পর্কে পার্নো মিত্র বলেন,"আমার 10-12 বছরের এই জার্নিটা ভীষণ ভালো গেল । মেগা সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজ় মিলিয়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি ।"

দেখুন ভিডিয়ো

নিজের চরিত্রে সম্পর্কে তিনি বলেন, "এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম আমন । যে পুরুলিয়ার একটি গ্রাম থেকে পড়াশোনা করেছে এবং সে কলকাতায় গিয়ে সাংবাদিক হতে চায় । একটাই কারণে তিনি সাংবাদিকতা করতে চান । তা হল সমাজে মেয়েদের বিরুদ্ধে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ।"

ধারাবাহিকে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা ঋষি কৌশিক বলেন,"অঙ্কুর এমন একটা চরিত্র যে ঘুরতে ভালোবাসে । আর সে নেশাকে পেশা বানাবার জন্য একটা ট্রাভেল এজেন্সি খুলেছে । কিছু লোককে ঘুরতে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে আমনের দেখা হয় । এইভাবেই এগিয়ে যাবে গল্প ।"

13 জানুয়ারি থেকে একটি জনপ্রিয় চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে ধারাবাহিকটি ।

Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: রবি ওঝার খেলা খেলা ধারাবাহিকে অভিনয় দিয়েই প্রথমবার বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেত্রী পার্নো মিত্রের। সেটাও প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা। তার অভিনীত চারটি ধারাবাহিক এ দর্শকরা যেমন তাকে অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন।ঠিক তেমনি তিনি যে ধরনের ছবিতে কাজ করেছেন সেখানেও দর্শকরা প্রতিবার তাকে নতুন করে পেয়েছে। যে মেগাসিরিয়ালের হাত ধরেই তার এই উত্থান সেই মেগাসিরিয়ালের জগতের অভিনেত্রী পার্নো মিত্র আবার ফিরলেন প্রায় দশ বছর বাদে।আর সেটাও লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জির লেখা নতুন বাংলা ধারাবাহিক কোড়া পাখি তে। তার বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করছেন ঋষি কৌশিক। যিনি শেষ মেগা সিরিয়ালে অভিনয় করেছিলেন কুসুম দোলাতে।

10 বছর পর মেগা সিরিয়ালের জগতে কামব্যাক প্রসঙ্গে অভিনেত্রী পার্নো মিত্র জানালেন," আমার 10-12 বছরের এই জার্নিটা ভীষণ ভালো গেল।মেগা সিরিয়াল,সিনেমা এবং ওয়েব সিরিজ মিলিয়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। এখন কাজ করতে গিয়ে একটাই পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হল এপিসোড ব্যাংকিংয়ের চাপ সব সময় তেই কাজ করে। আর খুব অল্প কয়েকদিনেই হলো আমি কাজ শুরু করেছি, তাই খুব ভালো ডিফারেন্স এখনই বুঝতে পারছিনা। এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম আমন।যে পুরুলিয়ার একটি গ্রাম থেকে পড়াশোনা করেছে এবং সে কলকাতায় গিয়ে সাংবাদিক হতে চায়। তার সাংবাদিকার একটাই লক্ষ্য, সমাজে মেয়েদের বিরুদ্ধে যে অত্যাচার করছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর"।

কোড়া পাখি ধারাবাহিকে তার চরিত্র প্রসঙ্গে অভিনেতা ঋষি কৌশিক জানালেন," অংকুর এমন একটা চরিত্র যে ঘুরতে ভালোবাসে। আর সে নেশাকে পেশা বানাবার জন্য একটা ট্রাভেল এজেন্সি খুলেছে। সে কিছু লোককে ঘুরতে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে আমনের দেখা হয়। এইভাবে এরপর ধীরে ধীরে গল্প এগিয়েছে"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.