কলকাতা, 21 ডিসেম্বর: আচার্য জয়ন্ত বোস (Music guru Acharya Jayanta Bose songs) বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান ৷ এই সময়ের বহু প্রখ্যাত শিল্পীকে গান শিখিয়েছেন তিনি ৷ এমনও অনেকে আছেন যাঁরা সরাসরি তাঁর কাছে না শিখলেও তাঁর গান শুনে শিখেছেন অনেক কিছুই ৷ তাঁদের সকলকে নিয়ে আচার্য জয়ন্ত বোসের শ্রুত অশ্রুত, সমস্ত গান নিয়ে আচার্য জয়ন্ত বোস-বিএমএস মাইন্ডমাইলস (Acharya Jayanta Bose - BMS Mindmiles) শীর্ষক ইউটিউব চ্যানেলে আসছে একটি মিউজিক্যাল সিরিজ 'আচার্য পরিবার'।
আচার্যের সৃষ্ট বিভিন্ন গান গাইবেন শ্রীকান্ত আচার্য (Srikanto Acharya), শম্পা কুণ্ডু, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, সৌম্য বসু, জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর, বৈশাখী চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, সপ্তক ভট্টাচার্য, পিউ মুখোপাধ্যায়, মাহিরী বোস, সোম চট্টোপাধ্যায়, আকাশ ভট্টাচার্য ও অস্মি বোস । সঙ্গীতায়োজনে দীপঙ্কর ভাস্কর, শৌর্য ঘটক (পিন্টু), সৌম্য বসু, রথীজিৎ ভট্টাচার্য ও দেবর্ষি মুখোপাধ্যায় ।
এই সিরিজটির (Musical series) পরিবেশনার দায়িত্বে রয়েছেন আচার্য জয়ন্ত বোস-এর কন্যা তথা সঙ্গীতশিল্পী ও চিত্র পরিচালক মাহিরী বোস । সেইসঙ্গে দৃশ্যায়নের ভাবনাও তাঁরই ৷ দৃশ্যনির্মাণ করেছেন সৈকত সরকার, চিত্রগ্রহণে রোমিত বন্দ্যোপাধ্যায় ।
সম্প্রতি প্রেস ক্লাবে হয়ে গেল 'আচার্য পরিবার'-এর অফিসিয়াল ট্রেলার লঞ্চ (Music guru Acharya Jayanta Bose's series of unheard songs)৷ ট্রেলারে আছে বিভিন্ন শিল্পীদের গানের টুকরো অংশের কোলাজ ৷ প্রেস ক্লাবে সঞ্চালকের ভূমিকায় ছিলেন পণ্ডিত তন্ময় বোস ৷ হারমোনিয়ামে সুর তোলেন তিনিই ৷ তবলায় সঙ্গত করেন আচার্য জয়ন্ত বোস স্বয়ং । বিশেষ সুরতালবাদ্যের সমন্বয়ে উদ্বোধনী পরিবেশনায় দর্শক মুগ্ধ ।
পণ্ডিত তন্ময় বোস জানান, ছোটবেলায় অনেকটা সময় খুব কাছ থেকে তিনি দেখেছেন আচার্য জয়ন্ত বোসকে ৷ এই সিরিজ তাঁর কাছে মহাকাব্যসম ৷ এর সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি আনন্দিত ৷ জয়ন্ত বোসকে দ্রোণাচার্য বলে উল্লেখ করে তাঁর ছাত্রছাত্রীদের অর্জুন এবং ভাবশিষ্যদের একলব্য বলেছেন তন্ময় বোস ৷
ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন আচার্য জয়ন্ত বোস, মাহিরী বোস, মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, শম্পা কুণ্ডু, পিউ মুখোপাধ্যায়, সপ্তক, শুভঙ্কর ভাস্কর, সৌম্য বন্দ্যোপাধ্যায়, রথীজিৎ ভট্টাচার্য, আকাশ ভট্টাচার্য ও বৈশাখী চৌধুরী ৷
শ্রীকান্ত আচার্য জানান, সামনে বসে না শিখলেও দূর থেকে প্রতিনিয়ত প্রিয় জয়ন্ত দার কাছ থেকে শিখছেন । যদিও তা বৃথা চেষ্টা মাত্র । কারণ তাঁর কাছে শেখার জন্য কয়েকটা জন্ম লাগে বলেই মনে করেন শ্রীকান্ত আচার্য ।
আরও পড়ুন: ED questioned Aishwarya Rai : ঐশ্বর্যকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
সপ্তক জানান, এতজন গুণী শিল্পীর সঙ্গে গুরুজির গান গাওয়া তাঁর কাছে খুবই আনন্দের । গুরুজির চ্যানেল থেকে এই সিরিজ সংগ্রহে রাখার মত ৷ ভালো কাজ যাঁরা পছন্দ করেন, তাদের জন্য দারুণ উপহার ৷
শম্পা কুণ্ডুর কথায়, এমন কাজ থেকে যাবে চিরকাল ৷ এত ভালো কাজ সকলের সামনে আসছে বলে খুব আনন্দিত ৷ এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি ৷
মনোময় ভট্টাচার্য বলেন, ভাল লাগছে নতুন পুরনো গানের এই মেলবন্ধন ৷ এই গানগুলি রিক্রিয়েট করায় অন্যরকম একটা ফ্লেভার পাবেন দর্শক শ্রোতারা ৷
জয়ন্ত বোস জানান, "মাহিরী বোস প্রথম এমন একটা প্রস্তাব দেন ৷ তাঁর বহু গান অশ্রুত । তাছাড়া বিদেশে অনেক অনুষ্ঠান করলেও দেশে তিনি অত্যন্ত কম অনুষ্ঠান করেছেন । ফলত নানা শিল্পীর কণ্ঠে শোনা যাবে এই গান ৷ সুপ্রতিষ্ঠিত সকলে, তারা আমার অত্যন্ত স্নেহের, আদরের ৷ ওরা উচ্ছ্বসিত হয়, এখানে কোনও প্রজন্মভেদ থাকেনি ৷ শুরু থেকে শেষ সবটাই আবেগের ৷ 23 জানুয়ারি থেকে শুরু হচ্ছে । প্রত্যেক মাসে দুটি করে গান একটা ক্রনোলজি ধরে আসবে ৷"
আরও পড়ুন: Actress Manosi Sengupta : বলিউডে পা মানসীর
ট্রেলারে দেখা গেল আচার্যর সৃষ্ট বিভিন্ন গান গাইছেন শ্রীকান্ত আচার্য, শম্পা কুণ্ডু, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, সৌম্য বসু, জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর, বৈশাখী চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, সপ্তক ভট্টাচার্য, পিউ মুখোপাধ্যায়, মাহিরী বোস, সোম চট্টোপাধ্যায়, আকাশ ভট্টাচার্য, অস্মি বোস ।