ETV Bharat / sitara

হাসপাতালে ভরতি 'ঝুমা বউদি' মোনালিসা - অসুস্থ মোনালিসা

'খতরা খতরা খতরা'-র সেটে একটি স্টান্ট পারফর্ম করতে গিয়ে আহত হলেন অভিনেত্রী মোনালিসা।

Monalisa fell sick
author img

By

Published : Aug 31, 2019, 4:10 PM IST

মুম্বই : 'দুপুর ঠাকুরপো'-র ঝুমা বউদিকে মনে আছে? হইচই ওয়েব প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় এই সিরিজ়ে অভিনয় করে বাঙালি দর্শকের নজর কেড়েছিলেন ভোজপুরি অভিনেত্রী। 'খতরা খতরা খতরা' নামে একটি রিয়েলিটি শোয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে চোট পেলেন অভিনেত্রী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, মোনালিসার একটি ফান টাস্ক করার কথা ছিল এই শোয়ে। সঙ্গে থাকার কথা ছিল ভারতী সিং, হর্ষ লিম্বাছিয়া, রিম শইখ, আদিত্য নারায়ণ ও ঋধিমা পণ্ডিতের। সেই স্টান্ট করতে গিয়েই আহত হন মোনালিসা। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Monalisa fell sick
মোনালিসা

মোনালিসাকে বর্তমানে দেখা যাচ্ছে টেলিভিশনের সুপারন্যাচরাল ধারাবাহিক 'নজর'-এ। সম্প্রতি 200 এপিসোড পূর্ণ করেছে এই ধারাবাহিক। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় তিনি।

মুম্বই : 'দুপুর ঠাকুরপো'-র ঝুমা বউদিকে মনে আছে? হইচই ওয়েব প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় এই সিরিজ়ে অভিনয় করে বাঙালি দর্শকের নজর কেড়েছিলেন ভোজপুরি অভিনেত্রী। 'খতরা খতরা খতরা' নামে একটি রিয়েলিটি শোয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে চোট পেলেন অভিনেত্রী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, মোনালিসার একটি ফান টাস্ক করার কথা ছিল এই শোয়ে। সঙ্গে থাকার কথা ছিল ভারতী সিং, হর্ষ লিম্বাছিয়া, রিম শইখ, আদিত্য নারায়ণ ও ঋধিমা পণ্ডিতের। সেই স্টান্ট করতে গিয়েই আহত হন মোনালিসা। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Monalisa fell sick
মোনালিসা

মোনালিসাকে বর্তমানে দেখা যাচ্ছে টেলিভিশনের সুপারন্যাচরাল ধারাবাহিক 'নজর'-এ। সম্প্রতি 200 এপিসোড পূর্ণ করেছে এই ধারাবাহিক। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় তিনি।

Intro:Body:

হাসপাতালে ভরতি 'ঝুমা বউদি' মোনালিসা





'খতরা খতরা খতরা'-র সেটে একটি স্টান্ট পারফর্ম করতে গিয়ে আহত হলেন অভিনেত্রী মোনালিসা।



মুম্বই : 'দুপুর ঠাকুরপো'-র ঝুমা বউদিকে মনে আছে? হইচই ওয়েব প্ল্য়াটফর্মের অন্যতম জনপ্রিয় এই সিরিজ়ে অভিনয় করে বাঙালি দর্শকের নজর কেড়েছিলেন এই ভোজপুরি অভিনেত্রী। 'খতরা খতরা খতরা' নামে একটি রিয়েলিটি শোয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে চোট পেলেন অভিনেত্রী।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, মোনালিসার একটি ফান টাস্ক করার কথা ছিল এই শোয়ে। সঙ্গে থাকার কথা ছিল ভারতী সিং, হর্ষ লিম্বাছিয়া, রিম শইখ, আদিত্য নারায়ণ ও ঋধিমা পণ্ডিতের। সেই স্টান্ট করতে গিয়েই আহত হন মোনালিসা। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



মোনালিসাকে বর্তমানে দেখা যাচ্ছে টেলিভিশনের সুপারন্য়াচরাল ধারাবাহিক 'নজর'-এ। সম্প্রতি 200 এপিসোড পূর্ণ করেছে এই ধারাবাহিক। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। 




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.