ETV Bharat / sitara

কোরোনা মুক্ত না হয়েই বাড়ি ফিরলেন মোহেনা - মোহেনা কুমারীর খবর

বাড়ি ফিরলেন টেলিভিশন অভিনেত্রী মোহেনা কুমারী । তবে কোরোনাকে সঙ্গে নিয়েই ।

mohena kumar covid positive
mohena kumar covid positive
author img

By

Published : Jun 13, 2020, 7:24 PM IST

মুম্বই : বাড়ি ফিরলেন অভিনেত্রী মোহেনা কুমারী । বাড়িতেই আইসোলেশন কেবিনে থাকবেন অভিনেত্রী । কারণ কোরোনা এখনও ছাড়েনি তাঁর শরীর । ইনস্টাস্টোরিতে নিজেই একথা জানালেন অভিনেত্রী ।

মোহেনা লিখেছেন, "হাই এভরিওয়ান ! আমি বাড়ি ফিরেছি । কিন্তু আমরা এখনও কোভিড 19 পজ়িটিভ । বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে আছি । জানি না কবে রিপোর্ট নেগেটিভ আসবে ।"

তবে আশা হারাচ্ছেন না মোহেনা । লিখেছেন, "আমি 10 দিন হাসপাতালে ছিলাম আর তারও প্রায় পাঁচদিন আগে থেকে এই জীবাণু আমার শরীরে । তাই আশা করছি আর মাত্র কিছুদিনের মধ্যেই কোরোনাকে হারাবো আমরা ।"

mohena kumar covid positive
.

এই মাসের শুরুতে মোহেনার স্বামী সুয়েশ রাওয়াত, শ্বশুরমশাই সৎপাল মহারাজ, শাশুড়িমা সহ পরিবারের আরও বেশ কয়েকজন কোরোনায় আক্রান্ত হন । হাসপাতাল থেকেই বিভিন্ন লাইভ সেশনের মাধ্যমে নিজেদের অবস্থার জানান দিয়েছেন মোহেনা । কোরোনা নিয়ে যাতে কারও মধ্যে কোনও ভ্রান্ত ধারণা না জন্মায়, সেই জন্য নিজে মুখে নিজের বয়ান দিয়েছেন তিনি ।

মুম্বই : বাড়ি ফিরলেন অভিনেত্রী মোহেনা কুমারী । বাড়িতেই আইসোলেশন কেবিনে থাকবেন অভিনেত্রী । কারণ কোরোনা এখনও ছাড়েনি তাঁর শরীর । ইনস্টাস্টোরিতে নিজেই একথা জানালেন অভিনেত্রী ।

মোহেনা লিখেছেন, "হাই এভরিওয়ান ! আমি বাড়ি ফিরেছি । কিন্তু আমরা এখনও কোভিড 19 পজ়িটিভ । বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে আছি । জানি না কবে রিপোর্ট নেগেটিভ আসবে ।"

তবে আশা হারাচ্ছেন না মোহেনা । লিখেছেন, "আমি 10 দিন হাসপাতালে ছিলাম আর তারও প্রায় পাঁচদিন আগে থেকে এই জীবাণু আমার শরীরে । তাই আশা করছি আর মাত্র কিছুদিনের মধ্যেই কোরোনাকে হারাবো আমরা ।"

mohena kumar covid positive
.

এই মাসের শুরুতে মোহেনার স্বামী সুয়েশ রাওয়াত, শ্বশুরমশাই সৎপাল মহারাজ, শাশুড়িমা সহ পরিবারের আরও বেশ কয়েকজন কোরোনায় আক্রান্ত হন । হাসপাতাল থেকেই বিভিন্ন লাইভ সেশনের মাধ্যমে নিজেদের অবস্থার জানান দিয়েছেন মোহেনা । কোরোনা নিয়ে যাতে কারও মধ্যে কোনও ভ্রান্ত ধারণা না জন্মায়, সেই জন্য নিজে মুখে নিজের বয়ান দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.