ETV Bharat / sitara

"মানসিকভাবে বিধ্বস্ত" কোরোনা আক্রান্ত মোহেনা - মোহেনা কুমারীর খবর

কোরোনায় আক্রান্ত অভিনেত্রী মোহেনা কুমারী । সোশাল মিডিয়ায় লাইভ সেশনে এসে নিজের অভিজ্ঞতার কথা জানালেন মোহেনা । জানালেন কোরোনা ধরা পরার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি ও তাঁর পরিবার ।

mohena kumar corona posotive
mohena kumar corona posotive
author img

By

Published : Jun 9, 2020, 11:07 AM IST

দেরাদুন : 'ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়' অভিনেত্রী মোহেনা কুমারী কোরোনায় আক্রান্ত । শুধু তিনি একা নন, তাঁর পরিবারের আরও ছ'জন সদস্যও এই রোগের শিকার । তার মধ্যে রয়েছেন মোহেনার স্বামী সুয়েশ রাওয়াতও । আপাতত ঋষিকেশের AIIMS-এ সবাই চিকিৎসাধীন । সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের এই জার্নির কথা জানালেন মোহেনা ।

mohena kumar corona posotive
.

এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন মোহেনা । সেখান থেকেই লাইভে এসেছিলেন তিনি । কিন্তু, কেন এই অবস্থায় লাইভে এলেন মোহেনা ? আসলে কোরোনা সংক্রান্ত যাবতীয় সংশয়, অনিশ্চয়তাকে দূর করতে চেয়েছিলেন অভিনেত্রী, চেয়েছিলেন নিজের অভিজ্ঞতা থেকে সরাসরি সব প্রশ্নের উত্তর দিতে ।

মোহেনা বললেন, "মানসিক ভাবে খুব বিধ্বস্ত । তবে নিজের কাছে প্রতীজ্ঞা করেছি যে, খুশি থাকতেই হবে আমায় । কোরোনাকে নেগেটিভ করতে মানসিকভাবে পজ়িটিভ থাকা দরকার ।"

প্রথমে শাশুড়ির ধরা পরে কোরোনা । সেখান থেকে বাড়ির সমস্ত সদস্যদের মধ্য়ে দেখা যায় লক্ষণ । তবে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরবেন সবাই, আশাবাদী মোহেনা ।

শুনে নিন তাঁর বক্তব্য...

দেরাদুন : 'ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়' অভিনেত্রী মোহেনা কুমারী কোরোনায় আক্রান্ত । শুধু তিনি একা নন, তাঁর পরিবারের আরও ছ'জন সদস্যও এই রোগের শিকার । তার মধ্যে রয়েছেন মোহেনার স্বামী সুয়েশ রাওয়াতও । আপাতত ঋষিকেশের AIIMS-এ সবাই চিকিৎসাধীন । সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের এই জার্নির কথা জানালেন মোহেনা ।

mohena kumar corona posotive
.

এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন মোহেনা । সেখান থেকেই লাইভে এসেছিলেন তিনি । কিন্তু, কেন এই অবস্থায় লাইভে এলেন মোহেনা ? আসলে কোরোনা সংক্রান্ত যাবতীয় সংশয়, অনিশ্চয়তাকে দূর করতে চেয়েছিলেন অভিনেত্রী, চেয়েছিলেন নিজের অভিজ্ঞতা থেকে সরাসরি সব প্রশ্নের উত্তর দিতে ।

মোহেনা বললেন, "মানসিক ভাবে খুব বিধ্বস্ত । তবে নিজের কাছে প্রতীজ্ঞা করেছি যে, খুশি থাকতেই হবে আমায় । কোরোনাকে নেগেটিভ করতে মানসিকভাবে পজ়িটিভ থাকা দরকার ।"

প্রথমে শাশুড়ির ধরা পরে কোরোনা । সেখান থেকে বাড়ির সমস্ত সদস্যদের মধ্য়ে দেখা যায় লক্ষণ । তবে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরবেন সবাই, আশাবাদী মোহেনা ।

শুনে নিন তাঁর বক্তব্য...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.