ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত, ঘুমোতে পারছেন না অভিনেত্রী মোহেনা - মোহেনা কুমারীর খবর

কোরোনায় আক্রান্ত হয়ে ঘুমোতে পারছেন না মোহেনা কুমারী । 'ইয়ে রিস্তা কেয়া কহেলাতা' ধারাবাহিকের অভিনেত্রী নিজেই একথা জানালেন সোশাল মিডিয়ায় ।

Mohena kumari latest news
Mohena kumari latest news
author img

By

Published : Jun 2, 2020, 2:10 PM IST

দেরাদুন : কোরোনায় আক্রান্ত মোহেনা কুমারী, এই খবর গতকালই পাওয়া গেছিল । কী অবস্থা এখন অভিনেত্রীর ? নিজেই জানালেন তিনি । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন যে, "ঘুমোতে পারছেন না ।"

অভিনেত্রী লিখেছেন, "ঘুমোতে পারছি না । শুরুর দিকে বাড়িতে থাকাটা আমাদের জন্য খুবই কঠিন ছিল, বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের জন্য । তবে আমি প্রার্থনা করছি যে,সবকিছু যেন ঠিক হয়ে যায় । আমরা ঠিক আছি ।"

তবে এই সময়ে কোনও অভিযোগ জানাতে চান না মোহেনা । কারণ, অনেক মানুষ রয়েছেন যাঁরা আরও দুরবস্থার মধ্যে রয়েছেন, লিখেছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

মোহেনার সঙ্গে তাঁর স্বামী সুয়েশ রাওয়াত, শ্বশুরমশাই ও উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সতপাল মহারাজ এবং তাঁর শাশুড়িও কোরোনায় আক্রান্ত হয়েছেন একইসঙ্গে ।

দেরাদুন : কোরোনায় আক্রান্ত মোহেনা কুমারী, এই খবর গতকালই পাওয়া গেছিল । কী অবস্থা এখন অভিনেত্রীর ? নিজেই জানালেন তিনি । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন যে, "ঘুমোতে পারছেন না ।"

অভিনেত্রী লিখেছেন, "ঘুমোতে পারছি না । শুরুর দিকে বাড়িতে থাকাটা আমাদের জন্য খুবই কঠিন ছিল, বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের জন্য । তবে আমি প্রার্থনা করছি যে,সবকিছু যেন ঠিক হয়ে যায় । আমরা ঠিক আছি ।"

তবে এই সময়ে কোনও অভিযোগ জানাতে চান না মোহেনা । কারণ, অনেক মানুষ রয়েছেন যাঁরা আরও দুরবস্থার মধ্যে রয়েছেন, লিখেছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

মোহেনার সঙ্গে তাঁর স্বামী সুয়েশ রাওয়াত, শ্বশুরমশাই ও উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সতপাল মহারাজ এবং তাঁর শাশুড়িও কোরোনায় আক্রান্ত হয়েছেন একইসঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.