ETV Bharat / sitara

Mithai tops the TRP List : মিঠাইয়ের থেকে সামান্য পিছিয়ে উমা আর খুকুমণি হোম ডেলিভারি, নতুন বছরে হাড্ডাহাড্ডি লড়াই - মিঠাইয়ের থেকে সামান্য পিছিয়ে উমা আর খুকুমণি হোম ডেলিভারি

এ সপ্তাহেও দর্শকদের পছন্দের তালিকার শীর্ষস্থানে রইল ধারাবাহিক 'মিঠাই' ৷ তবে তার একেবারে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে 'খুকুমণি হোম ডেলিভারি' এবং 'উমা'(Mithai is still in the top in this weeks TRP Ratings) ৷

Mithai tops the TRP List
মিঠাইয়ের থেকে সামান্য পিছিয়ে উমা আর খুকুমণি হোম ডেলিভারি
author img

By

Published : Jan 14, 2022, 1:08 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : নতুন বছরে মিঠাইকে প্রায় ছুঁয়ে ফেলেছে ক্রিকেটার উমা আর হোম ডেলিভারি ব্যবসায়ী খুকুমণি দাস । তাহলে কি নতুন বছরে স্বাদ বদলালেন টেলি দর্শকরাও? শুরুর দিন থেকে ভাল রেটিং নিয়ে এগিয়ে চলছিল 'মিঠাই' । এই সপ্তাহেও শীর্ষস্থান অবশ্য় ধরে রেখেছে এই ধারাবাহিকই । কিন্তু প্রতিদ্বন্দ্বীরাও হাজির একেবারে নাকের ডগায়। রীতিমতো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'খুকুমণি হোম ডেলিভারি' এবং 'উমা' দুটি ধারাবাহিকই 'মিঠাই' থেকে মাত্র ০.২ নম্বর কম পেয়েছে এই সপ্তাহে (Mithai is still in the top in this weeks TRP Ratings)।

জোড়া দ্বিতীয় স্থানে রয়েছে এই দুটি ধারাবাহিক । একদিকে উমার বিয়ে হয়েছে অভিমন্যুর সঙ্গে । আর সেই পর্ব দেখে বেশ নড়েচড়ে বসেছে দর্শক । ওদিকে খুকুমণিরও বিয়ে হয়ে গেছে বিহানের সঙ্গে । বিহানকে সে আগলে রাখে মায়ের মতো করে । একেবারে অন্য স্বাদ নিয়ে এগিয়ে চলেছে এই দুই ধারাবাহিকই । তার উপরে পর্দার খুকুমণি মানে দীপান্বিতার রকবাজি মার্কা সংলাপ এখন লোকের মুখে মুখে ফেরে ৷ ১০.২ পেয়ে যুগ্ম দ্বিতীয় ‘খুকুমণি’ আর ‘উমা’। ‘মিঠাই’ পেয়েছে ১০.৪ । ৯.১ রেটিং নিয়ে ‘খুকুমণি’ এবং ‘উমা’র পরেই রয়েছে ‘যমুনা ঢাকি’।

প্রতিযোগিতার মঞ্চে যমুনার ঘাড়ে এসে পড়েছিল একটি আলোর স্ট্য়ান্ড । আর তাতেই শ্রবণশক্তি হারিয়েছেন তিনি। এই ঘটনাই তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছে ধারাবাহিকটিকে । ৮.৭ রেটিং পেয়ে চতুর্থ স্থানে ‘ধুলোকণা’। এই মুহূর্তে এই গল্পে চলছে নতুন দুই মোড় । একদিকে ফুলঝুরির জন্মবৃত্তান্ত সামনে এসেছে, তাঁর বাবা সকলকে জানিয়ে দিয়েছেন ফুলঝুরি তাঁদের কুড়িয়ে পাওয়া মেয়ে । অন্যদিকে তেমনই ফুলঝুরি এবার গান গাইবে রিয়ালিটি শো-এর মঞ্চে। তাও আবার নিজের ভালবাসা লালনের প্রতিদ্বন্দ্বী হিসেবে। এই ঘটনা দর্শকহৃদয়ে আরও প্রভাব ফেলেছে । ওদিকে পিহু-ঋষির কেমেস্ট্রি হাঁকিয়েছে ৮.৬ নম্বর হাঁকিয়েছে । সেই কারণেই এসপ্তাহে পঞ্চমে ‘মন ফাগুন’ । গল্পে এসেছে মোচড় । হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। তাঁকে ঘিরে মজা, খুনসুটি চলছে সেন বাড়িতে । একইসঙ্গে চলছে সৌমেনের চক্রান্ত ।

আরও পড়ুন : 'করুণাময়ী রানি রাসমণি'র স্লট বদল, 10 জানুয়ারি থেকে আসছে 'পিলু'

অন্য়দিকে 'গাঁটছড়া' পেয়েছে ৮.২, 'অপরাজিতা অপু' এবং 'খেলাঘর' ৮.১, 'আয় তবে সহচরী' ৮.০, 'করুণাময়ী রাণী রাসমণি' পেয়েছে ৭.৩, এবং 'সর্বজয়া' ৭.১ । উল্লেখ্য, 'মিঠাই' এবং 'সর্বজয়া' বাদ দিয়ে প্রতিটি ধারাবাহিকের রেটিংই এই সপ্তাহে বেশি । সুতরাং, মিঠাই রায়ের সামনে এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই জোরদার।

কলকাতা, 14 জানুয়ারি : নতুন বছরে মিঠাইকে প্রায় ছুঁয়ে ফেলেছে ক্রিকেটার উমা আর হোম ডেলিভারি ব্যবসায়ী খুকুমণি দাস । তাহলে কি নতুন বছরে স্বাদ বদলালেন টেলি দর্শকরাও? শুরুর দিন থেকে ভাল রেটিং নিয়ে এগিয়ে চলছিল 'মিঠাই' । এই সপ্তাহেও শীর্ষস্থান অবশ্য় ধরে রেখেছে এই ধারাবাহিকই । কিন্তু প্রতিদ্বন্দ্বীরাও হাজির একেবারে নাকের ডগায়। রীতিমতো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'খুকুমণি হোম ডেলিভারি' এবং 'উমা' দুটি ধারাবাহিকই 'মিঠাই' থেকে মাত্র ০.২ নম্বর কম পেয়েছে এই সপ্তাহে (Mithai is still in the top in this weeks TRP Ratings)।

জোড়া দ্বিতীয় স্থানে রয়েছে এই দুটি ধারাবাহিক । একদিকে উমার বিয়ে হয়েছে অভিমন্যুর সঙ্গে । আর সেই পর্ব দেখে বেশ নড়েচড়ে বসেছে দর্শক । ওদিকে খুকুমণিরও বিয়ে হয়ে গেছে বিহানের সঙ্গে । বিহানকে সে আগলে রাখে মায়ের মতো করে । একেবারে অন্য স্বাদ নিয়ে এগিয়ে চলেছে এই দুই ধারাবাহিকই । তার উপরে পর্দার খুকুমণি মানে দীপান্বিতার রকবাজি মার্কা সংলাপ এখন লোকের মুখে মুখে ফেরে ৷ ১০.২ পেয়ে যুগ্ম দ্বিতীয় ‘খুকুমণি’ আর ‘উমা’। ‘মিঠাই’ পেয়েছে ১০.৪ । ৯.১ রেটিং নিয়ে ‘খুকুমণি’ এবং ‘উমা’র পরেই রয়েছে ‘যমুনা ঢাকি’।

প্রতিযোগিতার মঞ্চে যমুনার ঘাড়ে এসে পড়েছিল একটি আলোর স্ট্য়ান্ড । আর তাতেই শ্রবণশক্তি হারিয়েছেন তিনি। এই ঘটনাই তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছে ধারাবাহিকটিকে । ৮.৭ রেটিং পেয়ে চতুর্থ স্থানে ‘ধুলোকণা’। এই মুহূর্তে এই গল্পে চলছে নতুন দুই মোড় । একদিকে ফুলঝুরির জন্মবৃত্তান্ত সামনে এসেছে, তাঁর বাবা সকলকে জানিয়ে দিয়েছেন ফুলঝুরি তাঁদের কুড়িয়ে পাওয়া মেয়ে । অন্যদিকে তেমনই ফুলঝুরি এবার গান গাইবে রিয়ালিটি শো-এর মঞ্চে। তাও আবার নিজের ভালবাসা লালনের প্রতিদ্বন্দ্বী হিসেবে। এই ঘটনা দর্শকহৃদয়ে আরও প্রভাব ফেলেছে । ওদিকে পিহু-ঋষির কেমেস্ট্রি হাঁকিয়েছে ৮.৬ নম্বর হাঁকিয়েছে । সেই কারণেই এসপ্তাহে পঞ্চমে ‘মন ফাগুন’ । গল্পে এসেছে মোচড় । হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। তাঁকে ঘিরে মজা, খুনসুটি চলছে সেন বাড়িতে । একইসঙ্গে চলছে সৌমেনের চক্রান্ত ।

আরও পড়ুন : 'করুণাময়ী রানি রাসমণি'র স্লট বদল, 10 জানুয়ারি থেকে আসছে 'পিলু'

অন্য়দিকে 'গাঁটছড়া' পেয়েছে ৮.২, 'অপরাজিতা অপু' এবং 'খেলাঘর' ৮.১, 'আয় তবে সহচরী' ৮.০, 'করুণাময়ী রাণী রাসমণি' পেয়েছে ৭.৩, এবং 'সর্বজয়া' ৭.১ । উল্লেখ্য, 'মিঠাই' এবং 'সর্বজয়া' বাদ দিয়ে প্রতিটি ধারাবাহিকের রেটিংই এই সপ্তাহে বেশি । সুতরাং, মিঠাই রায়ের সামনে এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই জোরদার।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.