কলকাতা : জ়ি বাংলা 'সারেগামাপা ২০২০'-তে নাকি বিচারকের আসনে দেখা যাবে মিকা সিংকে । আর এই ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি বাংলা সংগীত জগতের অনেকেরই । মিকার গানকে কটাক্ষও করেছেন তাঁরা ।
বাংলার রিয়েলিটি শোতে মুম্বই থেকে অনেক বিচারকই আসেন । সেটা নতুন কোনও ব্যাপার নয় । এবার জ়ি বাংলার 'সারেগামাপা ২০২০'-তে আমূল পরিবর্তন হয়েছে । সঞ্চালনায় নেই জিশু সেনগুপ্ত । সেই জায়গায় থাকছেন আবির চট্টোপাধ্যায় । তারপর জানা যাচ্ছে, মুম্বই থেকে এসে বিচারকের আসনে বসতে পারেন মিকা সিং । আর এই বিষয়টিই চটিয়ে দিয়েছে বাংলার সংগীত জগতের একাংশকে । তাঁদের বক্তব্য, মিকা নাকি গাইতে পারেন না ।
এই নিয়ে ETV ভারতকে চলচ্চিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, "আমি এটার নিন্দা করি । আমি এটাকে সমর্থন করছি না । একজন আপামর বেসুরো লোক কীভাবে মিউজ়িক কম্পিটিশনের বিচারক হয় আমি জানি না, ভালো নাচতে পারে বলে ? স্টাইলবাজি আছে বলে ?"
গায়ক এবং একজন পারফর্মার হিসেবে জনপ্রিয় মিকা সিং । 'জব উই মেট' ছবির 'মজা হি মজা', 'হাউজফুল'-এর 'ধান্য', 'ইশকিয়া'-র 'ইবনেবাতুতা' ও 'সাওয়ান মে লগ গায়ি আগ'-এর মতো গানগুলি মিকারই গাওয়া । তাঁর বাংলার সঙ্গে রয়েছে মাটির টানও । কেননা, মিকার জন্ম পশ্চিমবঙ্গের দুর্গাপুরে । আর সেই মিকাকেই নাকি এবার দেখা যাবে গানের রিয়েলিটি শো-এর বিচারকের আসনে ।