ETV Bharat / sitara

মাইকেল জ্যাকশনের যৌন হেনস্থা মামলা নিয়ে তথ্যচিত্র, বিক্ষোভ অনুরাগীদের - HBO

মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তথ্যচিত্র বানিয়েছেন ব্রিটিশ পরিচালক ড্যান রিড। সেই তথ্য়চিত্র সম্প্রচার নিয়েই এবার বিক্ষোভ দেখালেন মাইকেল জ্যাকশনের অনুরাগীরা।

মাইকেল জ্যাকশন
author img

By

Published : Mar 7, 2019, 9:32 AM IST

সম্প্রতি ব্রিটিশ পরিচালক ড্যান রিড পরিচালিত 'নেভারল্য়ান্ড লিভিং' তথ্যচিত্রটি দুটি ভাগে সম্প্রচারিত হয়। তথ্যচিত্রটির বিষয়, মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা। তাতে দেখা গেছে দুই অভিযোগকারী ব্যক্তিকে। একজন ওয়াড রবসন। অন্যজন জেমস সেফচাক। দু'জনের মুখেই শোনা যায় তাঁদের কথা। কীভাবে তাঁরা মাইকেল জ্য়াকশনের নেভারল্যান্ড রেঞ্চে পৌঁছান। কীভাবে তাঁরা হেনস্থার মুখে পড়েন। সবটাই তাঁরা এই তথ্যচিত্রে তুলে ধরেছেন।

তবে এই তথ্যচিত্রে মাইকেল জ্যাকশনকে ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর অনুরাগীরা। আর সেই প্রতিবাদেই গতকাল লন্ডনে HBO-র হেডকোয়াটারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তাঁরা।

ঘটনার সূত্রপাত ১৯৯৩ সালে। জর্ডান চ্যান্ডলার নামে এক ১৩ বছরের কিশোরকে হেনস্থার অভিযোগ ওঠে মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে। সেই মামলা কোর্টের বাইরে নিষ্পত্তি হয়। তবে ফের ২০০৫ সালে মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে আরও দুই নাবালককে হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়। দুই নাবালকরা হলেন ওয়াড রবসন ও জেমস সেফচাক।

অভিযোগকারী দু'জনেই ছোটোবেলায় মাইকেল জ্যাকশনের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই সময় একজনের বয়স ছিল ৯ ও অন্যজনের ৫ বছর। তাঁদের অভিযোগ অনুযায়ী, সেই সময় মাইকেল জ্যাকশন তাঁদের হেনস্থা করেছিলেন।

undefined

সম্প্রতি ব্রিটিশ পরিচালক ড্যান রিড পরিচালিত 'নেভারল্য়ান্ড লিভিং' তথ্যচিত্রটি দুটি ভাগে সম্প্রচারিত হয়। তথ্যচিত্রটির বিষয়, মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা। তাতে দেখা গেছে দুই অভিযোগকারী ব্যক্তিকে। একজন ওয়াড রবসন। অন্যজন জেমস সেফচাক। দু'জনের মুখেই শোনা যায় তাঁদের কথা। কীভাবে তাঁরা মাইকেল জ্য়াকশনের নেভারল্যান্ড রেঞ্চে পৌঁছান। কীভাবে তাঁরা হেনস্থার মুখে পড়েন। সবটাই তাঁরা এই তথ্যচিত্রে তুলে ধরেছেন।

তবে এই তথ্যচিত্রে মাইকেল জ্যাকশনকে ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর অনুরাগীরা। আর সেই প্রতিবাদেই গতকাল লন্ডনে HBO-র হেডকোয়াটারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তাঁরা।

ঘটনার সূত্রপাত ১৯৯৩ সালে। জর্ডান চ্যান্ডলার নামে এক ১৩ বছরের কিশোরকে হেনস্থার অভিযোগ ওঠে মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে। সেই মামলা কোর্টের বাইরে নিষ্পত্তি হয়। তবে ফের ২০০৫ সালে মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে আরও দুই নাবালককে হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়। দুই নাবালকরা হলেন ওয়াড রবসন ও জেমস সেফচাক।

অভিযোগকারী দু'জনেই ছোটোবেলায় মাইকেল জ্যাকশনের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই সময় একজনের বয়স ছিল ৯ ও অন্যজনের ৫ বছর। তাঁদের অভিযোগ অনুযায়ী, সেই সময় মাইকেল জ্যাকশন তাঁদের হেনস্থা করেছিলেন।

undefined
Intro:Body:

মাইকেল জ্যাকশনের যৌন হেনস্থা মামলা নিয়ে তথ্যচিত্র, বিক্ষোভ অনুরাগীদের



মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তথ্যচিত্র বানিয়েছেন ব্রিটিশ পরিচালক ড্যান রিড। সেই তথ্য়চিত্র সম্প্রচার নিয়েই এবার বিক্ষোভ দেখালেন মাইকেল জ্যাকশনের অনুরাগীরা। 



সম্প্রতি ব্রিটিশ পরিচালক ড্যান রিড পরিচালিত 'নেভারল্য়ান্ড লিভিং' তথ্যচিত্রটি দুটি ভাগে সম্প্রচারিত হয়। তথ্যচিত্রটির বিষয়, মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা। তাতে দেখা গেছে দুই অভিযোগকারী ব্যক্তিকে। একজন ওয়াড রবসন। অন্যজন জেমস সেফচাক। দু'জনের মুখেই শোনা যায় তাঁদের কথা। কীভাবে তাঁরা মাইকেল জ্য়াকশনের নেভারল্যান্ড রেঞ্চে পৌঁছান। কীভাবে তাঁরা হেনস্থার মুখে পড়েন। সবটাই তাঁরা এই তথ্যচিত্রে তুলে ধরেছেন।



তবে এই তথ্যচিত্রে মাইকেল জ্যাকশনকে ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর অনুরাগীরা। আর সেই প্রতিবাদেই গতকাল লন্ডনে HBO-র হেডকোয়াটারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তাঁরা। 

   

ঘটনার সূত্রপাত ১৯৯৩ সালে। জর্ডান চ্যান্ডলার নামে এক ১৩ বছরের কিশোরকে হেনস্থার অভিযোগ ওঠে মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে। সেই মামলা কোর্টের বাইরে নিষ্পত্তি হয়। তবে ফের ২০০৫ সালে মাইকেল জ্যাকশনের বিরুদ্ধে আরও দুই  নাবালককে হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়। দুই নাবালকরা হলেন ওয়াড রবসন ও জেমস সেফচাক। 



অভিযোগকারী দু'জনেই ছোটোবেলায় মাইকেল জ্যাকশনের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই সময় একজনের বয়স ছিল ৯ ও অন্যজনের ৫ বছর। তাঁদের অভিযোগ অনুযায়ী, সেই সময় মাইকেল জ্যাকশন তাঁদের হেনস্থা করেছিলেন। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.